midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
মোটরসাইকেল, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ও অফিশিয়াল গাড়ি, ট্রাকসহ কোনো ধরনের যানবাহনই বিমা ছাড়া আর সড়কে চলাচল করতে পারবে না। বিমা ছাড়া চললে জরিমানা গুনতে হবে তিন হাজার টাকা পর্যন্ত। মামলাও করতে পারবে পুলিশ। এমন সব ধারা যুক্ত করে আইন সংশোধনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সোমবার চিঠি পাঠিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে।
0 Comments
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিনও ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আজ (২৩ মে) ডিএসইতে ৯২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১২ কোটি ৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির দর বেড়েছে, ৩৬টির দর কমেছে, ১৭৮টির দর অপরিবর্তিত রয়েছে। Source: orthosongbad দেশের অর্থনীতিতে বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই। সরকারেরও এ বিষয়ে আন্তরিকতা আছে। তবে বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদি স্থিতিশীল নীতি জরুরি।
পুঁজিবাজারে গত মার্চ মাসে বিদেশিদের বিনিয়োগ বেড়েছিল সামান্য। এপ্রিলেও সেই ধারা অব্যাহত ছিল। তাদের দেখে সাইড লাইনে বসে থাকা দেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগে ফিরছেন। ফলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানা ইস্যুতে গত এক বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা বিনিয়োগকারীরা ফের সক্রিয় হচ্ছেন। এ কারণে চলতি বছরের এপ্রিল মাসে কিছুটা ইতিবাচক প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
এসএমই মার্কেটেও (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) ব্লকে লেনদেন চালু করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী রোববার (২১ মে) থেকে এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীরা ব্লকে লেনদেন করতে পারবে। মঙ্গলবার (১৬ মে) ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নতুন বিনিয়োগে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ)। কোম্পানিটি তার কারখানায় আরও ৬০ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই বেড়েছে। এর মধ্যে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৬ শতাংশ। বহুজাতিক কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
করোনার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়। পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে এর প্রভাব বাড়তে থাকে। বাংলাদেশেও মন্দার প্রভাব পরিলক্ষিত হয়। রপ্তানি আয়ের পাশাপাশি কমে যায় রেমিট্যান্স প্রবাহ। টান পড়ে রিজার্ভেও।
The participation of foreign investors at the country’s premier bourse Dhaka Stock Exchange (DSE) is growing fast, with the bourse’s turnover of foreign trades doubling in April this year over the previous month. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |