midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। নিম্নে কোম্পানিগুলো ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হলো:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০১৭ সালে ১০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে। ব্যাংকের ডিভিডেন্ড-এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ২০১৮। শাহজালাল ইসলামী ব্যাংকঃ ৩১ ডিসেম্বর, ২০১৭ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৭৪ টাকা ও এককভাবে ১.৫৫ টাকা।
0 Comments
আজ বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ১৬ কোম্পানি তৃতীয় প্রান্তিক এবং ৫টি কোম্পানি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
মতিন স্পিনিং: মতিন স্পিনিং মিলস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’১৮-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৪ পয়সা। আর ৯ মাসে (জুলাই’১৭-মার্চ’১৮) কোম্পানির ইপিএস হয়েছে ২ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৬ পয়সা। ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪২ টাকা ৮৯ পয়সা। ৩০ জুন, ২০১৭ পর্যন্ত এনএভিপিএস ছিলো ৪১ টাকা ৯৯ পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানির ইপিএস ঘোষনা করা হয়েছে। এর মধ্যে ১৭ কোম্পানির ইপিএস কমলেও দুই কোম্পানির ইপিএস বাড়ছে। আজ মঙ্গলবার প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ১৮ কোম্পানি তৃতীয় প্রান্তিক এবং ১টি কোম্পানি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ওয়াটা কেমিক্যাল: তৃতীয় প্রান্তিক (জুলাই’১৭-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যাল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, তৃতীয় প্রান্তিক (জুলাই’১৭-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩.১২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.১৫ টাকা ঋণাত্মক। ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৫.৯৮ টাকা। পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বসুন্ধরা পেপার মিলস লিমিটেড শেয়ারে আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির আইপিও আবেদনের আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। যা চলবে আগামী ৯ মে পর্যন্ত।
জানা যায়, ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট অফ প্রাইস ৮০ টাকায় ইলিজিবল ইনভেস্টরদের (ইআই) কাছে আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে বসুন্ধরা পেপার। ৩০ জুন, ২০১৬ পর্যন্ত কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। সম্পদ মূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০.৪৯ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : মাইডাস, ওয়ান ব্যাংক, রিপাবলিক ইন্সুরেন্স, কর্ণফুলি ইন্সুরেন্স, মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইন্সুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স লিমিটেড। বিস্তারিত পড়তে "Read More" ক্লিক করুন - ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠান আজ ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। কোম্পানির লটারির ড্র ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ, পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন চলে। গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে।
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে এককভাবে ১০ টাকা ৪৯ পয়সা এবং সমন্বিতভাবে ১৩ টাকা ৮৭ পয়সা। এছাড়া, বিগত পাঁচ বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৪৩ পয়সা এবং এককভাবে ৬৭ পয়সা। আর ৩০ জুন ২০১৭ পর্যন্ত ইপিএস হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৩৬ পয়সা এবং এককভাবে ২৮ পয়সা। উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। অর্থসূচক নতুন অর্থবছরে কর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এই সুখবর এখনই দিতে চাচ্ছেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এ জন্য আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বৃহস্পতিবার আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ পরামর্শক কমিটির ৩৯তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব ইঙ্গিত করেন অর্থমন্ত্রী। এফবিসিসিআইয়ের সভপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। বিদায়ী বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা। আগামী ১৯ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ বোনাস ঘোষণা করেছে। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৭৬ পয়সা। আগামী ১০ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন আজ ১২ এপ্রিল বৃহস্পতিবার শুরু হবে। কোম্পানিটি পুঁজিবাজারে “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। অ্যাডেভেন্ট ফার্মার ট্রেডিং কোড হবে “ADVENT”। আর ডিএসইতে কোম্পানিটির কোম্পানি কোড হবে ১৮৪৯২।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা। উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড। দেশের শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে, আর এখান থেকে মানুষ পয়সা নিতে পারবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, বাংলাদেশে এখন যে অবস্থা, বিনিয়োগের জন্য খুবই ভালো দেশ। প্রাইভেট ইনভেষ্টমেন্ট হলে, বিদেশি ইনভেস্টমেন্টও বাড়ে। অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি- বাংলাদেশে একটা ক্যাপিটাল মার্কেট হবে, মানুষ সেখান থেকে পয়সা আনতে পারবে। মঙ্গলবার সচিবালয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের নগদ লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় আইসিবি’র বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। বিদায়ী বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। বিদায়ী বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৯৮ পয়সা। উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদন ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। তাই আগামীকাল (৮ এপ্রিল) কোম্পানিটির আইপিও আবেদন সংগ্রহের তারিখ নির্ধারণ করা হলেও তা হচ্ছে না। হাইকোর্ট ও ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির ৪ জন পরিচালক ঋণ খেলাপি হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বরিশালের অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করা হয়। গত মাসেই কোম্পানির আইপিও আবেদন স্থগিতাদেশ দেয় আদালত । তবে আইপিও আবেদন স্থগিত না রাখতে কোম্পানির পক্ষ থেকে আপিল করা হয় বেসরকারি ব্যাংক মালিকদের নিয়ে অর্থমন্ত্রীর আয়োজিত বৈঠকের সিদ্ধান্ত কার্যকর করেছে ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বেসরকারি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) এক শতাংশ কমানো এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংকগুলোর টাকা ধার নেওয়ার সুদহার দশমিক ৭৫ শতাংশ কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এ সংক্রান্ত আলাদা দু’টি নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। ফলে ব্যাংকগুলোর আমানতের বিপরীতে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত নগদ জমা থেকে ১০ হাজার কোটি টাকা ফেরত পাবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্টের এ সার্কুলারে জানানো হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বিভিন্ন উৎস থেকে প্রদেয় করের হার হ্রাসসহ ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেটে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (০৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আসন্ন অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ডিএসই এসব প্রস্তাব দেয়।
জানা যায়, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে আয়কর হারের ব্যবধান ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। অর্থাৎ তালিকাভু্ক্ত কোম্পানিগুলোর প্রদেয় ২৫ শতাংশ করের সীমা ১৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেয়া হয়েছে। যদিও বর্তমানে রাজস্ব বোর্ড অ-তালিকাভুক্ত কোম্পানি থেকে ৩৫ শতাংশ ও তালিকাভুক্ত কোম্পানি থেকে ২৫ শতাংশ হারে কর আদায় করে। আর ডিএসইর প্রস্তাবনা কার্যকর হলে তালিকাভুক্ত কোম্পানিকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এছাড়া সকল প্রক্রিয়া শেষ হলে আগামী মাসের মধ্যে চীনের সেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের (জোট) সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার ইস্যুতে চুক্তি সম্পন্ন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আসন্ন ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনায় ডিএসই ব্যবস্থাপনা পরিচালক একেএম মাজেদুর রহামান এনবিআর চেয়্যারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়াকে এ তথ্য জানান।
প্রাক-বাজেট আলোচনায় ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী সংস্কার ও অবকাঠামোগত বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির স্বার্থে আগামী ২০১৮-১৯ সালেও ১০০ শতাংশ হারে কর অবকাশ চায় ডিএসই কর্তৃপক্ষ। এসময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে চীনের সঙ্গে চুক্তি হয়েছে কিনা জানতে চান। তখন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী মাসের মধ্যে চীনা জোটের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। এসময় এনবিআর চেয়্যারম্যান বেসরকারি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ বা সিআরআর ১ শতাংশ কমানোর প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নগদ জমা সংরক্ষণের হার (সিআরআর) দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে ৫.৫ (পাঁচ দশমিক পাঁচ) শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৫.০ (পাঁচ) শতাংশ হিসেবে পরিশোধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আগামী ১৫ এপ্রিল থেকে নতুন আইন কার্যকর হবে।
জুন ২৩, ২০১৪ তারিখের এমপিডি সার্কুলার নং ০১ মোতাবেক বর্তমানে বাংলাদেশের সব তফসিলি ব্যাংক (শরীয়াহ ভিত্তিক ব্যাংকসহ)-কে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ৬.৫ (ছয় দশমিক পাঁচ) শতাংশ দ্বি- সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম ৬.০ (ছয়) শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা হিসেবে সংরক্ষণ করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক খাতে সৃষ্ট সংকট নিরসনে আজ মঙ্গলবার গণভবনে বেসরকারি ব্যাংক মালিকদের ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক এবং ডিনার করার কথা রয়েছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেই ব্যাংকের উদ্যোক্তাদের ডিনারের নিমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, খেলাপি ঋণ কমিয়ে আনা ও অরাজকতা বন্ধ করাসহ সামগ্রিক ব্যাংকিং খাত বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ৫৭টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবকটিতেই এখন দুই অঙ্কের সুদ গুনছেন ব্যবসায়ীরা। এরমধ্যে শিল্পপ্রতিষ্ঠানে দেওয়া ঋণের বিপরীতে ১৫ শতাংশেরও বেশি হারে সুদ আরোপ করছে কোনও কোনও ব্যাংক। ব্যাংকের ঋণের সুদ হার এক অঙ্কে কমিয়ে আনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আওয়ামী লীগের যৌথসভায় ব্যাংকগুলোকে কেবল মুনাফা বৃদ্ধির কথা না ভেবে দেশের উন্নয়নের স্বার্থে সুদের হার কমিয়ে আনার তাগিদ দেন তিনি। এর আগে রবিবার রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএবির বৈঠক হয়। চলতি বছরের মার্চ মাসে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে শেয়ার ক্রয়ের হার বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেয়ার বিক্রির তুলনায় ৫২.৩৬ শতাংশ শেয়ার ক্রয় করেছেন তারা। আলোচ্য মাসে বিদেশি পোর্টফোলিওতে শেয়ার ক্রয় করেছেন ৪৫৫ কোটি ৯৭ লাখ টাকার। এর বিপরীতে শেয়ার বিক্রি করেছেন ২৯৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে ১৫৬ কোটি ৭০ লাখ টাকার বা ৫২.৩৬ শতাংশ।
তবে গত ফেব্রুয়ারি মাসের তুলনায় লেনদেন কমেছে বিদেশি পোর্টফোলিওতে। ফেব্রুয়ারি মাসে মোট লেনদেন ছিল ৮৮০ কোটি ৭০ লাখ টাকার। যা মার্চ মাসে এসে লেনদেন হয়েছে ৭৫৫ কোটি ২৩ লাখ টাকার। মার্চ মাসে নিট বিনিয়োগ বেড়েছে ১৫৬ কোটি ৭০ লাখ টাকার। যা ফেব্রুয়ারি মাসে নিট বিনিয়োগ নেতিবাচক ছিল ৯৪ কোটি ৭৩ লাখ টাকার। ফেব্রুয়ারি মাসে শেয়ারের পরিমাণ ছিল ৩৯৩ কোটি টাকার। আর এর বিপরীতে শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৪৮৮ কোটি টাকার। অর্থসূচক রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় কোম্পানিগুলো পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো:- আইসিবি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ব্যাংক এশিয়া লিমিটেড।
আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ৫ এপ্রিল, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। যমুনা ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা ১০ এপ্রিল, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আইএফআইসি ব্যাংকের পর্ষদ সভা ১০ এপ্রিল, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ৯ এপ্রিল, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ব্যাংক এশিয়ার পর্ষদ সভা ৮ এপ্রিল, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এবং উত্তরা ব্যাংকের পর্ষদ সভা ৮ এপ্রিল, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। অর্থসূচক ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠান আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। কোম্পানির আইপিও লটারীর ড্র আগামী ১৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে এককভাবে ১০ টাকা ৪৯ পয়সা এবং সমন্বিতভাবে ১৩ টাকা ৮৭ পয়সা। এছাড়া, বিগত পাঁচ বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৪৩ পয়সা এবং এককভাবে ৬৭ পয়সা। আর ৩০ জুন ২০১৭ পর্যন্ত ইপিএস হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৩৬ পয়সা এবং এককভাবে ২৮ পয়সা। উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। অর্থসূচক অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) দাবির মুখে ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) এক শতাংশ কমলো1/4/2018 বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) দাবির মুখে ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) এক শতাংশ কমিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের আমানতের ৫০ শতাংশ এখন থেকে বেসরকারি ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত হয়েছে। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএবি ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানিয়েছেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজকের বৈঠক ছিল শুক্রবারের বৈঠকের ফলোআপ। সরকারি প্রতিষ্ঠানের টাকা কোথায় রাখবে এটি সরকার সিদ্ধান্ত দিতে পারে। আমরা এটি করে দিয়েছি। আমরা অফিস থেকে ইতিমধ্যে এটি ইস্যু হয়ে গেছে। তাদের অনেক দাবি ছিল। সেগুলো বাংলাদেশ ব্যাংক দেখে। এটির কর্মকর্তা বা নিয়ন্ত্রক হলেন গভর্নর। আমি দিতে পারি না। হ্যাঁ, আমি হয়তো তাকে প্রভাবিত করতে পারি। অর্থমন্ত্রী বলেন, আজকের এ বৈঠকে গভর্নর তার পুরো টিম নিয়ে উপস্থিত ছিলেন। রোববার সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাও’য়ে অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ছাড়াও আর্থিক খাতের অন্যান্য ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত থাকবেন বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
জানা যায়, অনুষ্ঠিতব্য বৈঠকে শেয়ারবাজারে ব্যাংকগুলোর এক্সপোজার ইস্যুতে আলোচনা করা হবে। এছাড়া চলমান তীব্র তারল্য সংকট কাটাতে ও সুদের হার কমাতে সরকারি প্রতিষ্ঠানের আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার বিষয়ে জরুরী আলোচনা করা হবে। উল্লেখ্য, পুঁজিবাজারে ব্যাংকগুলোর এক্সপোজার গণনায় তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজকে বাদ দেয়ার জন্য বাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। সেই প্রস্তাব বিবেচনা করে অর্থমন্ত্রনালয় থেকে বাংলাদেশ ব্যাংকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের আমানতের অর্ধেক বেসরকারি ব্যাংকে রাখার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব বিষয়সহ আর্থিক খাতের উন্নয়নে অন্যান্য বিষয়ে কাল আলোচনা করা হবে বলে জানা গেছে। sharenews24.com |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
April 2025
Categories |