midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
কার্যক্রম সম্প্রসারণের জন্য বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে (পলওয়েল)প্রাইভেট কোম্পানি করে পুঁজিবাজারে তালিকাভুক্তির পরামর্শ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ও পলওয়েলের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ।
আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে পলওয়েলের ২০১৯-২০ অর্থ বছরের ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
0 Comments
At least 12 banks have violated Bangladesh Bank’s rules in terms of investing in the country’s capital market from their respective special funds formed for stock market investments.
A central bank primary scrutiny on the banks’ investments in the stocks also revealed that the banks had invested at least Tk 80 crore in several scrips, including BEXIMCO and some newly listed companies, in violation of BB rules, sources said. Based on the findings, the BB has already started inspection of six banks to get further details of the banks’ investments in the capital market and their transaction pattern. The commission wants to identify the reasons behind why the second-largest telecom operator of the country failed to do better Share market regulator Bangladesh Securities and Exchange Commission (BSEC) has decided to review financial statements and other documents of the Robi Axiata following a poor financial performance, while its competitors fared well.
দীর্ঘদিন ধরে চলা পুঁজিবাজারের ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) আবেদনের কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে অনুমোদন পাওয়া প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন থেকেই এটি বাতিল হচ্ছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, গত ১০ বছর ধরে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ২০ শতাংশ কোটা সুবিধা ভোগ করে আসছেন। প্রতিবছরই অর্থমন্ত্রনালয় থেকে আইপিওতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোটা রাখার মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে সময় বাড়ানোর জন্য সব সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পক্ষ থেকে আবেদন করা হতো। কিন্তু এ বছর ক্ষতিগ্রস্তদের আইপিও কোটার মেয়াদ শেষ হলেও সময় বাড়ানোর জন্য আবেদন করেনি বিএসইসি। ফলে আইপিও থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আলাদা করে ক্ষতিগ্রস্ত কোটার ব্যবস্থা রাখা হচ্ছে না। According to its website, Synesis IT is reputed for providing large scale government to government, government to citizen, government to business e-governance solutions, advanced enterprise scale software solutions in mobile and, web and cross platform, call center services and mobile health Synesis IT Ltd — a multi-dimensional IT business' company – is eager to raise Tk30 crore through an initial public offering (IPO) from the stock market by floating its share at the face value at Tk10.
On 22 August, at its head office, the company signed a memorandum of understanding with AAA Finance and Investment Limited to enter the capital market. বিজনেস আওয়ার প্রতিবেদক : সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহের প্রথম ধাপেই বড় ধাক্কা খেল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)। কোম্পানিটির ৩ হাজার কোটি টাকার বন্ডের প্রথম ধাপে ৭৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সংগ্রহ করতে গিয়ে এই ধাক্কা খেয়েছে। যেখানে চাহিদার মাত্র ৭ শতাংশ আবেদন করেছেন বিনিয়োগকারীরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। পুঁজিবাজার স্থিতিশীলতা ফান্ডের প্রথম বোর্ড অব গভর্নরস গঠন করা হয়েছে। সাবেক মূখ্য সচিব নজিবুর রহমান ১০ সদস্য বিশিষ্ট এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ রোববার (২২ আগস্ট) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ইকোনোমিক জোন অর্থরিটির (বেজা) সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমান কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নয়নশীল ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পুঁজিবাজার অন্যতম ভিত্তি বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম।
সূচক ও লেনদেনে নতুন রেকর্ড গড়েছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রায় তিন হাজার কোটি টাকা হয়েছে লেনদেনও। গতকাল পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র, আর্থিক ও ব্যাংক খাত। এই তিন খাতে ১ হাজার ২৯৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান।
অন্যদিকে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, দেশের পুঁজিবাজার এখন অতীতের সব-সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।
আজ রোববার (১৫, আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সে হিসাবে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকরা প্রায় ৫১০ কোটি টাকা এবং অন্য বিনিয়োগকারীরা ৭ কোটি টাকার লভ্যাংশ পাবেন।
ডিএসইতে গতকাল লেনদেন শুরু হয়েছিল সূচকের বড় পতনে। দিন শেষে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন ঢাকার বাজারে। শেয়ারবাজারের রেকর্ড বইয়ে ২০১০ আউট, ২০২১ ইন। এত দিন শেয়ারবাজারের বেশির ভাগ নির্দেশক সূচকের রেকর্ড ছিল ২০১০ সালের। কিন্তু এখন সিংহভাগ রেকর্ড থেকে ২০১০ সালটি মুছে গিয়ে জায়গা করে নিয়েছে ২০২১ সালটি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক, লেনদেন, বাজার মূলধনসহ ৮টি নির্দেশক সূচকের মধ্যে ৬টিতেই গতকাল সোমবার রেকর্ড হয়েছে। এ ৮টি নির্দেশক সূচকের বেশির ভাগই ২০১০ সালে রেকর্ড উচ্চতায় ছিল। কিন্তু চলতি বছর বাজারের টানা উত্থানে এসব সূচকের রেকর্ডের খাতায় ২০২১ সাল যুক্ত হয়।
এ বছরের জুলাইয়ের মধ্যে অদাবীকৃত বা অবণ্টিত কিংবা অনিষ্পত্তিকৃত নগদ লভ্যাংশ কিংবা বিনিয়োগকারীকে ফেরত দেয়া হয়নি এমন সাবস্ক্রিপশনের অর্থ কিংবা এ ধরনের অন্যান্য অর্থ পুঞ্জীভূত সুদসমেত পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) পক্ষ থেকে এ অর্থ স্থানান্তরের জন্য তিন মাসের সময় চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কমিশন অর্থ স্থানান্তরে আরো এক মাস সময় বাড়িয়েছে। ফলে এ মাসের মধ্যেই কোম্পানিগুলোকে এ অর্থ স্থানান্তর করতে হবে।
Dhaka stocks soared on Monday, extending the record-breaking rally as investors, encouraged by the recent surge, continued buying shares amid economy reopening hopes.
DSEX, the key index of the Dhaka Stock Exchange, gained 0.87 per cent, or 56.31 points, to close at an all-time high at 6,481.56 points on Monday. প্রণোদনা ঋণের অর্থ পুঁজিবাজারে গেছে কিনা, তা যাচাই করে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরের বৈঠকে জবাব দেবেন বলে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল সে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় জবাবের বিষয়টি সাংবাদিকরা মন্ত্রীকে মনে করিয়ে দেন। তখন তিনি বলেন, প্রণোদনার টাকা পুঁজিবাজারে গেছে কিনা, তা আমি জানতে পারিনি। আমি তো এ-ও বলেছিলাম, আপনারা এ ব্যাপারে কিছু জেনে থাকলে আমাকে জানাবেন। তবে অপ্রদর্শিত অর্থ এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) একটি অংশ পুঁজিবাজারে গেছে বলে এ সময় তিনি নিশ্চিত করেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পুঁজিবাজারকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিদেশী বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে জনপ্রিয় গণমাধ্যম ব্লুমবার্গে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে প্রচার-প্রচারণা চালাতে চায় কমিশন। এজন্য সম্প্রতি আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করেছে বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সোমবার ইতিহাসের সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। আজ সূচকটি ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও ২ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি বন্ড ইস্যু করার মাধ্যমে ৬০০ কোটি টাকা সংগ্রহ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |