midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
চলতি মাসের ও সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।
0 Comments
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের প্রতিনিধিদল।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য সুপারিশকৃত বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটে ৫টি প্রস্তাবনা দেওয়া হয়েছে।
দেশের পুঁজিবাজার থেকে ঋণ বিতরণ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, অনেক দেশ শুধু ব্যাংক নয়, পুঁজিবাজার থেকেও ঋণ নিয়ে থাকে। আমাদের দেশেও এ ব্যবস্থা চালু করা নিয়ে কাজ চলছে।
লাভ হোক বা লোকসান– শেয়ারবাজারে বিনিয়োগকারীরা প্রতিবার শেয়ার কেনার সময় সরকারকে উৎসে কর দিচ্ছেন। আবার করপোরেট কর হিসেবে তালিকাভুক্ত কোম্পানি কর দিচ্ছে। লভ্যাংশ নেওয়ার সময় সাধারণ শেয়ারহোল্ডারের কাছ থেকে উৎসে কর কেটে নেওয়া হচ্ছে। অর্থাৎ একই আয়ের ওপর বহুবার কর দিতে হচ্ছে বিনিয়োগকারীদের। নতুন করে বিনিয়োগকারীদের আর কর দেওয়ার ক্ষমতা নেই। এ অবস্থায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর একটি প্রতিনিধি দল নতুন করে বিনিয়োগকারীদের ওপর করের বোঝা না বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন।
দেশের পুঁজিবাজারের সকল সমস্যার দ্রুত সমাধানসহ গতিশীল ও কার্যকর বাজার গঠনে জোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে শিগগিরই একটি সমন্বয় কমিটি গঠন করার তাগিদ দেন তিনি। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন সরকারপ্রধান।
শেয়ারবাজারের তারল্য প্রবাহকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কালো টাকাকে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। জানা গেছে, শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগকারীদের সাধারণ ক্ষমাসহ এ সুযোগ দেওয়া হবে। এর ফলে অর্থের উৎস সম্পর্কে সরকারের কোনও সংস্থা প্রশ্নও করবে না।
আগামী ২ জুলাই থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের বিষয়ে বেশ কিছু শর্ত দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে শেয়ারবাজারের মূলধনি আয় বা ক্যাপিটাল গেইনের ওপর করারোপের পরিকল্পনা করছে এনবিআর। তবে পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থে এ খাতে করারোপ চায় না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (২০ মে) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে বিনিয়োগ করে ৪০ লাখ টাকার বেশি মুনাফার ওপর কর আরোপের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি আগামী (২০২৪-২৫) অর্থবছরের বাজেট প্রস্তাবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চায়। সেক্ষেত্রে করের হার হতে পারে ১৫ শতাংশ।
সরকারের ঋণ নেওয়ার উপকরণ ট্রেজারি বিলের সুদহার প্রথমবারের মতো ১২ শতাংশে উঠেছে। এর আগে ট্রেজারি বিলে সর্বোচ্চ সুদের রেকর্ড ছিল ১১ দশমিক ৬০ শতাংশ। আইএমএফের শর্ত মেনে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার বাড়ানো ও বাজারে সুদহার বাজারভিত্তিক করার প্রভাবে সরকারের ঋণের সুদহার এভাবে বেড়েছে।
৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩৩টি ব্যাংক শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে। এরমধ্যে ১৮টি ব্যাংক ১৪৭ কোটি বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার বাজার মূল্য রয়েছে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা।
অস্থিতিশীল বাজারের কারণে ২০২৩–২৪ অর্থবছরের প্রথম নয় মাসে আইসিবি ২৬৭ কোটি টাকা লোকসান করেছে। এটির মূলধন লাভ ৫৯ শতাংশ কমে ১০৫ কোটি টাকা হয়েছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির পক্রিয়ায় থাকা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের আইপিও আবেদন ও চাঁদা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ ৯ জুন শুরু হবে, তা চলবে ১৩ জুন, ২০২৪ পর্যন্ত।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় প্রকৌশল খাতের কোম্পানি ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু গতকাল ইইউ প্রেসিডেন্ট ফর ইউরোপিয়ান মার্কেটস রোল্যান্ড চাই ও সুইডেনের স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবির প্রেসিডেন্ট অ্যাডাম কোস্টিয়ালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ডিএসই চেয়ারম্যান জানান, বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে তিনি ইউরোপীয় স্টক এক্সেচেঞ্জগুলোর সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্পর্কোন্নয়ন ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
শেয়ারবাজারে আসছে তালিকাভুক্ত ১৮ ব্যাংকের ১৪৭ কোটি বোনাস শেয়ার। যা নিয়ন্ত্রক সংস্থার সম্মতি ও ব্যাংকগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনক্রমে তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হবে। এতে ব্যাংকগুলোর ১ হাজার ৪৭০ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়বে। যে শেয়ারগুলোর বর্তমানে বাজার দর রয়েছে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকার বেশি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আরও চার বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি তার বিগত চার বছরের কর্ম অভিজ্ঞতা ও আগামী চার বছরের কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সোনালী নিউজের সঙ্গে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১ ব্যাংক থেকে শেয়ারহোল্ডারদের ৩ হাজার ৩২২ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ দেওয়া হবে। এরইমধ্যে ব্যাংকগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা ব্যাংকগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন শেষে বিতরন করা হবে।
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০৫ মে) শেয়ারবাজারে সূচকের বড় উত্থান দেখা গেছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৭৬ পয়েন্টের বেশি। সূচকের এমন উত্থানের নেপথ্য ভুমিকায় ছিল ১০ কোম্পানির শেয়ার। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছিলো। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপ ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় রূপালী ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ব্যাংকটি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে আলোচ্য বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |