midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
0 Comments
ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যে কোনো সংখ্যক শেয়ারের জন্য আবেদন করা যাবে। তবে ন্যূনতম আবেদনের পরিমাণ হতে হবে ১০ হাজার টাকা।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামীকাল ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। এ আবেদন গ্রহণ চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।পুঁজিবাজারে বিও অ্যাকাউন্ট (বেনিফিশিয়ারি ওনার্স) খুললেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রেহানা। পুঁজিবাজারের অন্যতম ব্রোকারেজ হাউজ উত্তরা ব্যাংক সিকিউরিটিজে তারা এই হিসাব খুলেছেন। বিষয়টি বাণিজ্য প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪১ প্রতিষ্ঠানের মধ্যে ৯৩ টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুতে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের ৯ জানুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়।
ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ২৯ জানুয়ারি সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বেসরকারি খাতের মাধ্যমে পুঁজিবাজারকে গভীর করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে অর্থনীতির স্বার্থে এই সময়ে মোটাদাগে তিনটি বিষয়ে বাংলাদেশকে জোর দিতে বলেছে সংস্থাটি। এগুলো হচ্ছে কর রাজস্ব বৃদ্ধি এবং কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমানো, মূল্যস্ফীতি কমানোসহ মুদ্রানীতি কাঠামোর আধুনিকীকরণ করা এবং ব্যাংক খাতে তদারকি বৃদ্ধিসহ আর্থিক খাতে সংস্কার আনা।
সর্বজনীন পেনশন স্কিম চালুর পর চার মাস হয়ে গেল। যদিও সাড়া কম, তারপরও এ স্কিমে অংশ নিচ্ছেন মানুষ। টাকা জমছে সরকারের হাতে, তা বিনিয়োগও করা হচ্ছে। তবে সাড়া বেশি পাওয়া গেলে এবং জমা টাকার অঙ্ক অনেক বেড়ে গেলে তখন সরকার কী করবে? কোথায় বিনিয়োগ করবে এত টাকা? আবার এই বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কি না, সম্প্রতি এসব প্রশ্ন সরকারের সামনে এসেছে।
পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকি নির্ণয় করা হয় মূল্য আয় অনুপাত দিয়ে।সাধারণত ১০-১৫ পিইকে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিমুক্ত ধরা হয়। আর কোনো কোম্পানির পিই ১০-এর নিচে চলে গেলে, ওই কোম্পানির শেয়ার দাম অবমূল্যায়িত বা বিনিয়োগের জন্য নিরাপদ ধরা হয়।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে হয়েছে। তবে টাকার অংকে ৫৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএসইসির ৮৯১তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
দীর্ঘমেয়াদে অর্থায়নের ক্ষেত্রে বন্ড একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশের বন্ড মার্কেট উন্নয়নের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই একসাথে কাজ করছে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্যোগের ধারাবাহিকতার অংশ হিসেবে ১১ ডিসেম্বর ডিএসই টাওয়ারের ডিএসই লাউঞ্জে “Long Term Financing: A Critical Assessment of Bond Market in Bangladesh and Way Forward” শীর্ষক ফোকাস গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়।সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
প্রতিটি শেয়ারে যে সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস বেঁধে দেয়া হয়েছে, সেটি আপাতত তুলে নেয়ার কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনপত্র ও চাঁদার টাকা জমা নেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি চাঁদা জমা নেওয়া শুরু হবে। এটি ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৭৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএমই খাতে ওয়েব কোটস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির বিষয়ে সম্প্রতি নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে তাঁর বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এর বিপরীতে সাকিবের ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি।শেয়ারবাজারে এক বছরের বেশি সময় ধরে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেঁধে দেওয়া ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তরে আটকে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এ অবস্থায় স্কয়ার ফার্মার শেয়ারে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন কোম্পানিটির দুই উদ্যোক্তা। তাঁরা হলেন স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ও ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। শেয়ারবাজার থেকে এ দুই উদ্যোক্তা মোট ২০ লাখ শেয়ার কিনবেন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার থেকে সহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে সংস্থাটির দুই কমিশনার, চার নির্বাহী পরিচালক, আট পরিচালক, দুই অতিরিক্ত পরিচালক ও আট সহকারী পরিচালকের দপ্তর বদল হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |