midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
মিডওয়ে সিকিউরিটিজের আইপিও ফলাফল পেতে ক্লিক করুন:
সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী প্রবাসী বিনিয়োগকারী
0 Comments
এসএস স্টিল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার বরাদ্দের লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, মতিঝিলে কোম্পানির লটারি অনুষ্ঠান শুরু হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের আবেদন করার সময় শেষ হয়। কোম্পানিটি আইপিওতে ২ কোটি ৫০ শেয়ার ইস্যু করছে, যার মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ১ কোটি শেয়ার। এর বিপরীতে অনেক বেশিগুণ আবেদন জমা পড়ায় বিধি অনুসারে লটারির মাধ্যমে শেয়ার আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হবে। এসএস স্টিল অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার ইস্যু করে বাজার থেকে ২৫ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা যন্ত্রপাতি কেনা ও স্থাপন করা, ভবন নির্মাণ এবং আইপিও বাবদ খরচ করবে। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্পদ মূল্যায়ন না করে প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১ টাকা। আর সম্পদ মূল্যায়ন করে এনএভি হয়েছে ১৫ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আর ভারিত গড় হারে শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ হয়েছে ৮২ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। গত ১৭ জুলাই এসএস স্টিল লিমিটেডের আইপিও’র অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসএস স্টিল লিমিটেড ৫০০ ডব্লিউ টিএমটি বার ও ৬০ গ্রেড এমএস রড উৎপাদন করে থাকে। অর্থসূচক/ শেয়ার বাজারে আসছে বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড হিসেবে ওয়ালটনকে আন্তর্জাতিক পরিমন্ডলে আরো ব্যাপকভাবে নিয়ে যাওয়ার লক্ষ্যে শেয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন (অথরাইজড ক্যাপিটাল) দেখানো হচ্ছে ৬০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন (পেইড আপ ক্যাপিটাল) ৩০০ কোটি টাকা। শেয়ার বাজারে কোনো প্রাইভেট প্লেসমেন্ট দিচ্ছে না ওয়ালটন। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর মাধ্যমে বাজারে শেয়ার উন্মুক্ত করা হবে। পূঁজিবাজারে ওয়ালটনের ইস্যু ম্যানেজার হিসেবে আছে ট্রিপল এ ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্টার টু ইস্যু প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। আমদানি বিকল্প পণ্য উৎপাদনে পেয়েছে এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড। ওয়ালটন চাইছে প্রতিষ্ঠানটির সঙ্গে জনগণের অংশীদারিত্ব বাড়াতে। যে কারণে বাজারে প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়ছে ওয়ালটন। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন সংগ্রহ করা এস এস স্টিলের লটারি ড্রয়ের অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠিত হবে।
এস এস স্টিল পুঁজিবাজারে ২ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ২৫ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুনঃমূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ও পুনঃমূল্যায়নসহ নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫.৩৫ টাকা। ২০১৭ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। ভারিত গড় হারে ইপিএস হয়েছে ০.৮২ টাকা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে “ক্যাপিটাল মার্কেট ফুটবল কাপ”। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও পুঁজিবাজার বিট সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামসহ (সিএমজেএফ) এ প্রতিযোগীতায় অংশ নিবে ১৬টি দল। গত মঙ্গলবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফুটবল টুর্নামেন্টের ঘোষণা দেয়া হয়। সেই সঙ্গে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জার্সি বিতরণ ও লটারির মাধ্যমে “GROUP” নির্ধারণ করা হয়। প্ল্যানেট এক্স ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠানের আয়োজনে এ টুর্নামেন্ট শেষ হবে ২৫ নভেম্বর। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। প্রথমবারের মতো পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বের খেলায় অংশ নেবে। অর্থাৎ প্রতিটি গ্রুপে থাকছে চারটি করে দল।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭১৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮৫ কোটি ৯০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮০৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬৮ পয়েন্টে। অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। অর্থসূচক/ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এইদিন লেনদেনের শুরুতে সূচকে ব্যাপক উত্থান থাকলেও ১৫ মিনিট পর এর মাত্র কিছুটা হ্রাস পায়। সোমবার লেনদেন শেষে সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় ৪৪.৩০ শতাংশ বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৩ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকা।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৮০৩ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৫৩ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪৬ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা। এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার টাকা। আগামীকাল (সোমবার) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হবে না। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
লেনদেন বন্ধ থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বারাকা পাওয়ার, বিডিকম, গোল্ডেন হার্ভেস্ট, জিকিউ বলপেন, খান ব্রাদারস পিপি, সিলভা কেমিক্যাল, আরডি ফুড, অগ্নি সিস্টেম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ মেনুফ্যাকচারিং, আরামিট সিমেন্ট, আজিজ পাইপ, বিবিএস কেবলস, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, ফাইন ফুড, জিপিএইচ ইস্পাত, ইনটেক লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইনফরমেশন সার্ভিস, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ন্যাশনাল ফিড, প্রিমিয়ার সিমেন্ট, রেনউইক যজ্ঞেশ্বর, সাফকো স্পিনিং, শ্যামপুর সুগার মিল, সিমটেক্স, তিতাস গ্যাস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার এবং জিল বাংলা সুগার মিল। ডিএসই জানিয়েছে, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য সম্প্রতি লভ্যাংশ ঘোষণা করে। সেই সঙ্গে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করে। নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের দিন ওই কোম্পানির শেয়ার লেনদেন হয় না। সে কারণেই সোমবার ৩৩ কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ হওয়ায় সেগুলোর শেয়ার লেনদেন হবে না। কোম্পানির কমপ্লায়েন্স অফিসার মো. জুয়েল রাশেদ এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ১৮ নভেম্বর আবেদন গ্রহণ শুরু হবে। যা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। গত ০৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৬তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুন:মূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৬ টাকা। জেনেক্স ইনফোসিসের সাবসিডিয়ারি কোম্পানিসহ ২০১৬-১৭ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। ফুটওয়্যার তথা পাদুকার বৈশ্বিক বাজারে চলমান মন্দার মধ্যেও রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। পাশাপাশি স্থানীয় বাজারেও জুতা বিক্রির পরিমাণ বেড়েছে। তাতে বেড়েছে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস)।
বুধবার অনুষ্ঠিত এপেক্স ফুটওয়্যারের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব তথ্য উঠে এসেছে। এতে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর মঞ্জুর বলেন, ২০১৭-১৮ অর্থবছরটি পাদুকা শিল্পের জন্য ছিল অনেকটা মন্দার বছর। এ সময় বিশ্ববাজারে চামড়াজাত পাদুকার রপ্তানি মূল্য ৬ শতাংশ কমেছে। আলোচিত বছরে ভারতের চামড়াজাত পাদুকা রপ্তানি কমেছে প্রায় ২৯ শতাংশ; চিনের ২২ শতাংশ। কিন্তু এমন প্রতিকূল পরিবেশেও এপেক্স ফুটওয়্যার রপ্তানি আয় ১২ দশমিক ৭২ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি বেড়েছে, যার হার প্রায় ১২ শতাংশ। এপেক্স ফুটওয়্যারের বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত বছরে কোম্পানির পণ্য বিক্রির পরিমাণ ১২ দশমিক ২৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৯৪ কোটি টাকা হয়েছে। সুদ ও কর পূর্ববর্তী মুনাফা বেড়েছে ১৭ দশমিক ২৩ শতাংশ। তবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কোম্পানির নিট মুনাফায়। এ বছর কোম্পানিটির নিট মুনাফা ও ইপিএস বেড়েছে প্রায় ৬০ শতাংশ। ইপিএস ৭ টাকা ২১ পয়সা থেকে বেড়ে ১১ টাকা ৫৪ পয়সা হয়েছে। এজিএমে সৈয়দ নাসিম মঞ্জুর জানান, বাংলাদেশ বিশ্বে ৬ষ্ঠ বৃহত্তম পাদুকা উৎপাদনকারী দেশ। বছরে এখানে ১ কোটি ২৮ লাখ জোড়া জুতা উৎপাদিত হয়। আর রপ্তানি হয় প্রায় ৬ কোটি জোড়া জুতা। তবে রপ্তানিকৃত জুতার বড় অংশই হাওয়াই চপ্পল ও রাবার বা সিনথেটিক জাতীয় জুতা। এপেক্স ফুটওয়্যারের এমডি বলেন, চামড়ার জুতা রপ্তানির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২২তম। বাংলাদেশ তাই বিশ্ববাজারে নেতৃত্ব দেওয়া বা পণ্যের মূল্যকে প্রভাবিত করার মতো অবস্থানে নেই। বরং অন্যকে বা বিশ্ববাজারকে অনুসরণ করে টিকে থাকতে হয়। তার মতে, স্থানীয় পর্যায়ে জুতা উৎপাদনের পরিমাণ কম বলে বিদেশি ক্রেতারা এখানে এসে জুতা কিনতে আগ্রহী হন না। কিন্তু তৈরি পোশাকের বেলায় কিন্তু ক্রেতাদেরকে এদেশে আসতেই হয়। না এসে তাদের উপায় নেই। এক সময় চামড়াজাত পণ্য বিশেষ করে পাদুকার ক্ষেত্রেও এমনটি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে ১৪১ টির মতো প্রতিষ্ঠান বিভিন্ন পরিমাণে জুতা রপ্তানি করে থাকে। আরও ৪০টি কোম্পানি পাইপলাইনে আছে। এভাবে নতুন নতুন কোম্পানি আসতে থাকলে প্রতিযোগিতার ফলে মান ও সক্ষমতা আরও বাড়বে। তখন বিশ্ববাজারেও এ দেশের চামড়া পণ্যের প্রভাব বাড়বে নি:সন্দেহে। এপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, সর্বশেষ অর্থবছরে চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকা রপ্তানি করে ১৫০ কোটি ডলার আয় হয়েছে। সরকার ২০১২ সাল নাগাদ এ খাতে রপ্তানি-আয়ের পরিমাণ ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা প্রয়োজন। তিনি বলেন, আমরা বড় বড় বিদেশী ব্র্যান্ডকে তাদের পণ্য বাংলাদেশ থেকে উৎপাদন করিয়ে নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই। কিন্তু এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে সাভারের ‘চামড়া শিল্প পার্ক’ যেখানে এখন পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণের গ্রহণযোগ্য ন্যূনতম মান অর্জন করা সম্ভব হয়নি। সৈয়দ মঞ্জুর এলাহী অবশ্য চামড়া শিল্পের সম্ভাবনার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, বেশ কিছু কারণে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। অনেক গবেষণা সংস্থার মতে, ২০৩০ সাল পর্যন্ত এদেশে ৭ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। বাণিজ্য লড়াইয়ের কারণে যুক্তরাষ্ট্রের বড় বড় ক্রেতারা এখন চিন থেকে পন্য আমদানির ঝুঁকি কমানোর চেষ্টা করছে। এজিএমে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ইউনিট-১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোমেন ভুঁইয়া এবং ইউনিট-২ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজন পিল্লাই ২০১৮-১৯ হিসাববছরের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করেন। উল্লেখ, এপেক্স ফুটওয়্যারের এক নাম্বার ইউনিটে মূলত রপ্তানি বাজারের জন্য জুতা উৎপাদন করা হয়ে থাকে। অন্যদিকে ইউনিট-২ এ উৎপাদিত জুতা দেশের বাজারে বিক্রি করা হয়। এজিএমে মোমেন ভুঁইয়া বলেন, আগামী বছর আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে ডলারের বিপরীতে টাকার শক্তিশালী অবস্থান। তিনি বলেন, গত এক-দেড় বছরে বাংলাদেশের প্রধান প্রতিযোগীদের মধ্যে ভারত, পাকিস্তান, চিন ও ভিয়েতনামে স্থানীয় মুদ্রার ব্যাপক দর পতন হয়েছে। কিন্তু সে অনুসারে ডলার ও ইউরোর সঙ্গে টাকার বিনিময় মূল্য তেমন কমেনি। এর ফলে আলোচিত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা অসময় অবস্থায় পড়তে হবে। বিষয়টি সরকার বিবেচনায় নিয়ে কিছু ব্যবস্থা নিলে রপ্তানিমুখী শিল্পের জন্য তা অনেক সহায়ক হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে তিনি সরকারি ছুটির ইস্যুকে তুলে ধরেন। তিনি বলেন, বিদেশে পণ্য রপ্তানির একটি পিক মৌসুম থাকে। ঘটনাচক্রে আগামী তিন বছর আমাদের প্রধান দুটি ধর্মীয় উৎসব তথা দুটি ঈদ এই মৌসুমের মধ্যে পড়ে যাবে। এর ফলে ১০ দিন উৎপাদন বন্ধ থাকবে। এই ঘাটতি পুষিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য রপ্তানি নিশ্চিত করতে তাই ঈদের আগে-পরে ওভারটাইম দিয়ে বাড়তি সময় কাজ করিয়ে নিতে হবে। এতে উৎপাদন ব্যয় বেশ কিছুটা বাড়বে। নতুন মজুরি কাঠামোর কারণেও ব্যয়ের উপর চাপ পড়বে বলে উল্লেখ করেন তিনি। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও মুনাফার প্রবৃদ্ধি আগামী বছরেও ধরে রাখার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন মোমেন ভুঁইয়া। তিনি বলেন, উৎপাদন ব্যয় কমিয়ে এবং উৎপাদনশীলতা বাড়িয়ে আমরা আমাদের মুনাফার প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা করবো। রাজধানীর গুলশানে অবস্থিত শুটিং কমপ্লেক্সে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। সভায় কোম্পানির পরিচালক মনিজা মঞ্জুর, কোম্পানি সচিব এস এম শাহজাহান, প্রধান অর্থ কর্মকর্তা দিলীপ কাজুরি, কোম্পানির উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দুলামিয়া কটনের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। কে অ্যান্ড কিউয়ের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। জুট স্পিনার্স লিমিটেডের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে। বিবিএসের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। ডেসকোর বোর্ড সভা ১২ নভেম্বর, দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। আইটিসির বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। সামিট পাওয়ার লিমেটেডের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। এমজেএল বিডির বোর্ড সভা ১২ নভেম্বর, সন্ধা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। জেমিনি সী ফুডের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। আমান কটনের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। জিপিএইচ ইস্পাতের বোর্ড সভা ১২ নভেম্বর, সন্ধা সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। আরএন স্পিনিংয়ের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। এমআই সিমেন্টের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। ন্যাশনাল টি লিমিটেডের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বোর্ড সভা ১২ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বোর্ড সভা ১২ নভেম্বর , বিকেল সোয়া ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে। তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শাশা ডেনিমসের বোর্ড সভা ১১ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। বিডি সার্ভিসের বোর্ড সভা ১১ নভেম্বর, সন্ধা ৬টায় অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। ডোরিন পাওয়ারের বোর্ড সভা ১১ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। ওয়াইম্যাক্সের বোর্ড সভা ১১ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। হামিদ ফেব্রিক্সের বোর্ড সভা ১১ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। এসিআই লিমিটেডের বোর্ড সভা ১১ নভেম্বর, বিকেল পৌনে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। এসিআই ফরমুলেশনের বোর্ড সভা ১১ নভেম্বর, বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। তিতাস গ্যাসের বোর্ড সভা ১১ নভেম্বর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস আগের তুলনায় ৩৩.৬৬ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩.৩০ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ২০.২৮ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ১৩.০২ টাকা বা ৬৪.২০ শতাংশ। এছাড়া আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১১১.৭৭ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১৩.২০ টাকা। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৯ সালে ১২ জানুয়ারী, সকাল সাড়ে ১১টায় সিটি হল কনভেনশন সেন্টার, আগ্রাবাদ, চট্টগ্রাম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। এদিকে, প্রথম প্রান্তিকের (জুলাই’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.০৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬.০৩ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ২.০৩ টাকা বা ৩৩.৬৬ শতাংশ। এছাড়া আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৯.৮৫ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২১.২৬ টাকা। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |