midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
দেশের পুঁজিবাজারে লেনদেন চালু করার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান। তিনি বলেছেন, করোনাভাইরাসে বিশ্বের অনেক দেশে লকডাউন থাকলে্ও কোনো দেশেই পুঁজিবাজারে লেনদেন বন্ধ করা হয়নি। বিশ্বায়ন ব্যবস্থায় বাংলাদেশ অন্য দেশ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। তাছাড়া বর্তমান বিপর্যয়কর পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারীর জরুরি টাকা দরকার। লেনদেন বন্ধ থাকায় তারা তাদের বিনিয়োগ থেকে কোনো টাকা তুলে নিতে পারছেন না।
0 Comments
পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের নেওয়া মার্জিন ঋণের সুদে ভর্তুকী চেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান। একইসঙ্গে চলতি বছরে বিনিয়োগকারীদের বিও হিসাব নবায়ন ফি সম্পূর্ণভাবে মওকুফ করার দাবি জানিয়েছেন তিনি।
আজ এক বিবৃতিতে এই দাবি করেন তিনি। রকিবুর রহমান দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় ৭২ হাজার কোটি টাকার সহায়তা তহবিল ঘোষণার বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই তহবিলের আওতায় শিল্প খাতের উদ্যোক্তাদেরকে ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে, যদিও ব্যাংক পাবে ৯ শতাংশ। সুদের বাকী ৫ শতাংশ যোগান দেবে সরকার ভতুর্কী হিসেবে। অর্থনীতিতে করোনার বিরুপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান। আজ এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানিয়েছেন।
অর্থনীতিতে করোনার বিরুপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান। আজ এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানিয়েছেন। করোনাভাইরাস মহামারির প্রেক্ষিতে পুঁজিবাজারে মার্জিন ঋণের উপর সুর আরোপ সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মোঃ রকিবুর রহমান। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক রকিবুর রহমান আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি, মার্জিন একাউন্টে সুদ আরোপ ৬ মাস স্থগিত রাখার আহ্বান জানান। বিষয়টি বিবেচনা করার জন্য তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, একজন পুঁজিবাজারবান্ধব ব্যক্তি হিসেবে অর্থমন্ত্রী সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে অন্যান্য খাতে প্রণোদনা দেওয়ার বিষয়ে যেমন গুরুত্ব দিয়েছেন মার্জিন ঋণের সুদের বিষয়েও একইরকম গুরুত্ব দিবেন বলে তার আশা। বিশ্বজুড়ে এখন করোনাভাইরাস আতঙ্ক।বাংলাদেশও এর বাইরে নয়। এই আতঙ্কের প্রভাব পড়েছে দেশ-বিদেশের শেয়ারবাজারে। এমন পরিস্থিতিতে আমার দীর্ঘদিনের বিনিয়োগের অভিজ্ঞতা শেয়ার করছি সকল বিনিয়োগকারী,যারা ইনস্টিটিউশন এবং বিনিয়োগকারীদের পক্ষে পোর্টফোলিও ম্যানেজ করেন,মিউচুয়াল ফান্ড ম্যানেজের দায়িত্বে থাকা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মকর্তাদের জন্য। নিজের বাস্তব অভিজ্ঞার আলোকে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু সুপারিশ তুলে ধরছি।আশা করি এই লেখাটি বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নিলে উপকৃত হতে পারেন।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |