midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে দ্য রাইজ অব বেঙ্গল টাইগার শীর্ষক রোড শো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে আয়োজন করা হয়েছে এ প্রচারণামূলক আয়োজন। এজন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বে একটি দল এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। দলে রয়েছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সিকিউরিটিজ এজেন্সিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা।
0 Comments
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের অর্ধবার্ষিকের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত পরিচালন আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। অন্যদিকে চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
Nagad Ltd plans to raise Tk 500 crore of zero-coupon bond in order to pay part of its loans, develop network, hardware and digital financial service platform and buy IT equipment.
Profit jumps leaving behind the losses over the previous two years Heidelberg Cement Bangladesh Ltd has posted nearly double sales for the first half of the year, helping the company secure a handsome profit for the first time in two and a half years.
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবসা আগের বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে। একই সঙ্গে চলতি হিসাব বছরের ছয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ৬৪ শতাংশের বেশি বেড়েছে।
‘আস্থা, অভিভাবকত্ব এবং নির্ভরযোগ্যতা- একটা দেশের শিল্পোন্নয়নে এই তিন অনুষঙ্গের সবটুকুই আছে বাংলাদেশে। তাই বাংলাদেশে বিনিয়োগ এখন পুরোপুরি নিরাপদ। আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ। সপ্তাহব্যাপী এই রোড শো’র প্রথম দিন সোমবার (২৬ জুলাই) আমেরিকার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়েছে নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থল ম্যানহাটনের হোটেল ইন্টারকন্টিনেন্টাল বার্কলের বলরুমে।
প্রবাসীদের নিয়ে প্রথম পর্বের রোড শো’র প্যানেল ডিসকাশনে প্রশ্নোত্তর পর্বে প্যানেলিস্ট হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ। তিনি বলেন, ‘ওয়ালটন ২০০৮ সাল থেকে ব্যবসা করে যাচ্ছে। বাংলাদেশের ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছিল আমদানি নির্ভর। তবে ২০২১ সালে ওয়ালটন সরকারের সহযোগিতায় এখন পুরোপুরি ম্যানুফ্যাকচারিং বেইজড কোম্পানিতে পরিণত হয়েছে। এতেই প্রমাণিত হয় যে, বাংলাদেশ এখন সম্ভাবনাময়। এখন বাংলাদেশে বিনিয়োগ করা পুরোপুরি নিরাপদ। The trustee and the arranger of the bond will be finalized very soon. The City Bank Ltd has decided to issue a Tk700 crore subordinated bond.
The bank wants to meet the capital requirements stipulated in the Basel-3 regulatory framework by issuing the bond to support its continuous business growth. The City Bank took the decision at its board meeting held last week, but it has not applied to the Bangladesh Securities and Exchange Commission (BSEC) yet. তারিক আমিন ভূঁইয়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এমডি হিসেবে গতকাল যোগদান করেন। ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পর্ষদ তাকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস ২০১৩ অনুযায়ী, ওইদিনই নিয়োগের বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনের জন্য পাঠানো হয়। এরপর ৫ জুলাই কমিশন তার নিয়োগের অনুমোদন দেয়।
ডিএসই পরিচালক বলেন, মুদ্রাবাজার ও পুঁজিবাজার গভীরভাবে সম্পৃক্ত। তাই বাংলাদেশ ব্যাংকের উচিত পুঁজিবাজার বিষয়ে নেতিবাচক কোনো মন্তব্য না করা। তিনি বলেন, পুঁজিবাজারের বর্তমান গতিশীলতা প্রণোদনার টাকার কারণে হয়নি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বর্তমান কমিশনের নানামুখী উদ্যোগের ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
ঈদের ছুটির পরেও পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানের ধারাবাহিকতা রয়েছে। আর এই ধারাবাহিকতায় ডিএসইএক্স পৌঁছেচে নতুন উচ্চতায়। আজ রোববারও সূচকটি ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করছে। যা গত সাড়ে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।
প্রসঙ্গত, আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৬ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পরে সর্বোচ্চ। এর আগে সূচকটি গত ১৯ জুলাই ৬ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। The Bangladesh Securities and Exchange Commission has formed an expert committee to guide the Dhaka Stock Exchange for achieving smooth, efficient, scalable and robust IT system and preventing technical glitches at the bourse.
The BSEC at a commission meeting held on July 19 decided to form the seven-member expert committee to improve the DSE’s information technology system. দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ‘বাংলাদেশ অফশোর টাকা লিংকড বন্ড’ নামে একটি বন্ড ছাড়তে চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৈদেশিক মুদ্রায় এ বন্ড ছেড়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে তারা। বন্ড থেকে পাওয়া অর্থ টাকায় রূপান্তর করে বাংলাদেশে বিনিয়োগ করবে সংস্থাটি। এ ব্যাপারে অনুমোদন চেয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) দুই দফা চিঠি দিয়েছে এডিবি। সংস্থাটির প্রস্তাবিত এ বন্ড ইস্যু নিয়ে সংশ্লিষ্টদের উপস্থিতিতে সম্প্রতি একটি বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বৈঠকে বিএসইসির প্রতিনিধি বন্ড ইস্যুর পক্ষে মতামত দিলেও বিপক্ষে মতামত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে ১২৬ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর অনুমতি পেয়েছে। সম্প্রতি কমিশনের কাছ থেকে বন্ড ইস্যুর সম্মতিপত্র পেয়েছে কোম্পানিটি। তথ্যমতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য ১২৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৮৭৮ টাকার বন্ড ইস্যু করবে। বন্ডের অভিহিত মূল্য হবে ১ লাখ টাকা। বন্ডটির ডিসকাউন্ট মূল্য ৮০ কোটি টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন উত্তোলন করে কোম্পানিটি মূলধনি যন্ত্রপাতি কেনা, ঋণ পরিশোধ, কারখানা সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ব্যয় করবে।
এ বন্ডের বার্ষিক ইল্ড হবে ৯ শতাংশ থেকে ৯ দশমিক ৬০ শতাংশ। তিন থেকে সাত বছরের মধ্যে যা ম্যাচিউর হবে। বন্ডটি ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশী (এনআরবি) ও সাধারণ বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের মাধ্যমে ইস্যু করা হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২১) নিট মুনাফা বেড়েছে ২৪৮ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ১১১ কোটি ৭০ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৯৬ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৩২ কোটি ১০ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.২৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির নিট মুনাফা ৭৯ কোটি ৬০ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা ০.৬৮ টাকা বেড়েছে। যা শতাংশ হিসেবে ২৪৮ শতাংশ। The Bangladesh Securities and Exchange Commission on Tuesday rejected the Tk 15 crore initial public offering proposal of Chartered Life Insurance Company Limited for non-compliance with securities rules.
The BSEC sent a letter to the company regarding the issue on the day. In the letter, the BSEC said that the regulator found in the company’s draft IPO prospectus that the company’s earnings per share were negative for the last four years till 2019. The regulator also found that the net asset value of the company was constantly less than its face value Tk 10 in the last four years till 2019. ১১ মাসের ব্যবধানে আবারও বন্ড ছেড়ে পুঁজি সংগ্রহের অনুমোদন পেয়েছে প্রাণ অ্যাগ্রো। প্রথম দফায় বন্ড ছেড়ে ২১০ কোটি টাকা পুঁজি সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। এবার সংগ্রহ করবে ১৫০ কোটি টাকা। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।
বিএসইসি জানিয়েছে, প্রাণ অ্যাগ্রোর ১৫০ কোটি টাকার অরূপান্তরযোগ্য গ্রিন বন্ডের আবেদন অনুমোদন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, ট্রাস্ট ফান্ড, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, করপোরেশনসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ বন্ড বিক্রি করা হবে। নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে লেনদেনের অপেক্ষায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার বিতরণে বড় গরমিল ধরা পড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভুলের কারণে কোম্পানিটির আইপিও শেয়ার বিতরণে এই গড়মিল হয়েছে।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত লভ্যাংশ ব্যবহারে গঠিত পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল ব্যবস্থাপনায় ‘বোর্ড অব গভর্নরস’ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির ৭৮১তম কমিশন সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। Dhaka Stock Exchange (DSE) and Central Depository Bangladesh Limited (CDBL) have jointly launched an online platform to allow investors to easily transfer their shares from anywhere.
The service "Online Transmission of Securities and Lodging Complaints by the Clients of Suspended Stock-Broker" will be available on the CDBL website. চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদনপত্র ও চাঁদার অর্থ জমা নেওয়া শেষ হবে আগামী ১২ জুলাই, সোমবার। সম্প্রতি কঠোর লকডাউনের কারণে ব্যাংক রোববার বন্ধ থাকায় কোম্পানিটির আইপিও আবেদনের সময় একদিন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বর্ধিত লকডাউনে পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। আগামী ৮ জুলাই, বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে ১ ঘণ্টা লেনদেন বেশি হবে। আর এই সময়সূচি বহাল থাকবে ১৪ জুলাই, বুধবার পর্যন্ত।
আজ মঙ্গলবার (৬ জুলাই) এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ আ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। Minori Bangladesh Limited, an arm of Japanese farming group Minori Co Limited, will take over non-performing Emerald Oil Industries Limited.
Minori Bangladesh has recently nominated Sidratul Mahabub Hasan as representative of the company to the Emerald Oil board after purchasing around 8 per cent shares of the company. BSEC chairman Shibli Rubayat-Ul-Islam told New Age that Minori Bangladesh will take control of Emerald Oil soon as the previous sponsor-directors had fled the company. The company will invest a fresh Tk 50 crore into Emerald Oil to address the current needs and bring it to operation, he said. It will also mitigate the outstanding banks loans of Emerald Oil, the BSEC chairman said. The company will be given shares against the investment of Tk 50 crore, he said. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
December 2024
Categories |