midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনে ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
0 Comments
পুঁজিবাজারে অনেকদিন পর বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ারে কিছুটা নড়াচড়া দেখা যাচ্ছে। লেনদেন বাড়ছে এসব কোম্পানির শেয়ারের। কিছু শেয়ারের মূল্যও উর্ধমুখী। আজ মঙ্গলবার বহুজাতিক কোম্পানিগুলোর মুভমেন্ট যথেষ্ট দৃশ্যমান ছিল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষ অবস্থান ওঠে আসে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার। এছাড়াও শীর্ষ ২০ কোম্পানির তালিকায় জায়গা করে নেয় বৃটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবিসি) ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ৬টি হলো- বাংলাদেশ মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, ইসলামিক ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সরাসরি ঋণ নয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকার ‘সভরেন গ্যারান্টি’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ গ্যারান্টি পেলে বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সমপরিমাণ টাকার ঋণ নিতে পারবে আইসিবি। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের গত সপ্তাহের দুই কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ৪৮ দশমিক ৬২ শতাংশ। আলোচ্য সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১ হাজার ৪০৯ টাকা ৪০ পয়সা, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯৪৮ টাকা ৩০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনেক দিন পর শেয়ারবাজারে নড়েচড়ে বসেছে মৌলভিত্তির শেয়ার হিসাবে পরিচিত বড় মূলধনী কোম্পানির শেয়ার। যেগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দেয়। এসব শেয়ার দীর্ঘদিন যাবত প্রায় ঘুমিয়ে ছিল। সিংহভাগ কোম্পানির লেনদেনও ছিল নামকাওয়াস্তে। আজ কোম্পানিগুলোর শেয়ার দর যেমন বেড়েছে, পাশাপাশি লেনদেনও ছিল চোখে পড়ার মতো।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের কারখানা বন্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একদল কুচক্রী মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে অসাধু এ চক্রটি ‘এশিয়াটিক ল্যাবের কারখানা বন্ধ’, ‘এশিয়াটিকের কারখানায় তালা’ ইত্যাদি শিরোনাম ব্যবহার করে কোম্পানি ও পুঁজিবাজারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে নিজেদের পরিচয় গোপন রেখে এসব গুজব ছড়াচ্ছে তারা।
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজার ফিরল ইতিবাচক ধারায়। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৪৩ পয়েন্ট বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশেরাই শেয়ারদর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শেষ হয়েছে। কোম্পানিটির আইপিও-তে ব্যাপক সাড়া পড়েছে বলে বিভিন্ন ব্রোকারেজ হাউজ ঘুরে জানা গেছে।
ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ১৪ জুন (শুক্রবার) থেকে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত মোট পাঁচদিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এসময় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম হবে না। তবে ১৯ জুন (বুধবার) থেকে যথারীতি পুঁজিবাজার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসময় পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স নিয়ে আলোচনা হয়েছে। প্রায় দেড় ঘণ্টার এ আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র অর্থসংবাদকে নিশ্চিত করেছে।পুঁজিবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে দুই কোম্পানি অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে। কোম্পানিগুলো হলো- ব্রেইন স্টেশন ২৩ পিএলসি এবং দুয়ার সার্ভিসেস পিএলসি। রোববার (৯ জুন) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ও চাঁদা গ্রহণ আজ রোববার (০৯ জুন) শুরু হয়েছে। যা চলবে ১৩ জুন পর্যন্ত।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যিদিবসে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গতদিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন ৯ জুন শুরু হবে। চলবে ১৩ জুন পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ড বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা তৃতীয় বর্ষের প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৪ দশমিক ৫৫ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন।
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০২ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১২৪টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |