midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
দেশের ব্যাংক ও আর্থিক খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। আজ বুধবার বিকেলে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে আর্থিক খাতে সরকারের চলমান সংস্কার কর্মসূচির অগ্রগতি, ব্যাংকিং খাতে ব্যাসেল-৩ বাস্তবায়ন, খেলাপি ঋণ পরিস্থিতি, মুদ্রা পাচার প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ ফেরত আনার বিষয়ে হালনাগাদ তথ্য, সম্প্রতি সংশোধিত ব্যাংক কোম্পানি আইন, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন ও রোহিঙ্গা ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সূত্রমতে, আইএমএফের প্রতিনিধি দলটি দেশের সামষ্টিক অর্থনীতির সর্বশেষ অবস্থা নিয়ে অর্থ বিভাগের সঙ্গেও বৈঠক করতে পারে। সেখানে চলতি বাজেটের সর্বশেষ বাস্তবায়ন হার কতটুকু অর্জিত হয়েছে এবং আগামীতে সংশোধিত সম্ভাব্য বাজেট কত হতে পারেÑএসব বিষয় জানতে চাওয়া হতে পারে। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে আগামী বাজেটের পরিকল্পনা এবং এ বাজেটে সরকারের সামনে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারেÑসে বিষয় নিয়েও আলোচনা করবে আইএমএফ। উল্লেখ্য, আইএমএম প্রতিনিধিদলটি গত রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছে। আগামী ৮ মার্চ ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সফরকালে প্রতিনিধিদলটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।
0 Comments
কৌশলগত বিনিয়োকারী ইস্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবের প্রেক্ষিতে বেশ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর প্রস্তাব পর্যালোচনা করতে গঠিত কমিটি মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। আগামী চার কার্যদিবসের মধ্যে এই চিঠির জবাব দিতে বলা হয়েছে।বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠি পাওয়ার বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান।
তিনি বলেন, কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে বিএসইসি একটি চিঠি দিয়েছে। সেখানে তারা কিছু বিষয় স্পষ্ট করার কথা বলেছেন।পরিচালনা পর্ষদের সঙ্গে আলাপ করে বিষয়টির ব্যাখ্যামূলক জবাব বিএসইসিতে পাঠাবো। এদিকে ডিএসইর একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আলাপ করতে আগামীকাল পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। বিকেল ৩ টায় এ সভা শুরু হতে পারে। চিঠিতে বলা হয়েছে, সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং সেনজেন স্টক এক্সচেঞ্জকে নিয়ে গঠিত কনসোর্টিয়াম ডিএসইর শেয়ার ২২ টাকা দরে কিনতে চেয়েছে। একই সঙ্গে কিছু টেকনিক্যাল সাপোর্টের কথা বলেছে। ডিএসইর ভাষ্য অনুযায়ী এই টাকার পরিমাণ হবে ৩০০ কোটি টাকা। এর নিরপেক্ষ মূল্যায়ন নেই। এছাড়াও চীনের বিনিয়োগের প্রস্তাবে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান। বিনিয়োগের এখনই অপূর্ব সময় বলেও মনে করেন তিনি। সোমবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশ (বিএমবিএ) সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সাবেক সভাপতি মো: ছায়েদুর রহমান, ডিবিএ পরিচালক রিচার্ড ডিরোজারিও ও সাজিদুর রহমান। সংবাদ সম্মেলন শুরু পূর্বে ডিএসইর শীর্ষ ব্রোকারের প্রতিনিধি এবং সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসির) সঙ্গে বৈঠক করেন তিনি। আজ ২৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ডিএসইর মূল ভবনে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) । সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বর্তমান বাজার পরিস্থিতি ও কৌশলগত বিনিয়োগকারী নিয়ে আলোচনা করার জন্যই ডিএসই বিকেল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছে।
উল্লেখ, গত কয়েক কার্যদিবসের টানা দরপতনে বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে কয়েক হাজার কোটি টাকা হারিয়ে গেছে। এই নিয়ে দেশের পুঁজিবাজারে চলছে নানা গুঞ্জন। সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে সাংবাদিকদের মুখোমুখি হবেন ডিএই কর্তৃপক্ষ। আজও সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়াকে দেওয়ার প্রস্তাব সম্পর্কেও জানাবে ডিএসই। অর্থসূচক পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসবে কোম্পানিটি। এই লক্ষ্যে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে এই কোম্পানি।
রোববার কোম্পানিটির নিজস্ব কার্যালয় রাজধানীর সিটি সেন্টারে এই চুক্তি সই হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এম.এ মান্নান এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) জাভেদ হাসান চৌধুরী। চুক্তি সই অনুষ্ঠানে বাটারফ্লাই কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোস্তাফিজুর রহমান সাজিদ, পরিচালক মাহবুবুর রহমান সজিব, কোম্পানির সিএফও শাহজাহান মজুমদার ও লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার শাফাত রেজা উপস্থিত ছিলেন। চিফ অপারেটিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্যবসা সম্প্রাসরণ করতে পুঁজিবাজারে আসছে। “ইতোমধ্যে আমরা ব্যবসা সম্প্রসারণ করতে সাড়ে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর আগে এ লক্ষ্যে আমরা ২৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি। তিনি বলেন, বাটার ফ্লাই আইপিওর মাধ্যমে বাজারে এসে ব্যবসার একটি অংশ বিনিয়োগকারীদের সাথে শেয়ার করতে চায়। শেয়ারবাজারে ব্যাংক খাতকে হটিয়ে লেনদেনের শীর্ষস্থান দখল করে নিয়েছে বস্ত্র খাত। একইসঙ্গে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনও পিছিয়ে পড়েছে। ব্যাংকগুলোর ঋণ আমানত অনুপাত কমানোর সিদ্ধান্তের আগে ও পরে বাজারে লেনদেনে প্রভাব পড়েছে। এতে গত এক মাস ধরে ধারাবাহিকভাবে লেনদেনের হার কমায় ব্যাংক খাত পিছিয়ে পড়েছে-এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহে মোট লেনদেনে বস্ত্র খাতের দখলে ছিল ১৪ শতাংশ। এ সময় খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করে। আলোচিত সময়ে খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৫১ কোটি ৬৯ লাখ টাকা। অপরদিকে ব্যাংক খাতের দখলে ছিল মাত্র ১৩ শতাংশ। আলোচিত সময়ে খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৫০ কোটি ২৪ লাখ টাকা। মোট লেনদেনে নন-ব্যাংকিং আর্থিক খাতের অংশগ্রহণ ছিল ছয় শতাংশ। খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৭৮ লাখ টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল অধিক পুঁজি সংগ্রহের জন্য সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে। আগামী এপ্রিলের মধ্যে কোম্পানিটি তাদের শেয়ার ছাড়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সামিট।
আন্তর্জাতিক গণ মাধ্যম সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সামিট গ্রুপের চেয়ারম্যান মো: আজিজ খান বলেছেন, সামিটের আর্থিক চাহিদা ব্যাপক। কিন্তু বাংলাদেশের শেয়ারবাজারে চাহিদা অনুযায়ী অর্থ সংগ্রহ করা সম্ভব নয়। সেজন্য সামিট সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জকে সঠিক জায়গা মনে করছে। তিনি আরো জানান, বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড আইডিএলসি গ্রোথ ফান্ডের ইউনিট বিক্রি শুরু হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। চলবে পরবর্তী ৪৫ কার্যদিবস। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযাযী, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। আর বাকি ৪০ কোটি টাকার ইউনিট বিক্রি করা হবে বিনিয়োগকারীদের কাছে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মুল্য ১০ টাকা। এটিই শুরু হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। চলবে পরবর্তী ৪৫ দিন। তবে এর আগে নির্ধারিত টাকার ইউনিটি বিক্রি শেষ হয়ে গেলে এ মেয়াদে আর বিক্রি হবে না। তবে ফান্ড ম্যানেজার চাইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন সাপেক্ষ্যে ফান্ডের আকার বড় করে আরও ইউনিট বিক্রি করতে পারবে। ফান্ডটির অ্যাজেন্ট হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস্ লিমিটেড। এই ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আর সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ফান্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কাষ্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। অর্থসূচক এস কে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিএসইসির ৬২২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। জানা যায়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৭৯ পয়সা। এছাড়া, বিগত তিন বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ১টাকা ৩১ পয়সা। কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। শেয়ারনিউজ চীন ও ভারতের পর এবার দেশের পুঁজিবাজারে নজর পড়েছে ওয়াশিংটনভিত্তিক ঋণ দাতা সংস্থা বিশ্বব্যাংকের। তবে পার্শ্ববর্তী দেশ দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার কেনার প্রতিযোগিতায় নামলেও বিশ্বব্যাংক সে পথে হাঁটছে না। সংস্থাটি বরং পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা করতে চায়। সম্প্রতি পুঁজিবাজার সম্পর্কে নিজেদের পর্যালোচনাসহ অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠিয়েছে সংস্থাটি।
মূলত তিনটি উদ্দেশ্য সামনে রেখে বিশ্বব্যাংক মিশন কাজ করতে চায়। প্রথমত, সমমূলধন ও ঋণভিত্তিক সম্পদের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান এবং নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা পর্যালোচনা করা; পুঁজিবাজারে দুই সুখবর দিয়ে শুরু হচ্ছে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন। সুখবর দুইটি হলো চীনা কনসোর্টিয়ামকে বেছে নেওয়া প্রস্তাব বিএসইতে জমা ও ব্যাংকের ঋণ-আমানত অনুপাত বা এডিআর এর সময় বাড়ানো।
সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে দর পতনের মূল কারণ হিসেবে এ দুটি বিষয়কেই প্রধান মনে করেছিলেন পুঁজিবাজার বিশ্লেষকরা। এর মধ্যে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চীনা কনসোর্টিয়ামকে বেছে নেওয়ার প্রস্তাব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৮ মার্চ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির আইপিওতে ১৮ মার্চ আবেদন গ্রহণ শুরু হয়ে ২৭ মার্চ শেষ হবে। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য ৩ কোটি শেয়ার ছাড়বে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি এলপিজি বোতলজাতকরণ ও ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট স্থাপন ও আইপিও খরচ খাতে ব্যয় করবে। ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। ৩০ জুন ২০১৭ পর্যন্ত পুন:মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১০.৪৯ টাকা। আইপিও খাতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেয এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্টস লিমিটেড। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২৪ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কৌশলগত অংশীদার করতে চীনের দুটি স্টক এক্সচেঞ্জের (সাংহাই ও শেনঝেন) কনসোর্টিয়ামের প্রস্তাবেই চূড়ান্ত অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। গতকাল ডিএসইর পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান।
তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য ডিএসইর প্রস্তাব ‘শিগগিরই’ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো হবে। জানা গেছে, চীনের প্রধান তিনটি স্টক এক্সচেঞ্জের মধ্যে সাংহাই ও শেনঝেন রয়েছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে। বাজার মূলধনের দিক থেকে বিশ্বের সেরা ১০টি স্টক এক্সচেঞ্জের তালিকাতেও রয়েছে তারা। সাংহাই স্টক একচেঞ্জের বাজার মূলধন সাড়ে তিন ট্রিলিয়ন মার্কিন ডলার। শেনঝেন স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন দুই দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৫১ বিলিয়ন ডলারের বেশি। ডিএসই সূত্রে জানা গেছে, (Details on 'Read More') সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। বিক্রয়চাপে লেনদেন শুরুর আধঘণ্টা পর থেকেই সূচক টানা কমেছে। দিন শেষে ১০ দশমিক ৫২ পয়েন্ট কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স। এদিকে অব্যাহত এ দরপতনের নেপথ্য কারণ অনুসন্ধানে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশন ও এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে বর্তমান দরপতনের পেছনে ব্যাংকিং খাতে তারল্য সংকোচনের আশঙ্কার বাইরে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই দুই এক্সচেঞ্জকে নিজেদের তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে বিএসইসি। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, (Details on 'Read More') অগ্রাধিকার মূলক শেয়ার (রাইট) ছাড়বে পুঁজিবাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান রূপালি ব্যাংক লিমিটেড। ১টি শেয়ারের বিপরীতে ২ টি রাইট শেয়ার করতে চায় প্রতিষ্ঠানটি।
এজন্য অর্থমন্ত্রনালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মতি চেয়ে চিঠি পাঠিয়েছে রূপালি ব্যাংক কর্তৃপক্ষ। সিনিয়র ব্যাংকিং সচিব মো. ইউনুসুর রহমানের কাছে পাঠানো ঐ চিঠিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান। চলতি বছরই পুঁজিবাজারে ছোট মূলধনীয় প্রতিষ্ঠানের জন্য পৃথক স্মল ক্যাপ ইনডেক্স করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। বুধবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে ভেঞ্চার ক্যাপিটালের ওপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
পুঁজিবাজারের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং মসলিন ক্যাপিটাল মার্কেট যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। বিএসইসি চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, চলতি বছর পুঁজিবাজারে ছোট মূলধনীয় প্রতিষ্ঠানের জন্য আলাদা ইনডেক্স হবে। ৩০ কোটি টাকার নিচে মূলধন রয়েছে তারাই থাকবে এ ইনডেক্সে। মূলধন যখন ৩০ কোটি টাকার ওপরে যাবে তখন তারা মূল মার্কেটে চলে যাবে। খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারের দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের স্বার্থ বিসর্জস দেওয়া হবে না বলে জানান বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। বুধবার কারওয়ান বাজারস্থ হোটেল লাভেন্সি হল রুমে পুঁজিবাজার সাংবাদিকদের প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডারদের স্বার্থে যা যা করার দরকার তার সবই করব , পুঁজিবাজার সাংবাদিকদের নিয়ে মসলিন ক্যাপিটাল এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে খায়রুল হোসেন বলেন, বিএসইসি বিগত কয়েক বছরে পুঁজিবাজারকে স্থিতিশীল ও আইনগতকাঠামো শক্তিশালী করতে অনেক আইন প্রনয়ন করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীসহ স্টেকহোল্ডাররা স্বার্থ রক্ষা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, আমার এই ৭ বছরের দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে। কোনোভাবেই বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের স্বার্থ বিসর্জন দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।
ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে তিনি বলেন, পুঁজিবাজার বিকাশে ভেঞ্চার ক্যাপিটাল অন্যতম একটি প্রোডাক্ট। এর মাধ্যমে নতুন উদ্যোক্তাদের আইডিয়াকে বাস্তবে রূপদান করা সম্ভব। আমেরিকাতে ফেসবুক, জেরক্স, ইনটেলের মতো কোম্পানি খ্যাতি অর্জন করেছে এই ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে। বাংলাদেশে এই ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইকুইটি এবং ইমপ্যাক্ট ফান্ড নিয়ে অনেক কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে পুঁজিবাজার অনেক এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল। তিনি বলেন, সাধারণ মানুষের বিনিয়োগ নিরাপদ রাখতে সাংবাদিকদের পেশাগত জ্ঞান অর্জন জরুরি। আমাদের বাজার এখন আন্তজাতিক মানে চলে যাচ্ছে। এখানে বিদেশি কৌশলগত বিনিয়োগ আসছে। তাই পুঁজিবাজার সম্পর্কে প্রশিক্ষণ পেশাগত দায়িত্ব পালনে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজারের সাংবাদিকরা অংশগ্রহন করেন। অর্থসূচক নানামুখী চাপ সত্ত্বেও শেষ পর্যন্ত কৌশলগত মালিকানা ইস্যুতে সর্বোচ্চ দর হাঁকা শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামকেই চূড়ান্ত করার পক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তিন দিন ধরেই এ ইস্যুতে সরগরম ডিএসই। এ নিয়ে দফায় দফায় এক্সচেঞ্জটির সদস্য ও ম্যানেজমেন্টের মধ্যে আলোচনাও চলছে। কিন্তু কোনোভাবেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সর্বনিম্ন দরপ্রস্তাবকারী ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়ার (এনএসই) কনসোর্টিয়ামকে কৌশলগত মালিকানা দিতে নারাজ তারা। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পর্ষদ সভার পরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে ডিএসই।
স্টক এক্সচেঞ্জ, শেয়ারহোল্ডার ও সামগ্রিকভাবে পুঁজিবাজারের উন্নয়নে নিয়মানুসারে সর্বোচ্চ দর হাঁকা কনসোর্টিয়ামকেই কৌশলগত বিনিয়োগকারী করতে ঐক্যবদ্ধ ডিএসইর সদস্যরা। তারা বলছেন, নিয়মবহির্ভূতভাবে সর্বনিম্ন দরপ্রস্তাবকারীকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নিলে তা একটি খারাপ দৃষ্টান্ত হবে। এতে ডিএসইর ২৫০ জন শেয়ারধারী সদস্য বঞ্চিত হবেন। আর্থিক, কারিগরি ও কৌশলগত দিক বিবেচনায় এনএসইর তুলনায় শেনঝেন-সাংহাই কনসোর্টিয়ামকেই এগিয়ে রাখছেন তারা। (বিস্তারিত পড়ুন 'Read More') পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থ উত্তোলন করা কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার লেনদেনের সম্ভব তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি, বুধবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোম্পানি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের কাছে কোম্পানি তালিকাভুক্তির আবেদনের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ‘শেয়ার লেনদেনের দিন চয়েস’ দেয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ২৭ ফেব্রুয়ারি, বুধবার শেয়ার লেনদেনের দিন নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১ ফেব্রুয়ারি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিওর লটারি সম্পন্ন হয়েছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে। আইপিওদে ৩৭ গুণের বেশি আবেদন জমা পড়ে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং নিরীক্ষকের দায়িত্বে রয়েছে মাফেল হক অ্যান্ড কোম্পানি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের প্রত্যেকের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) পরিশোধিত মূলধনের ২ শতাংশের নিচে শেয়ার ধারণকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। পাশাপাশি উদ্যোক্তা ও পরিচালকের মোট পরিশোধিত মুলধনের ৩০ শতাংশ শেয়ার ধারণ নিশ্চিত করতে নির্দেশনা জারিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, (বিস্তারিত পড়ুন 'Read More') সরকারি কোম্পানিগুলো পুঁজিবাজারে শেয়ার অফলোড করলে ওই কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। তিনি বলেন, এর মাধ্যমে সরকারি কোম্পানিগুলোতে জনগণের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। সোমবার সংস্থাটির কার্যালয়ে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার অফলোড সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে চেয়ারম্যান এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান। তিনি বলেন, বিএসইসি তাদের আইনগত ভিত্তি অনেক উন্নত করেছে। যার ফল বিনিয়োগকারীরা আগামীতে ভোগ করতে পারবেন। কয়েক বছর আগ থেকে সরকারি কোম্পানিগুলোর শেয়ার অফলোড করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নানা সীমাবদ্ধতার কারণে কম উদ্যোগই বাস্তব রূপ লাভ করেছে। বিএসইসির চেয়ারম্যান বলেন, সরকারি কোম্পানিগুলো দীর্ঘমেয়াদে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করলে কোম্পানির পরিচিতিসহ সরকারের ভাবমূর্তি বাড়বে। এর মাধ্যমে কোম্পানিগুলো ১০ শতাংশ কর সুবিধা পাবে। পাশাপাশি মার্কেটে ভালো কোম্পানির ঘাটতি কিছুটা পূরণ হবে বলে উল্লেখ করেন তিনি। অর্থসূচক অব্যাহত পতন থেকে ঘুরে দাড়িয়েছে পুঁজিবাজার। সম্প্রতিক সময়ের অব্যাহত মন্দা কাটিয়ে রোববার ঘুরে দাঁড়িয়েছে বাজার। এরই ধারাবাহিকতায় দিনশেষে রেকর্ড উত্থান হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিন ডিএসই’র সার্বিক মূল্য সূচক বিগত ৩২ মাস অর্থাৎ ২০১৫ সালের ২৫ মে’র পর সর্বোচ্চ পরিমান বেড়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গত ৩২ মাসের মধ্যে একদিনে সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ডিএসইএক্স ১২৮ পয়েন্ট বেড়েছে।। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৬০৯৩ পয়েন্টে। যা ২০১৫ সালের ২৬মে বা ৩২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি পয়েন্ট বেড়েছিল ২০১৫ সালের ২৫ মে। ওই দিন ১৩০.৪৩ পয়েন্ট বেড়েছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন, (বিস্তারিত পড়ুন 'Read More' - পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি চারটি হলো : জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স এবংএনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্স ২৩.৫০ শতাংশ স্টক, আইপিডিসি ফাইন্যান্স ২০ শতাংশ স্টক, প্রাইম ফাইন্যান্স ১৫ শতাংশ নগদ এবং এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৪.৫০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিগুলো। এদের মধ্যে জিএসপি ফাইন্যান্সের এজিএম আগামী ১৪ মার্চ, বেলা সাড়ে ১১টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাঙলাদেশ, আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকাতে, আইপিডিসির এজিএম ২৫ মার্চ, সকাল সাড়ে ৯টায় এবংপ্রাইম ইন্স্যুরেন্সের এজিএম ২৯ মার্চ, বেলা ১১টায়, ঢাকা লেডিস ক্লাব, রমনা ঢাকাতে অনুষ্ঠিত হবে। জিএসপির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.০৮ টাকা, আইপিডিসির ইপিএস ১.৮৫ টাকা এবংপ্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২.১৭ টাকা। জিএসপির রেকর্ড ডেট ২৫ ফেব্রুয়ারি, আইপিডিসির রেকর্ড ডেট ২৭ ফেব্রুয়ারি এবংপ্রাইম ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ। আজ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদাগ্রহণ শুরু করবে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সব ক্যাটাগরির বিনিয়োগকারীর জন্য একই সময়সীমা প্রযোজ্য হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৬২২তম কমিশন সভায় কোম্পানিটিকে অভিহিত মূল্যে শেয়ার বেচে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে অ্যাডভেন্ট ফার্মাকে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ ও আইপিও খাতে খরচ করবে। ২০১৭ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। চার বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) গড় হয়েছে ৯১ পয়সা। অ্যাডভেন্ট ফার্মার ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড। আইপিও প্রসপেক্টাস থেকে জানা যায়, কোম্পানিটি মূলত ভেটেরিনারি ওষুধ উৎপাদন ও বিপণন করে। তাদের প্লান্ট ঢাকার ধামরাইয়ে অবস্থিত। কোম্পানিটি ২০১৬ সালে প্রায় ২০ কোটি টাকার ওষুধ বিক্রি করে। এর আগের দুই বছরে তাদের বিক্রি ছিল যথাক্রমে ১৬ কোটি ও ১২ কোটি টাকা। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |