midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
ফাইজার একটি সুখবর দিয়েছে। তারা জানিয়েছে যে তারা পাঁচ থেকে ১১ বছর বয়সী ছেলে-মেয়েদের জন্য তাদের আবিষ্কৃত একটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল সমাপ্ত করেছে এবং এর ফল অত্যন্ত ভালো। এখন তারা এসব তথ্য-উপাত্ত এফডিএর অনুমোদনের জন্য জমা দেবে। এফডিএ অনুমোদন দিলে অক্টোবর থেকেই তারা শিশুদের জন্য তৈরি এই টিকা বাজারজাত শুরু করবে। আমরা পাঠকদের এ বিষয়ে আগেই জানিয়েছিলাম। আমাদের অনুমান সঠিক হয়েছে। এই টিকা আবিষ্কারের ফলে শিশুদের টিকা দিতে না পারার যে সমস্যা ছিল তার সমাধান শুরু হবে। তবে আমরা শিশুদের জন্য আরো টিকার অপেক্ষায় থাকব। মডার্না শিশুদের জন্য যে টিকা তৈরি করছে তার ফল আসতে আরো মাসখানেক সময় লাগবে।
0 Comments
গতকাল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা লক্ষ করা গেছে। অবশ্য অনেকে বিক্রি করে মুনাফাও তুলে নিয়েছেন। তবে ক্রয়চাপ বেশি থাকায় দিনশেষে ৪৫ পয়েন্টের বেশি উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে। এদিন ওষুধ, বস্ত্র ও প্রকৌশল খাতের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। অন্যদিকে সিমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও সেবা খাতের শেয়ারে রিটার্ন এসেছে সবচেয়ে বেশি।
The listed companies have distributed around Tk 16,000 crore in unclaimed and unsettled cash and stock dividends to the claimants in the last couple of months.
According to the Bangladesh Securities and Exchange Commission, there was Tk 21,000 crore in unclaimed and unsettled cash and stock dividends before the settlement. So, there are now unclaimed stock dividends worth around Tk 4,000 crore and cash dividends worth Tk 1,000 crore left to form the capital market stabilisation fund, BSEC officials said. Dhaka Stock Exchange (DSE) is set to start trading on its SME platform this week, two and a half years after its inauguration, aiming to create an opportunity for small-cap companies to get listed on the stock market.
Brummer & Partners (Bangladesh) Limited, a concern of Sweden’s largest hedge fund manager Brummer & Partners, has decided to sell off its entire shares of 24.93 per cent in Runner Automobiles Limited gradually.
The foreign strategic partner of Runner Automobiles has recently applied to the Bangladesh Securities and Exchange Commission seeking permission to sell off the shares. Number of active BO (beneficiary owner's) accounts declined 33.51 per cent in nearly last four months mainly because of reduced scope of applying for IPO (initial public offering) shares, insiders said.
The number of active BO accounts was 2.66 million on May 31 last and the figure declined to 1.99 million on Tuesday. As a result, investors' BO accounts dropped 33.51 per cent or 0.67 million since May 31 last. সাত কারণে বিনিয়োগের উপযুক্ত স্থান বাংলাদেশ। এর অন্যতম হলো বাংলাদেশের মানবসম্পদ। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এখানে শ্রমশক্তি বিশাল। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের যথেষ্ট শ্রমশক্তি রয়েছে। এ শ্রমশক্তির দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ সরকার। এছাড়া রয়েছে আর্থসামাজিক অবস্থা, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, অবকাঠামো ও দেশীয় বাজার, উচ্চ রিটার্ন ও বিদেশে রফতানির সুযোগ। সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশের অর্থনীতিবিষয়ক রোড শোতে দেশটির ব্যবসায়ীদের উদ্দেশে বাংলাদেশের অর্থনীতির নীতিনির্ধারকরা এ কথা বলেন।
The stock market's current price index that crossed 7,000 points is not risky, rather there is more room for it to go up, given the price-to-earnings ratio, said Professor Shibli Rubayat-Ul-Islam, chairman of the Bangladesh Securities and Exchange Commission (BSEC).
The commission is not concerned about the bank's overexposure to stocks as the market is not now driven by the banking sector, the BSEC chairman said, referring to the central bank's recent move on overplay of banks into stocks. A research by AFC Asia Frontier Fund released on 8 August 2020 showed that the Dhaka Stock Exchange (DSE) was the best performer globally with a gain of 15.8% Bangladesh's capital market is giving the highest return among its peer countries and is ready to catch up with the country's real economic growth.
So, it is the best time for foreign investors to board with the fast-growing capital market, said, Shibli Rubayat-Ul-Islam, chairman at the Bangladesh Securities and Exchange Commission (BSEC) at the roadshow titled "The Rise of Bengal Tiger: Potentials of Trade and Investment in Bangladesh" on Monday. পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) আন্তর্জাতিক বন্ড ইস্যুর মাধ্যমে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রনালয় ও বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। ২০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডে তিন দিনব্যাপী অর্থনীতি বিষয়ক রোড শো’র প্রথম দিন এ তথ্য জানা যায়।
অধ্যাপক শিবলী রুবাইয়াতুল-উল-ইসলামের নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের শেয়ারবাজারে সুবাতাস বইছে। আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। একের পর এক রেকর্ড হচ্ছে এই বাজারে। সূচক ছাড়িয়েছে ৭ হাজার পয়েন্ট। তবে এরই মধ্যে সক্রিয় হয়েছে দুষ্ট চক্ররাও। এসব দুষ্ট চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এক্ষেত্রে কোম্পানিটর পরিচালকরাও জড়িত থাকে। কিন্তু কোম্পানির কাছে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে বলে সংবেদনশীল কোন তথ্য নেই। এমন সোজাসাপটা উত্তরে বিনিয়োগকারীরা সন্তুষ্ট নয়। কোম্পানিগুলোর এমন উদাসীনমুলক উত্তরের বিষয়টি নজরে এসেছে বিএসইসির। তাই এ বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
দেশে বিদেশী বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শিরোনামে সুইজারল্যান্ডে দুইদিন ব্যাপী ‘রোড শো’ সোমবার (২০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে।
প্রথম দিন সুইজারল্যান্ডের জুরিখে স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় (বাংলাদেশ সময়: দুপুর ১.৩০ টা) রোড শো এর কার্যক্রম শুরু হয়ে তা শেষ হবে দুপুর ১ টা (বাংলাদেশ সময়: বিকেল ৫ টা)। ২২ সেপ্টেম্বর রোড শো হবে জেনেভায়। The stock market's recent growth spurt slowed last week as the tension between the central bank and the stock market regulator over some policy issues has rattled investors.
পুঁজিবাজারের আলোচিত ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওটিসিতে থাকা ৭০টি কোম্পানির মধ্যে উৎপাদন চালু আছে এমন সাতটিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে স্থানান্তর করা হবে। এর সঙ্গে উৎপাদন বন্ধ থাকা ১৬টি কোম্পানিও যোগ হবে। ১৮ কোম্পানিকে পাঠানো হবে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি)। আর বাকি ২৯টি কোম্পানি বিএসইসি এক্সিট পরিকল্পনা অনুসারে বাজার থেকে বেরিয়ে যাবে। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।
বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘ব্যাংক কোম্পানি আইনের সঙ্গে পুঁজিবাজার তহবিলের কোনো সম্পর্ক নেই। তারা দুটি ভিন্ন বিষয়কে এক করে এলোমেলো করে ফেলেছে। একটি হলো আমানত, একটি হলো লভ্যাংশ।’
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড ও বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডকে এক বছরের মধ্যে ফ্রি ফ্লোট শেয়ার ১০ শতাংশে উন্নীত করার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর পরিপ্রেক্ষিতে কমিশনের কাছে শেয়ার ছাড়ার বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির প্রস্তাব অনুসারে তারা তিন বছরের মধ্যে ৪ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার ছাড়তে চায়। বাকি ৫ শতাংশ শেয়ার পরবর্তী সময়ে ছাড়ার প্রস্তাব দিয়েছে কোম্পানিটি।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থসংরক্ষণ করে শেয়ারবাজারে আরো শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ার অফ-লোড থেকে প্রাপ্ত অর্থ নতুন শিল্পে বিনিয়োগের পরিকল্পনা করছেন কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকগণ। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে বৈঠক করেছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তই সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে বাংলাদেশ ব্যাংকেরও নির্দিষ্ট আইন-কানুন রয়েছে। বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ডিভিডেন্ডের বিষয়গুলো ফয়সালা করবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ২৫তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৩১তম সভায় তিনি এসব কথা বলেন। আগামি অক্টোবরের শেষের দিকে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রোড শো’তে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর ফজলে কবির। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর মহোদয় যুক্তরাজ্যের রোড শোতে অংশগ্রহণ করবেন বলে সোমবার (১৩ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন। এর আগে তাকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অংশগ্রহণের জন্য দাওয়াত দিয়েছিলেন। চলতি বছরের জুনে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের চার কোম্পানি মুন্নু ফ্যাব্রিকস লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ও তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডকে স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে ফিরিয়ে আনা হয়। মূল মার্কেটে আসার পর থেকেই লাগামহীনভাবে এ চার শেয়ারের দর বাড়ছে। কোম্পানিগুলোর এ অস্বাভাবিক শেয়ারদর বাড়ার কারণ খতিয়ে দেখতে এবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে। এ সময়ে শেয়ারদর বেড়েছে অধিকাংশ কোম্পানির। শেয়ারদর বাড়ার কারণে কোম্পানিগুলোর বাজার মূলধনও বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মোট বাজার মূলধন বেড়েছে ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে বাজার মূলধনে শীর্ষ ১০ কোম্পানির অবদান ছিল ১৩ হাজার কোটি টাকা।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |