midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে “ক্যাপিটাল মার্কেট ফুটবল কাপ”। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও পুঁজিবাজার বিট সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামসহ (সিএমজেএফ) এ প্রতিযোগীতায় অংশ নিবে ১৬টি দল। গত মঙ্গলবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফুটবল টুর্নামেন্টের ঘোষণা দেয়া হয়। সেই সঙ্গে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জার্সি বিতরণ ও লটারির মাধ্যমে “GROUP” নির্ধারণ করা হয়। প্ল্যানেট এক্স ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠানের আয়োজনে এ টুর্নামেন্ট শেষ হবে ২৫ নভেম্বর। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। প্রথমবারের মতো পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বের খেলায় অংশ নেবে। অর্থাৎ প্রতিটি গ্রুপে থাকছে চারটি করে দল।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |