midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে ফিরছে তিন কোম্পানি। আজ ২০ ফেব্রুয়ারি, বুধবার থেকে স্পট মার্কেটের পরিবর্তে মূল মার্কেটে হবে এ তিন কোম্পানির শেয়ারের কেনাবেচা। কোম্পানি তিনটি হচ্ছে- মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক ও স্টাইলক্রাফট।
গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৭৬তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গত বছরের ১৬ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) মুন্নু জুট স্টাফলার্স, লিগ্যাসি ফুটওয়ার ও বিডি অটোকারের লেনদেন স্থগিত করে। পরবর্তীতে মুন্নু জুটের স্থগিতাদেশ তুলে নিয়ে কোম্পানিকে স্পট মার্কেটে পাঠানো হয়। একইদিনে মুন্নু সিরামিক, স্টাইলক্রাফট, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপ এবং ড্রাগন সোয়েটারকে মূল মার্কেট থেকে স্পট মার্কেটে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। পরবর্তীতে ড্রাগন সোয়েটারকে মূল মার্কেটে ফেরত পাঠানো হলেও বাকিগুলো স্পট মার্কেটেই রয়ে গিয়েছিল। কোম্পানিগুলোর শেয়ার কারসাজি নিয়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছিল বিএসইস। কমিটির তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার কারসাজিতে যুক্ত কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এর প্রেক্ষিতে মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক ও স্টাইলক্রাফটের শেয়ার লেনদেন স্পট মার্কেট থেকে মূল মার্কেটে চালু করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
1 Comment
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বস্ত্র খাতের নিউ লাইন ক্লোথিংস লি: এর প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন আজ ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৭ নভেম্বর বিএসইসির ৬৬৭তম কমিশন সভায় নিউ লাইনের আইপিও অনুমোদন দেওয়া হয়। নিউ লাইন ক্লোথিংস আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ৩ কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করবে। আইপিওর মাধ্যমে উত্তোলিত ৩০ কোটি টাকা দিয়ে যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খরচ করবে। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুন:মূল্যায়নসহ প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ৩১.৬৩ টাকা। আর সম্পদ পুন:মূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২০.৫২ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড। শেয়ারবাজারনিউজ/ পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ঘোষণা অনুযায়ী আজ অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ১৭ ফেব্রুয়ারি, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। শেয়ারবাজারনিউজ/ পুঁজিবাজারে থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১০ মার্চ শুরু হবে। চলবে ১৯ মার্চ পর্যন্ত।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটি ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। আইপিও টাকা দিয়ে কোম্পানিটি কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারী ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫.৪১ টাকা। ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ওয়েটেড এভারেজ ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)৬৬৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। Former DSE president Rakibur Rahman tells The Daily Star Limited products, sponsors' tendency to get involved in share trading and loopholes in laws are hampering the growth of the country's bourses and denting investor confidence, said a former president of the Dhaka Stock Exchange.
“Products are being listed on the market but they are not of good quality. As a result, they can't pull investors,” Rakibur Rahman, a former president of the DSE, told The Daily Star in an interview on Tuesday. He went on to cite Grameenphone that got listed in 2009 as an example of a quality stock. Grameenphone had brought in several thousand fresh investors to the market. Since Grameenphone's initial public offering, more than 100 new companies have gone public but they have failed to catch the attention of investors, he said. The government should do everything it can to bring public, multinational and private companies to the market as it will improve transparency and accountability and increase revenues. Rahman, currently a director of the exchange, lauded the DSE move to introduce a new trading board for small-cap stocks. “I hope many small companies that can't raise funds from the capital market because of a restriction will be able to do so.” Presently, companies with less than Tk 30 crore in paid-up capital are not allowed to get listed. The figure will be brought down to Tk 5 crore only for small companies, he said. Rahman, who led the bourse as its president for three times, also touched upon some of the challenges confronting the market. One of them is related to sponsors of some listed companies getting involved in the market rather than giving utmost attention to their main business. It is not expected that sponsors will enter into stock trade as they may be tempted to manipulate the price. “These are mostly seen in case of newly listed companies. At first, they went public and then they got involved in share trading by way of inflating earnings per share. It affects general investors. If sponsors don't stop it, the market will be affected badly.” Rahman recommended extending the lock-in period on the shares held by sponsors and putting in place a rule so that sponsors only get the chance to sell their stocks in the block market instead of the main market. The block market is a platform of a stock exchange where a large number of shares are traded in a single transaction at a negotiated price. As it does not take place in the main market, the transaction does not cause huge price fluctuation of a share. Rahman criticised some companies' tendency to distribute only stock dividends. “A company can declare stock dividend only if it has huge growth potential. Besides, it should declare cash and stock dividend equally.” Rahman said some large entrepreneurs do not want to go public as they do not want to share the ownership of their companies with the public. “However, if a company gets listed on the stockmarket it has to ensure accountability, which, in turn, helps it to sustain. If businesses remain family-oriented and do not go public, they may collapse.” Getting listed on the stockmarket is a win-win situation for both parties, he said. The market gets a steady supply of stocks and the companies have an alternative source of funds to banks. “This will also help the country's banking system by way of cutting the non-performing loans,” said Rahman, also the managing director of Midway Securities. The NPL has become a major burden for the banking sector as a consequence of providing long-term, large amounts of loans. “No bank in any country can provide such a big amount loans and for such a long time.” Rahman also touched upon the advantage of choosing a Chinese consortium as the strategic partner of the DSE. The Chinese consortium, comprising of the Shenzhen Stock Exchange and the Shanghai Stock Exchange, bought 25 percent stake of the bourse last year. “The consortium will help the bourse upgrade technologically and boost the confidence of both local and foreign investors,” he said. But to draw in foreign investors, the government would have to bring in well-performing companies, multinational firms and government-owned enterprises to the market. “The government can raise funds from the market to build infrastructure. It will ensure the accountability of the projects and reduce the government's loan burden.” Rahman had first-hand experience of witnessing two stock market crashes: one in 1996 and the other in 2010. He blamed the inadequate supply of the stocks compared to the rising demand for the crash in 2010. “Financial institutions also invested heavily and a lot of people invested in the market without any knowledge.” According to Rahman, the central bank did not rein in the financial institutions when they crossed their exposure limit. The Bangladesh Bank suddenly directed the financial institutions to bring down the exposure within the regulatory limit within three months. “If the financial institutions were allowed to cut their exposure in phases, there might have been a soft landing instead of the crash landing.” Investors though have not learnt from the debacles. “That is why we see junk stocks and small-cap companies' shares soar despite warnings from the companies and the stock exchanges.” Rahman recommended sending junk stocks and small-cap companies to the over-the-counter market to keep gambling centring on the securities in check. “The stockmarket regulator should take tough measures against any anomalies.” Speaking about anomalies, Rahman said directors of 53 listed companies hold less than 2 percent shares individually and less than 30 percent shares combined, breaching directives of the Bangladesh Securities and Exchange Commission. “Moreover, some directors sell shares without giving any declaration in advance, which is again in violation of the regulator's direction.” Source: https://www.thedailystar.net/business/news/bourses-need-quality-products-1698529 মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এমন তথ্য জানা গেছে।
গত ৬ জানুয়ারি থেকে আইপিও আবেদন শুরু হয় যা চলে ২০ জানুয়ারি পর্যন্ত। শেয়ারের জন্য ৯ দশমিক ৩৭ গুন আবেদন জমা পড়েছে। এর আগে গত ২৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন দেয়। কোম্পানির ১ কোটি ৪ লাখ ৬২ হাজার ৫০১ টি সাধারণ শেয়ার ৪০ টাকা মূল্যে (প্রান্ত সীমা মূল্য থেকে ১০ শতাংশ বাট্টায়) সাধারণ বিনিয়োগকারীদের নিকট বিক্রি করা হবে। এছাড়া বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি শেয়ারের মধ্যে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার ৪৫ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, ডাইং ও ওয়াশিং প্লান্টের জন্য যন্ত্রপাতি কিনবে। পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থের মধ্যে ভবন নির্মাণে ব্যয় করা হবে ১০০ কোটি ৪২ লাখ টাকা। নারায়ণগঞ্জের কাঁচপুর এবং ময়মনসিংহের ভালুকায় এ ভবন নির্মিত হবে। কোম্পানিটির কাঁচপুর প্রকল্পের জন্য ডাইং মেশিনারিজ কিনতে খরচ হবে ২১ কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা। একই সঙ্গে কাঁচপুরে কেনা হবে ওয়াশিং প্লান মেশিনারিজ। যার জন্য ব্যয় হবে ২১ কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকা। আর আইপিও বাবদ খরচ করা হবে ৬ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার টাকা। আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩ টি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। শেয়ারনিউজ; ০৪ ফেব্রুয়ারি ২০১৯ |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |