midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
বেনিফিশিয়ারি ওনার্স (বিও হিসাব) অ্যাকাউন্টের মাধ্যমে পুঁজিবাজারে ট্রেজারি বন্ড লেনদেন চালু হবে। এই লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে সকল আইনি জটিলতা নিরসনে করণীয় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
0 Comments
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার ধারণের সময়সীমা। এই সময়ের মধ্যে যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণে ব্যর্থ হবেন, সেসব কোম্পানির পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শুরু হবে আগামী ৭ ডিসেম্বর। শেষ হবে ১৩ ডিসেম্বর। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৬ নভেম্বর, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
দেশের পুঁজিবাজারে নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০। ব্যবসায়িক পারফরম্যান্সের পাশাপাশি বাজার মূলধন ও গড় লেনদেনের ভিত্তিতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানি এ সূচকে স্থান পায়। এ কারণে ডিএস-৩০ সূচকে থাকা কোম্পানিগুলোর শেয়ারে বেশি আকর্ষণ থাকে বিনিয়োগকারীদের।
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারে দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির পেছেনে কারসাজি হচ্ছে কি না খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রি-ওপেন সেশন, ওপেনিং সেশন, ক্লোজিং সেশন এবং পোস্ট ক্লোজিং সেশন চালু হচ্ছে আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার থেকে। পুঁজিবাজারের সকল স্টেকহোল্ডারদের সফলভাবে ইউএটি এবং বাজারের সচেতনতা সম্পন্ন হওয়ায় নতুন করে আধা ঘন্টা সময় বাড়ালো।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও স্থিতিশীলতা ধরে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ১৫ হাজার কোটি টাকার ফান্ড চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোর মার্জিন ঋণ সংক্রান্ত সমস্যা সমাধান এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)কে শক্তিশালী করতে বিএসইসি কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই ফান্ড চেয়েছে। মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর)। চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।
কোম্পানিটি বিশাল অঙ্কের শেয়ার ইস্যু করবে বলে এই আইপিওতে আবেদনকারীদের শেয়ার বরাদ্দ পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। রবির আইপিও আইপিওতে সাধারণ বিনিয়োগকারী ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪ গুণ আবেদন জমা পড়তে পারে। সে হিসেবে প্রতি ৪ জনে ১ জন লটারিতে শেয়ার বরাদ্দ পাবেন। পুঁজিবাজারে আসছে বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৭ নভেম্বর, মঙ্গলবার। চলবে ২৩ নভেম্বর, সোমবার পরযন্ত।
পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রথম প্রান্তিকে মুনাফা হয়েছে ৪০১ কোটি টাকা।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণই শুরু হয়নি রবি আজিয়াটা লিমিটেডের। লটারিতে শেয়ার বরাদ্দ আরও পরের ব্যাপার। অথচ তার আগেই ফেসইবুকে ঘোষণা দিয়ে শেয়ার কেনা-বেচা হচ্ছে। একটি প্রতারক চক্র এই কাজটি করে লোভী বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। চক্রটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রামের নাগরিক বদরউদ্দিন আহমেদ।
নিজস্ব প্রতিবেদক: প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সমস্ত কোম্পানিগুলোকে তালিকাভুক্তর পর থেকে এ পর্যন্ত বিতরণ না হওয়া ডিভিডেন্ডের তথ্য দিতে বলেছে। ডিএসই গত ৫ নভেম্বর তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অনিবন্ধিত এবং দাবিহীন নগদ ও স্টক ডিভিডেন্ড, এবং বিভিন্ন সাসপেন্স বিও অ্যাকাউন্ট ও সংস্থাগুলোর ব্যাংক অ্যাকাউন্টে থাকা অনির্ধারিত সিকিওরিটিজ সম্পর্কিত তথ্য জমা দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু হবে আজ ১০ নভেম্বর, মঙ্গলবার। চলবে ১৬ নভেম্বর, সোমবার পরযন্ত।
দীর্ঘ মন্দা কাটিয়ে শেয়ারবাজার কিছুটা ইতিবাচক ধারায় ফেরায় প্রতিনিয়ত পুঁজিবাজারে নতুন নতুন বিনিয়োগকারীরা আসছেন। বাজারে নারী-পুরুষ ও দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। গত এক মাসে বাজারে নতুন বিনিয়োগকারী এসেছে এক লাখের ওপরে।সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ২০ শতাংশ।সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৮৫.২৪ শতাংশ।অক্সফোর্ডের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অক্সফোর্ডের ৩ কোটি ডোজ ভ্যাকসিন সরবারহ করবে সিরাম ইনস্টিটিউট।পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ৮ নভেম্বর, রোববার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের আড়াই কোটি শেয়ার কেনার জন্য এনজিও বাংলাদেশ র্যুরাল এডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)-কে অনুমোদন দেওয়া হয়েছে।বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মীর আক্তার হোসাইন লিমিটেডকে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক আইন অনুযায়ী ৩০ শতাংশ শেয়ার ধারণ করেনি, তাদের আরও ৩০ দিন সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে প্রান্তিক আর্থিক হিসাব নিরীক্ষার বাধ্যবাধকতা শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |