midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
টানা ৫ কর্মদিবস দরপতনের পর বুধবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১০টা ৪২ মিনিটে ডিএসইতে ১১৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
0 Comments
বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন সরকারি বড় প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। তারা আমাদের বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো খাতেও সম্পৃক্ত হতে চায়। তবে স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ রয়েছে তাদের। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মেলন কক্ষে দুবাইয়ের রোড শো-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন আগামী সোমবার, ২২ ফেব্রুয়ারি জমা নেওয়া শুরু হবে। এটি রোববার, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। লুব্রিকেন্ট কোম্পানি ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও লটারি আগামী ২৩ ফেব্রুয়ারি,মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ, একটি উল্লেখযোগ্য যুবক শ্রেণী, রাজনৈতিক স্থিতিশীলতা, শক্ত আর্থিক অবস্থাসহ নানা ইতিবাচক দিক রয়েছে। এসবের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশে এখন খুব সহজে বিনিয়োগ করা যায়। একইভাবে বিনিয়োগ ফেরতও পাওয়া যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় না। গতকাল সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইউসিবি স্টক ব্রোকারেজ আয়োজিত রোড শোর তৃতীয় দিনের এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রবাসী বাংলাদেশী ও বিদেশী বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |