midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
Eight companies of the DSE's main board are going to be downgraded from A and B category to Z category for failing to pay the dividends that the boards declared and got approved by the securities regulator for FY22.
0 Comments
প্রতিবেদক: গত কয়েকদিন যাবত বাজারের লেনদেন নিম্নমুখী অবস্থায় রয়েছে৷ এই অবস্থা থেকে উত্তোরণের জন্য কি ধরণের পদক্ষেপ নেয়া যেতে পারে, সে বিষয়ে আলোচনার জন্য জরুরী সভা ডেকেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ৷ সভায় শেয়ারবাজারে তারল্য বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি মতামত দিয়েছেন শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকাররেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক এবং ডিবিএর প্রতিনিধিরা।ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
প্রতিবেদক: গত কয়েকদিন যাবত বাজারের লেনদেন নিম্নমুখী অবস্থায় রয়েছে৷ এই অবস্থা থেকে উত্তোরণের জন্য কি ধরণের পদক্ষেপ নেয়া যেতে পারে, সে বিষয়ে আলোচনার জন্য জরুরী সভা ডেকেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ৷ সভায় শেয়ারবাজারে তারল্য বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি মতামত দিয়েছেন শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকাররেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক এবং ডিবিএর প্রতিনিধিরা।ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক দেশের শেয়ারবাজারের বন্ড মার্কেটের উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। রবিবার (১৮ জুন) ২০২৩–২৪ অর্থবছরের ১ম ষান্মাসিকের জন্য (জুলাই-ডিসেম্বর-২০২৩) মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্যাংকঋণের ৯ শতাংশ সীমা তুলে দিয়ে সুদ গণনার নতুন কাঠামো ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদহারের সীমাও তুলে দেওয়া হয়েছে। নতুন নিয়মে ব্যাংকঋণের সুদহার হবে সর্বোচ্চ ১০ দশমিক ১২ শতাংশ। আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের সুদহার হবে সর্বোচ্চ ১২ দশমিক ১২ শতাংশ। এসএমই ও ভোক্তাঋণের তদারকি খরচের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আরও ১ শতাংশ বেশি সুদ আরোপ করতে পারবে।
সোমবার প্রায় ৩১ পয়েন্ট সূচক কমেছে। কমেছে লেনদেনের পরিমাণও।
হঠাৎ শেয়ারবাজারের এমন পতনে তিনটি কারণকে দায়ী করছেন শেয়ারবাজার বিশ্লেষকরা। এরমধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় মুদ্রানীতি। আগামী ১৮ জুন বিকেল ৩টায় নতুন এই মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। ফের আকষ্মিকভাবে দেশের পুঁজিবাজারে বড় পতন হয়েছে। সোমবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩০ দশমিক ৯৭ পয়েন্ট হারিয়েছে। গত মঙ্গলবারও বড় পতন দেখেছে দেশের পুঁজিবাজার। তবে এই পতনকে স্বাভাবিক মনে করছেন না বাজার সংশ্লিষ্টরা। খোদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনই (বিএসইসি) মনে করছে সোমবার কৃত্রিমভাবে শেয়ারবাজারে পতন ঘটিয়েছে একটি মহল। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে প্রায় সময়ই এ ধরণের কারসাজিমূলক আচরণ করে চক্রটি। সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিভিন্ন গুজব ছড়িয়ে বাজারে আতঙ্ক তৈরী করে অস্থিরতা তৈরীর চেষ্টা চালায় শেয়ারবাজারে। নিয়ন্ত্রক সংস্থার তদন্তে এসব তথ্য উঠে এসেছে। এবার এসব দুষ্ট চক্রকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে বিএসইসি। আজ ডিএসইকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ থেকে অর্জিত আয়ের (ক্যাপিটাল গেইন) ওপর কর রেয়াত সুবিধা বহাল রাখা হয়েছে। একই সঙ্গে মিউচুয়াল ফান্ডের অর্জিত লভ্যাংশ আয়ের ওপর উৎসে কর না কাটার সুবিধা থাকছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন আইনে এসব সুবিধা বহাল রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
Lub-rref (Bangladesh) Ltd, a lubricant producer under the BNO brand, is struggling to pay the recommended 10% cash dividend for the fiscal year 2021-22 due to a shortage of liquidity.
মাঝে-মধ্যে গুজবের কারণে পুঁজিরবাজারে বড় ধরনের দরপতন ঘটে। এমন ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (৬ জুন)। ওই দিন শেয়ার বেচাকেনার মাধ্যমে ক্যাপিটাল গেইনের (অর্জিত মূলধনী আয়) ওপর করারোপ করা হচ্ছে, এমন গুজব ছড়ানো হয়েছিল পুঁজিবাজারে। ফলে, সূচকে বড় ধরনের পতন ঘটে। এই গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
ধীরে ধীরে ছন্দ ফিরে পেতে থাকা পুঁজিবাজারে আজ (৬ জুন) হঠাৎ বড় দর পতন হয়েছে। শতাংশের হিসেবে মূল্যসূচক বেশ না কমলেও পতনের ধারাটি ছিল বেশ অস্বাভাবিক। লেনদেন সময়কালের বড় অংশজুড়ে সূচক স্বাভাবিক উঠা-নামা থাকলেও শেষ আধাঘণ্টায় তা সোজা নিচে নামতে থাকে। সেখান থেকে আর এই সূচক উঠে দাঁড়াতে পারেনি। শুধু মূল্যসূচক নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও কমেছে আজ। আজ এই বাজারে ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৫১ শতাংশ কম।
পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী তথা বিও হিসাবধারীরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারী বন্ড ক্রয় করতে পারবেন। রোববার (৪ জুন) কমিশনের ৮৭১ তম সভায় এ সংক্রান্ত সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভাপতিত্ব করেন।
ব্যাংকান্স্যুরেন্স বীমা কর্মীদের কর্মের পরিধি সংকুচিত করবে বলে মনে করে বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ এসোসিয়েশন (বিএনআইএ)।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চেয়েছিল ইসলাম অক্সিজেন লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির আবেদন বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্বে ব্যাপক রদবদল করা হয়েছে। একই সঙ্গে কমিশন কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম মোতাবেক কর্মচারীদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |