midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
অব্যাহত পতন থেকে ঘুরে দাড়িয়েছে পুঁজিবাজার। সম্প্রতিক সময়ের অব্যাহত মন্দা কাটিয়ে রোববার ঘুরে দাঁড়িয়েছে বাজার। এরই ধারাবাহিকতায় দিনশেষে রেকর্ড উত্থান হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিন ডিএসই’র সার্বিক মূল্য সূচক বিগত ৩২ মাস অর্থাৎ ২০১৫ সালের ২৫ মে’র পর সর্বোচ্চ পরিমান বেড়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গত ৩২ মাসের মধ্যে একদিনে সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ডিএসইএক্স ১২৮ পয়েন্ট বেড়েছে।। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৬০৯৩ পয়েন্টে। যা ২০১৫ সালের ২৬মে বা ৩২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি পয়েন্ট বেড়েছিল ২০১৫ সালের ২৫ মে। ওই দিন ১৩০.৪৩ পয়েন্ট বেড়েছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন, (বিস্তারিত পড়ুন 'Read More' - খালেদার রায় পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসতে পারে এমন শঙ্কা থেকে পুঁজিবাজারের লেনদেনে মন্দা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার রায় ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে বড় কোন পরিবর্তন না আসায় ঘুরে দাঁড়িয়েছে বাজার।
নাম প্রকাশ না করার শর্তে একটি সিকিউরিটিজ হাউজের প্রধান নির্বাহী কর্মকতা বলেন, রোবাবার বাজারের লেনদেনে খালেদা জিয়ার রায়ের কোন নেতিবাচক প্রভাব পড়েনি। যার ফলশ্রুতিতে বাজারের সূচক ও লেনদেন বেড়েছে। তিনি জানান, আজ বাজারে সরকারি ও বেসরকারি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা ছিল। যার প্রভাবে প্রথম ঘন্টা শেষেই বাজারের মূল্য সূচক ৬৩ পয়েন্ট বেড়েছিল। দিনশেষে সূচক ও লেনদেনের অংক ইতিবাচক অবস্থানে স্থিতি পেয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৩টির বা ৮৮.৯২ শতাংশ, দর কমেছে ২৭টির ও দর অপরিবর্তিত ছিল ১৪ টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ১৩ কোটি ২ লাখ ৩৯ হাজার ৭৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৪৫ লাখ টাকা। এর আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০০ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৫ কোটি টাকা। দিনশেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২৮.৩২ পয়েন্ট বেড়ে ৬০৯৩.৯৫ পয়েন্টে স্থিতি পেয়েছে। লেনদেন শেষে ডিএসইএস সূচক ২২.৮৩ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৩০.৩৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন শেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স। এসময় কোম্পানিটির ২১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং, কোম্পানিটির ১৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভারের তৃতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মা। এছাড়াও টার্নওভার তালিকায় ছিল-মুন্নু সিরামিক, মার্কেন্টাইল ব্যাংক, ফার্মা এইড, আলিফ ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, গ্রামীন ফোন ও সিটি ব্যাংক। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৩ টির, দর কমেছে ১৪টির ও দর অপরিবর্তিত ছিল ৯ টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ টাকার। লেনদেন শেষে সিএসই’র প্রধান মূল্য সূচক সিএসইএক্স বেড়েছে ২৩৫.৭১ পয়েন্ট। এসময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স , কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |