midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
বন্ড মার্কেটকে গতিশীল করতে হলে এ খাতে মিউচুয়াল ফান্ডের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। যদিও বাংলাদেশে এ খাতটি এখনো পিছিয়ে রয়েছে। সংস্কারের মাধ্যমে মিউচুয়াল ফান্ডকে গতিশীল করে তুলতে না পারলে বন্ডে বিনিয়োগের জন্য বিনিয়োগকারী পাওয়া যাবে না। গতকাল রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১-এর সমাপনী দিনে বিজনেস সেশনে পুঁজিবাজার-সংক্রান্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
0 Comments
পুঁজিবাজারের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে অর্থমন্ত্রনালয়। পুঁজিবাজার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাংঘর্ষিক এমন কিছু বিষয় রয়েছে যা দীর্ঘ সময় যাবত সমাধান হয়নি। কিন্ত রোববার (২৮ নভেম্বর) অর্থমন্ত্রণালয় এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠকে বিষয়গুলোর সমাধানে উভয় পক্ষ একমত হয়েছে। সংশ্লিষ্ঠ সুত্র অর্থসংবাদকে এ বিষয়টি নিশ্চত করেছে।
তথ্য তালাশে আপত্তি বিএসইসির
বিএসইসির সঙ্গে কয়েক মাস ধরে মতভিন্নতা চলছে। সেগুলোর সমাধান না হতেই সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর তথ্য চাইল কেন্দ্রীয় ব্যাংক। আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
Shwapno, the largest retail chain in Bangladesh, has at last logged operating profits, a development that is likely to make the investors of its parent company, Advanced Chemical Industries (ACI), happy.
In the April to June period of 2020-21, the retail chain netted operating profits of Tk 94.9 lakh and continued the momentum in the July to September period of 2021-22, earning Tk 37 lakh in profit, according to ACI Logistics, which runs the chain. Many market gurus believe we're in the middle of one of the biggest speculative bubbles in history. I think they're right. But I'm not betting the farm on it.
I was an internet-stock analyst during the dot-com bubble two decades ago, so I have some firsthand experience with financial bubbles. I've summarized the experience here, along with my subsequent run-in with the SEC. In a future article, I'll explain why I'm in the bubble camp. But here, I'll just share three things I learned last time that explain why I'm not going all-in in either direction this time around. শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২টি কোম্পানি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশের নিচে লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে অনেক কোম্পানি ভালো ব্যবসা করেও শেয়ারহোল্ডারদের স্বল্প পরিমাণ লভ্যাংশ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর সত্যতা যাচাই করতে ৫ শতাংশের নিচে কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। শিগগিরই কোম্পানিগুলোকে চিঠি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। The complex investment tool does not guarantee the payment to the investors as the Bangladesh Bank imposed conditions freeing issuers from the repayment obligation Although perpetual bonds have opened up a new avenue for investment, it risks turning into a trap for investors as the investment tool does not guarantee the payment that issuers promise to continue forever. The Bangladesh Bank can stop the servicing of interest, and even the payback of the principal amount, if it sees erosion of the financial health of the issuer banks.
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৮৯ শতাংশ। সূচকের পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে ৩১ শতাংশ। ডিএসইর মোট লেনদেনের ৪৪ শতাংশই ছিল ব্যাংক খাতের শেয়ারের দখলে। গতকাল দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে কয়েকদিন ব্যাংক খাতের শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। মূলত ডিসেম্বর ক্লোজিংয়ের কারণে বেশকিছু বিনিয়োগকারী ভালো লভ্যাংশের প্রত্যাশায় ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেছেন। এতে গত সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিকে আরেক শ্রেণীর বিনিয়োগকারী ব্যাংকের শেয়ারদর বাড়ার কারণে মুনাফা তুলে নিতে পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে গতকাল তালিকভুক্ত প্রায় সব ব্যাংকের শেয়ারদরই কমেছে। A sign of recovering from the Covid-19 shock is evident in many of the companies’ performances Bangladesh Lamps Limited, an electric bulb manufacturer, declared 10% cash dividend for FY20 as it suffered losses due to the raging pandemic, but the company declared 20% cash dividend for FY21 as it returned to profit.
Like Bangladesh Lamps, 83 local companies listed on stock exchanges from the manufacturing and service sectors have declared higher dividends for FY21 compared to the previous fiscal year. Professor Shibli Rubayat-Ul-Islam urged the capital market journalists to continue publishing objective and investigative report Capital market would drive the economy through financing development and growth, reiterated Professor Shibli Rubayat-Ul-Islam, the chief of the securities regulator, on Friday.
He was speaking as the chief guest at the inauguration of the Capital Market Journalists Forum's (CMJF) new office at Al-Razi Complex at Paltan in the capital. Bangladesh's capital market belongs to the frontier market group, while the story of its fast growing economy is drawing more attention globally. পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। রাজধানীর আল-রাজী কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে রাষ্ট্রীয় মালিকানার বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে নতুন তহবিল দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটিকে পুঁজিবাজার স্থিতিশীলতা ফান্ড থেকে ১০০ কোটি টাকা দেওয়া হবে।
আজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭৯৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ড ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের বাইরে থাকবে বলে জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। দেশের শেয়ারবাজারের সাম্প্রতিক বিষয় নিয়ে বুধবার (১৭ নভেম্বর) অর্থসংবাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সরকারি সিকিউরিটিজ তথা বিল-বন্ড ক্রয়-বিক্রয় কার্যক্রম শক্তিশালী করতে চলতি বছরের ডিসেম্বরেই সেকেন্ডারি মার্কেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এরই মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পরীক্ষামূলকভাবে একটি সরকারি (ট্রেজারি) বন্ডের লেনদেন হয়েছে। এটি সফল হলে আগামী মাস থেকে দেশের দুই পুঁজিবাজারে পুরোদমে এ কার্যক্রম চালু হবে।
Call money rate was the 14-month highest on Monday thanks to a sudden increased demand of cash in banks as investment has risen in various sectors after the Covid-19 epidemic situation improved recently.
On Sunday, interbank call money transaction was worth Tk8,378 at a rate of Tk3.14 although the number of transaction did not increase significantly. পুঁজিবাজারে মার্জিন ঋণ তথা শেয়ার কেনার জন্য ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের দেওয়া ঋণ সুবিধার সর্বোচ্চ সীমার শর্ত শিথিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৫ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এক নির্দেশনা জারি করেছে বিএসইসি। দুই দফায় সংশোধনের পর এবার সূচকভিত্তিক মার্জিন ঋণ নীতি প্রত্যাহারের পরিকল্পনা করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে কোন শেয়ার মার্জিনযোগ্য আর কোনটি নয়, সে ক্ষেত্রে মূল্য-আয় অনুপাত বা পিই রেশিওভিত্তিক মানদণ্ড বহাল থাকবে। সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা জানিয়েছেন, বিষয়টি এখনও চিন্তাভাবনা পর্যায়ে আছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অব্যাহত দরপতনের পর গত মঙ্গলবার এ নীতি সংশোধন বা প্রত্যাহারের গুঞ্জন ওঠে। মার্জিন হার বাড়ানো হচ্ছে বা সূচকভিত্তিক মার্জিন ঋণ নীতি স্থগিত বা প্রত্যাহার হচ্ছে- এমন আলোচনা ছিল। গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিংহভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পেছনে যা প্রভাব রেখেছে বলে বাজার-সংশ্নিষ্টদের ধারণা। এ সময়ে ডিএসইএক্স সূচক বেড়েছিল ১৯৬ পয়েন্ট। যদিও তার আগের আট কার্যদিবসে সূচকটি হারিয়েছিল ২৬২ পয়েন্ট। At the end of September, the company’s consolidated net asset value against each share stood at Tk108.71 Square Pharmaceuticals posted Tk5.64 in quarterly earnings per share (EPS) for the July to September period this year, which was Tk4.44 in the same quarter of 2020.
The consolidated earning includes all the profits of its subsidiary companies. At the end of September, the company's consolidated net asset value against each share stood at Tk108.71. Up until July this year, firms had been able to borrow at unprecedented lower interest rates as the cost of funds declined amid business slowdown.
But as the economy inches towards normalcy riding on falling coronavirus infections and ongoing vaccination programme, the demand for loans has made a comeback in the last couple of months. শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ১৪ নভেম্বর (রোববার)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি ক্যাটাগরি হবে ‘এন’। ডিএসইতে ট্রেডিং কোড ‘ACMEPL’ এবং কোম্পানি কোড ১৮৪৯৬। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। এর আগেও একাধিক দফায় আইসিবিকে ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
বাংলাদেশের বাজারে এসেছে কোভিড চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ঔষধ মলনুপিরাভির।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই ঔষধটি 'এমোরিভির ২০০' নামে মঙ্গলবারই বাজারে এনেছে বলে বিবিসি জানতে পেরেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের শেয়ারবাজার ভালো যাচ্ছে এবং ভাল করছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তার করছে দেশের শেয়ারবাজার।’
সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যে ম্যানচেস্টারে বিএসইসি কর্তৃক অনুষ্ঠিত ‘বিএসইসি রোড শো ‘দা রাইজ অব বেঙ্গল টাইগার্স’ এর দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।’ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের পুঁজিবাজার এখন বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে। সেজন্য যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি। এককভাবে বা সমন্বিতভাবে বা বন্ডের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। বাংলাদেশে বন্ডে বিনিয়োগ করলে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ রিটার্ন পাবেন। বাংলাদেশ সর্বোচ্চ রিটার্ন প্রদানকারী দেশ।’
বৃহস্পতিবার (৪ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |