midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা আদেশ প্রত্যাতার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 Comments
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পর্ষদ ৭০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির মেয়াদ সাত বছর। বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থে ব্যাংকটি ব্যাসেল-৩-এর শর্ত পূরণে টায়ার-২ মূলধন বাড়াবে। গতকাল ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।
দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের কর্মসূচি হিসেবে ৬০০ কোটি টাকা মূল্যের ইসলামী শরিয়াহ ভিত্তিক বন্ড সুকুক ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড।
পুঁজিবাজারে এসএমই খাতের নতুন কোম্পানি এগ্রো অর্গানিকা পিএলসি কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিটির কিউআই আবেদন শুরু হবে আজ সোমবার (২৭ নভেম্বর)। চলবে ৩ ডিসেম্বর, রোববার পর্যন্ত।
বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) করা বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) পুনর্নবায়ন, ট্যারিফ নির্ধারণ, মেয়াদ ও শর্তের বিষয়ে আলোচনার পর ২২ নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। সামিট পাওয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।
সামষ্টিক অর্থনীতির নানামুখী সংকটের প্রভাব পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্যে। একদিকে মূল্যস্ফীতির চাপে ভোক্তাদের ক্রয়ক্ষমতা সংকুচিত হয়েছে, অন্যদিকে টাকার অবমূল্যায়ন ও ডলার সংকটের কারণে চাহিদা অনুযায়ী কাঁচামালসহ অন্যান্য পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। তবে এসব সংকটের তেমন কোনো প্রভাব দেখা যায়নি দেশের ওষুধ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবসায়।শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানি দুটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।নারী বিনিয়োগকারী ও নারী উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা আরো সম্প্রসারণে অরেঞ্জ বন্ড আনতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশে বন্ডের বাজার সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নিতে চায় সংস্থাটি।
প্রাথমিক পাবলিক অফারের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এককভাবে আয় ও নিট মুনাফা দুটোই বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে আয় হয়েছে ৮৯২ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪৪ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এককভাবে নিট মুনাফা হয়েছে ১৪১ কোটি ৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১০৭ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার থেকে কাট-অফ প্রাইস নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া বেস্ট হোল্ডিংসের বিডিং আগামী ২০ নভেম্বর শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ৬ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, শাহজীবাজার পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল এবং এমজেএল বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এদিন সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১০টা ৫৪ মিনিট পরযন্ত ডিএসইতে ৯৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৪ কোম্পানি।
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন আসা কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে। তবে এসব কোম্পানির আইপিওর যাচাই-বাছাইয়ে স্টক এক্সচেঞ্জের আরও ভূমিকা থাকা প্রয়োজন বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ৩৪০ কোটি ৮৬ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরে যা ছিল ১৮৬ কোটি ৩৪ লাখ টাকা। এক বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৮২ দশমিক ৯৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানির প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। তবে পাঁচ কোম্পানির মধ্যে মুনাফায় চমক দেখিয়েছে সিমেন্ট খাতে ক্রাউন সিমেন্ট এবং প্রকৌশল খাতের বিএসআর এম স্টিলস লিমিটেড। কোম্পানি দুটো লোকসান থেকে বড় মুনাফায় ফিরছে। এছাড়া দুটো কোম্পানি মুনাফা থেকে লোকসানে ফিরছে।গত তিন মাসে শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী এসেছে ১৯ হাজারের বেশি। সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএলের হালনাগাদ তথ্যে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য অ্যাকাউন্ট খোলার এমন চিত্র মিলেছে।দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। গত বছর ডিএসই তার শেয়ারহোল্ডারদেরকে ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।বুক বিল্ডিং পদ্ধতিতে পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা'র মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার বিডিং বা নিলাম আগামী ২০ নভেম্বর, সোমবার বিকাল ৪ টায় শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত।চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় নিট বিক্রি ৮০ শতাংশ বেড়েছে। পাশাপাশি লোকসান কমেছে ৭৬ শতাংশ। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের হতাশার খবর দিয়েছে বেক্সিমকো গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। দুই বছর আগেও মার্কেট মুভার হিসাবে পরিচিত এই কোম্পানি চলতি হিসাববছরের (২০২৩-২৪) প্রথম প্রান্তিকে লোকসান দিয়েছে।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পর্ষদ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন (বিএমআরই) এবং ঋণ পরিশোধ করতে এ শেয়ার ইস্যুর অর্থ ব্যবহার করা হবে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৮ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2023
Categories |