midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে। এ সময়ে শেয়ারদর বেড়েছে অধিকাংশ কোম্পানির। শেয়ারদর বাড়ার কারণে কোম্পানিগুলোর বাজার মূলধনও বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মোট বাজার মূলধন বেড়েছে ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে বাজার মূলধনে শীর্ষ ১০ কোম্পানির অবদান ছিল ১৩ হাজার কোটি টাকা। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে গ্রামীণফোনের বাজার মূলধন ছিল ৪৮ হাজার ৯২১ কোটি ৪০ লাখ টাকা, যা সপ্তাহজুড়ে লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫২ হাজার ১৮৯ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ২৬৭ কোটি টাকা। কোম্পানিটি মোট বাজার মূলধনের প্রায় ১০ শতাংশ দখল করে রয়েছে। এদিকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ছিল ৪২ হাজার ৫১৯ কোটি টাকা, যা সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৪৫ কোটি টাকায়। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৩২৬ কোটি টাকা। কোম্পানিটির দখলে রয়েছে মোট বাজার মূলধনের ৮ শতাংশ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) বাজার মূলধন ৩১ হাজার ৫৯৫ কোটি টাকা থেকে বেড়ে গত সপ্তাহ শেষে ৩৫ হাজার ৫৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৯৭৯ কোটি টাকা। মোট বাজার মূলধনের প্রায় ৭ শতাংশই বিএটিবিসির।
এছাড়া রবি আজিয়াটার ১০৪ কোটি টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১ হাজার ৬৫৭ কোটি টাকা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৭৫৯ কোটি টাকা, রেনাটার ৩১৪ কোটি টাকা, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৭২৫ কোটি টাকা, বেক্সিমকো লিমিটেডের ১১৪ কোটি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৭৯৮ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে। এর মধ্যে রবি ও স্কয়ার ফার্মা ৪ শতাংশ করে, ইউনাইটেড পাওয়ার ৩ শতাংশ, রেনাটা প্রায় ৩ শতাংশ, আইসিবি ২ শতাংশ এবং বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মার দখলে রয়েছে বাজার মূলধনের প্রায় ২ শতাংশ। Source: bonikbarta
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |