midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। সরকার অবশ্য এটিকে কঠোর বিধিনিষেধ বলছে। আজ বুধবার (৩০ জুন) সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
0 Comments
শেয়ারবাজার, ফ্ল্যাট ও জমি কেনা, সঞ্চয়পত্রসহ আরও কয়েকটি খাতে বিনিয়োগের ক্ষেত্রেই কালোটাকা সাদা সুযোগ রেখে জাতীয় সংসদে পাস হয়েছে অর্থবিল ২০২১। তবে শিল্প-কারখানায় স্থাপনে নতুন বিনিয়োগের ক্ষেত্রে চলতি বছরের মতো ১০ শতাংশ কর দিয়েই কালো টাকা সাদা করা যাবে।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বিল পাস হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে নোংরা কারসাজির আভাস স্পষ্ট হয়ে উঠছে। বিতর্কিত এক সমবায় কর্মকর্তা এবং চতুর্থ প্রন্মের একটি ব্যাংকের চেয়ারম্যানসহ বহুল আলোচিত দুষ্ট গোষ্ঠি ডেল্টা লাইফের শেয়ার নিয়েও কারসাজি শুরু করেছেন বলে বাজার সংশ্লিষ্টদের খবর।
আজ মঙ্গলবার (২৯ জুন) লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডেল্টা লাইফের ৫ লাখ শেয়ার লেনদেন হয়। আর এর সবই কেনাবেচা হয় সার্কিটব্রেকারের সর্বোচ্চ সীমায়। শেয়ারটির দাম ১২৯ টাকা ১০ পয়সা থেকে ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ১৪২ টাকায় উঠে যায়। The government in 2019 decided to liquidate People’s Leasing as the corruption tainted company failed to return money to its depositors The High Court (HC) on Monday decided that People's Leasing and Financial Services Ltd – that made the headlines due to PK Halder's financial scam – must be restructured, not liquidated.
After hearing the plea filed by 201 depositors of People's Leasing, the HC bench of Justice Mohammad Khurshid Alam Sarkar passed the order. শেয়ারবাজার ও আবাসন খাতকে চাঙা করতে কালোটাকা বিনিয়োগের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। আগে দশ শতাংশ জরিমানা দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ থাকলেও এবার জরিমানার পরিমাণ আরও কমছে। এর জন্য নতুন বিধান করা হচ্ছে। এ টাকা বিনিয়োগের ফলে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। এ জন্য আয়কর অধ্যাদেশে সংশোধনী আনা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের সূত্রমতে, ২০২১-২০২২ অর্থবছরে বিশেষ সুবিধা বাতিল হচ্ছে, কিন্তু আগের ৩ পদ্ধতিতে টাকা সাদা করা যাবে। এ জন্য কোনো সংস্থা যাতে আয়ের উৎস সম্পর্কে জানতে চাইতে না পারে সে জন্য আয়কর অধ্যাদেশে প্রভিশন রাখা হচ্ছে। অর্থাৎ নির্ধারিত করের অতিরিক্ত ৫ শতাংশ জরিমানা দিয়ে কালোটাকা পুঁজিবাজার ও আবাসন খাতে বিনিয়োগ করলে কোনো সংস্থা প্রশ্ন করবে না বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। Bangladesh Securities and Exchange Commission chairman Professor Shibli Rubayat-Ul-Islam has recently visited different factories at Beximco Industrial Park in Gazipur, said a press release.
করোনাভাইরাস সংক্রমণের উর্ধমুখী ধারা ঠেকাতে সোমবার (২৭ জুন) শুরু হচ্ছে দেশব্যাপী লকডাউন। সোমবার থেকে বুধবার পর্যন্ত লকডাউন চলবে সীমিত পরিসরে। আর বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিন থাকবে সর্বাত্মক লকডাউন।
এই লকডাউনকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে দেশের পুঁজিবাজার। রোববার দিনের শুরু থেকেই মূল্যসূচকে শুরু হয় নিম্নমুখী ধারা। লকডাউনে পুঁজিবাজার চালু থাকবে কি-না তা নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে বাজারে। যদিও শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে নিশ্চিত করা হয়েছে, জুন ক্লোজিংয়ের কারণে বুধবার পর্যন্ত সব ব্যাংক খোলা থাকবে। অন্যদিকে সর্বাত্মক লকডাউনে যেসব জরুরি পরিষেবা প্রতিষ্ঠান খোলা থাকবে তার মধ্যে ব্যাংক সেবাও অন্তর্ভুক্ত থাকবে বলে আভাস দেওয়া হয়েছে। আর ব্যাংক খোলা থাকলে যে পুঁজিবাজার খোলা থাকবে তা একাধিকবার নিশ্চিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সব মিলিয়ে লকডাউনে যে পুঁজিবাজার খোলা থাকবে তা মোটামুটি নিশ্চিত। They plan to raise capital by issuing zero-coupon bonds, which offer tax waivers With funds becoming scarce both from local and foreign sources, NGOs have found the capital market a preferred destination to raise money amid the pandemic.
বর্তমানে জিডিপিতে পুঁজিবাজারের অবদান প্রায় ২০ শতাংশ। যা পাশ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম। কমিশন ২০২৪ সালের মধ্যে এটিকে ৫০ শতাংশে উন্নীত করতে চায়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম।
বুধবার (২৩ জুন) ডিএসই ট্রেনিং একাডেমিতে সাত দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেয়ারবাজার ও আবাসন খাতকে চাঙা করতে কালোটাকা বিনিয়োগের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এর জন্য নতুন বিধান করা হচ্ছে। এ টাকা বিনিয়োগের ফলে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। এ জন্য আয়কর অধ্যাদেশে সংশোধনী আনা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের সূত্রমতে, ২০২১-২০২২ অর্থবছরে বিশেষ সুবিধা বাতিল হচ্ছে, কিন্তু আগের ৩ পদ্ধতিতে টাকা সাদা করা যাবে। এ জন্য কোনো সংস্থা যাতে আয়ের উৎস সম্পর্কে জানতে চাইতে না পারে সে জন্য আয়কর অধ্যাদেশে প্রভিশন রাখা হচ্ছে। অর্থাৎ নির্ধারিত করের অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিয়ে কালোটাকা পুঁজিবাজার ও আবাসন খাতে বিনিয়োগ করলে কোনো সংস্থা প্রশ্ন করবে না। তিন হাজার কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। বেক্সিমকো সুকুক আল ইসতিস্না আজ বা আগামীকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেতে পারে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গতবছরের শেষে দেশে প্রথমবারের মত সুকুক চালু হওয়ার পর বেসরকারি খাতে এটাই হবে সবচেয়ে বড় শরিয়াহ বন্ড। এই বন্ড ছেড়ে ৩ হাজার কোটি টাকার তহবিল সংগ্রহ করতে চায় কোম্পানিটি। The Bangladesh Securities and Exchange Commission has declared forfeited Tk 5.7 crore in investments by general investors for dropping more than two applications using the same bank account for initial public offering shares of Sonali Life Insurance Company Limited.
A total of 25,389 applications worth Tk 37.94 crore became invalid for dropping more than two applications using the same account. Fifteen per cent of the total subscription amount was forfeited for the securities rules violation. Around 3,67,250 applications were dropped for the IPO shares worth Tk 730.42 crore . Out of that, 3,41,861 applications were found valid and the remaining 25,389 applications became invalid, according to Central Depository Bangladesh data. BSEC commissioner Shaikh Shamsuddin Ahmed told New Age that considering the introduction of a new IPO distribution system, the commission would pardon the investors who would appeal to the commission for a remission accepting their mistakes. The Bangladesh Securities and Exchange Commission on Monday asked brokerage houses to distribute interest income earned from consolidated customer accounts (CCA) among eligible investors who maintained a minimum of Tk 1 lakh balance in the CCAs for at least one month and earned a minimum of Tk 500 interest income.
The BSEC on Monday issued a directive in this regard and asked the Dhaka Stock Exchange, the Chittagong Stock Exchange and all stockbrokers to calculate the interest income for customers who earned from the bank account(s) opened for consolidated customers’ accounts and distribute the interest income among the customers. পুঁজিবাজার সম্প্রসারণের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে আরও ১৬টি ট্রেকের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে, প্রাথমিক পর্যায়ে ৩০টি ট্রেকের অনুমোদন দিয়েছিল সংস্থাটি।
ট্রেক হলো পুঁজিবাজারে লেনদেনের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করবেন। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নতুন নিয়মে পুঁজিবাজারে আসা সোনালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার বরাদ্দ দেওয়া হবে আগামীকাল সোমবার (২১ জুন)। এই নিয়মে আইপিওর আবেদনকারীদের মধ্যে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকা স্পুতনিক-৫ দেশে আমদানি ও নিজস্ব কারখানায় উৎপাদনের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কোম্পানিটির এ প্রস্তাবকে ইতিবাচক বলে মনে করছে। এরই মধ্যে ওরিয়ন ফার্মার প্রস্তাবটি বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।
এ বছরের ৩০ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ওরিয়ন ফার্মা লিমিটেড ১ কোটি ডোজ টিকা রাশিয়া থেকে আমদানি ও তাদের নতুন প্রতিষ্ঠিত সর্বাধুনিক কারখানায় শুধু করোনা প্রতিরোধী টিকা উৎপাদনের প্রস্তাব দিয়েছে। ওরিয়ন ফার্মার প্রস্তাবটি করোনা মহামারি মোকাবেলায় জরুরি ভিত্তিতে দেশের সব জনগণকে টিকাদানের আওতায় আনতে সরকারের প্রচেষ্টার সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। যেহেতু কভিড অতিমারী খুব সহজে এবং কয়েক মাসের মধ্যে চলে যাবে বলে মনে হয় না, তাই এ টিকা স্থানীয়ভাবে উৎপাদন করতে পারলে দেশের ও দশের মঙ্গল হবে বলে আশা করা যায়। এ অবস্থায় ওরিয়ন ফার্মার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো ডিও পত্রসহ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বাস্থসেবা বিভাগ। The country's capital market is set to post the highest return in a decade in the outgoing fiscal year (FY), 2020-21, when most other sectors faced serious disruptions in their business operations due to the ongoing Covid-19 pandemic.
The stock market witnessed a 51.31 per cent return in the outgoing FY as on June 13, despite the free fall of many stock prices. Initially the fall was contained by setting floor prices, as investors became panicked following the Covid outbreak. Experts and market operators said the investors pumped fresh funds into the stock market - following decline in interest rates of other fixed income securities along with various regulatory reforms in market operations. পুঁজিবাজারে মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনকারী বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারীদের প্রতি মাসে ১০০ টাকা করে সার্ভিস চার্জ নির্ধারণ করেছে দেশের প্রধান এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী ২০২১-২২ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে এ চার্জ কার্যকর হবে বলে জানান তারা। এদিকে মোবাইল অ্যাপের চার্জ বাবদ প্রতি মাসে ডিএসই তার ভেন্ডরকে ৬০ হাজারের বেশি ডলার পরিশোধ করে আসছে। তাই অ্যাপ ব্যবহারকারীদের জন্য এক্সচেঞ্জটি ফি নির্ধারণ করে দিয়েছে বলে জানিয়েছে।
The Bangladesh Securities and Exchange Commission has decided not to offer the floor price facility to newly listed companies.
BSEC chairman Shibli Rubayat-Ul-Islam told New Age that the commission made the decision and instructed the bourses to act upon the decision. বাংলাদেশ পুঁজিবাজারের সঠিক তথ্যনির্ভর পূর্বানুমান, গবেষণা ও বিনিয়োগকারীদের ডিএসইর লেনদেনসংক্রান্ত তথ্য জানানোর পাশাপাশি অন্যান্য সহায়ক তথ্য নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শনের লক্ষ্যে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড ও স্টক বাংলাদেশ লিমিটেড গতকাল ডিএসইর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
The company eyes capacity expansion for motorbike and farm machinery units alongside with setting up an assembly plant for Foton commercial vehicles UK state-owned development finance institution CDC and Norwegian state-owned investment fund Norfund together will invest $10 million in ACI Motors, announced the recipient company Sunday.
The investment follows the trail of Dutch development financier FMO's $15 million investments in ACI Motors last year. ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে অন্যতম মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো: আশিকুর রহমান। সম্প্রতি শেয়ারবাজারের বিভিন্ন বিষয় নিয়ে বিজনেস আওয়ার২৪.কমের সাথে মতবিনিময় করেন তিনি। সেই মতবিনিময়ের কিছু অংশ তুলে ধরা হলো বিজনেস আওয়ার পাঠকদের জন্য। সাক্ষাৎকারটি নিয়েছেন আনিসুর রহমান সুমন।
বিজনেস আওয়ার : বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে কিছু বলুন? অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, গত ছয় বছরে আইপিও’র (প্রাথমিক গণপ্রস্তাব) মাধ্যমে ৬৮টি প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে চার হাজার ৮৩১ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে।
সোমবার (১৪ জুন) সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে থেকে মূল মার্কেটে ফিরেছে ৪ কোম্পানি। কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুনরায় তালিকাভুক্তির মাধ্যমে আজ রোববার (১৩ জুন) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করল।
করোনাভাইরাস মহামারীর মধ্যেও ভালো অবস্থান ধরে রেখেছে বাংলাদেশের পুঁজিবাজার। এর মধ্যেই রিটার্নের দিক দিয়ে দেশের পুঁজিবাজার তৃতীয়বারের মতো বিশ্বের শীর্ষ তালিকায় অবস্থান করছে। সম্প্রতি ফ্রন্টিয়ার জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্যমতে, মে মাসে এশিয়ার পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্থান হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। গত মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
January 2025
Categories |