midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ইকোনোমিক জোন অর্থরিটির (বেজা) সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চুক্তি অনুযায়ী ইফাদ অটোস মিরসরায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০ বছরের জন্য ভাড়া ভিত্তিতে ৩০ একর জমি লিজ নিবে। প্রতি বছর কোম্পানিটিকে ৩ লাখ ৩ হাজার ৫১৪ মার্কিন ডলার ভাড়া দিতে হবে।
কোম্পানিটি আরও জানায়, ইফাদ অটোস বেজাকে ইতিমধ্যে ৫ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ১১৪ টাকা পরিশোধ করেছে। যা ৬ লাখ ৭ হাজার ২৯ মার্কিন ডলারের সমান। কোম্পানিটি আগামী ২ বছরের জন্য সিকিউরিটি ডিপোজিট হিসাবে এই টাকা পরিশোধ করেছে। Source: arthosuchak
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2023
Categories |