midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে ফিরছে তিন কোম্পানি। আজ ২০ ফেব্রুয়ারি, বুধবার থেকে স্পট মার্কেটের পরিবর্তে মূল মার্কেটে হবে এ তিন কোম্পানির শেয়ারের কেনাবেচা। কোম্পানি তিনটি হচ্ছে- মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক ও স্টাইলক্রাফট।
গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৭৬তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গত বছরের ১৬ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) মুন্নু জুট স্টাফলার্স, লিগ্যাসি ফুটওয়ার ও বিডি অটোকারের লেনদেন স্থগিত করে। পরবর্তীতে মুন্নু জুটের স্থগিতাদেশ তুলে নিয়ে কোম্পানিকে স্পট মার্কেটে পাঠানো হয়। একইদিনে মুন্নু সিরামিক, স্টাইলক্রাফট, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপ এবং ড্রাগন সোয়েটারকে মূল মার্কেট থেকে স্পট মার্কেটে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। পরবর্তীতে ড্রাগন সোয়েটারকে মূল মার্কেটে ফেরত পাঠানো হলেও বাকিগুলো স্পট মার্কেটেই রয়ে গিয়েছিল। কোম্পানিগুলোর শেয়ার কারসাজি নিয়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছিল বিএসইস। কমিটির তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার কারসাজিতে যুক্ত কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এর প্রেক্ষিতে মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক ও স্টাইলক্রাফটের শেয়ার লেনদেন স্পট মার্কেট থেকে মূল মার্কেটে চালু করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
1 Comment
1/5/2019 06:17:56 am
Yet sometimes the calling is so strong we tend to be confused. We can't tell if we should be following our hearts or avoiding hurting people. If we hurt ourself in the process, will that count as hurting someone? No. We need to accept the truth that we shouldn't be feeling any pain. If only we will focus on trying not to hurt people in the process of following our hearts, the good vibe that is spreading in our veins will be enough to comfort our craving for worldly pleasures. They don't even last. We just need to let it pass and seek the greater good.
Reply
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |