midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
আমাদের বর্তমান সরকার খুবই ব্যবসা বান্ধব। বিভিন্ন ধরনের হয়রানি, যোগাযোগের ঘাটতি ও বাজে সেবার জন্য একসময় পুঁজিবাজারে মানুষ আসতো না। আমরা পুঁজিবাজারে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি। ফলে পুঁজিবাজারের মজা ফিরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
0 Comments
দেশের স্বনামধন্য ৭০টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে এ বৈঠকে হবে। শেয়ারবাজারে এসব কোম্পানির আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও এর সমাধান সম্পর্কে বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক ছাড়াও ডিএসইর পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন দেশে রোড শো প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রোড শোর আউটকাম তো আছেই। আমি বিশ্বাস করি এর একটি কার্যকারিতা আছে।
তিনি বলেন, আগে সারাবিশ্বের মানুষের যে ধারণা ছিল, সেটি আর থাকবে না। এখন বিশ্বের মানুষ মনে করে, বাংলাদেশের যে অগ্রগতি ও অর্জন রয়েছে, তা বিস্ময়ের। তবে এটি বিস্ময়ের বিষয় নয়, বাস্তব। আমি মনে করি আমরা ঠিক জায়গায় আছি। Twenty banks have subscribed to more than 74% of the private placement amount of Tk2,250 crore of the Beximco Green-Sukuk Al Istisna – the first-ever asset-backed security by a private sector entity in Bangladesh, according to the Dhaka Stock Exchange (DSE).
The investments have come from 14-15 December. The rest of the amount has come from brokerage firms, insurance companies, asset management companies, and other corporates. দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসইসিতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার, কোম্পানি সচিব আসাদুর রহমান, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুকসহ তিন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল। বৈঠকে দেশের বন্ড মার্কেটের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
The international financial organisation expressed its satisfaction at a meeting of the BSEC on Sunday The International Monetary Fund (IMF) is satisfied with the performance of the country's stock market, said Bangladesh Securities and Exchange Commission (BSEC) Commissioner Prof Dr Sheikh Samsuddin Ahmed.
The international financial organisation expressed its satisfaction at a meeting of the BSEC on Sunday where a six-member delegation including IMF Asia-Pacific Resident Representative Jayandu Dey and Division Chief Rahul Anand took part. As per the listing regulation of the Dhaka stock exchange, a company needs to have a minimum paid-up capital of Tk30 crore Bangladesh Securities and Exchange Commission (BSEC) has asked 64 companies for plans on how they would comply with the minimum paid-up capital criteria to remain on the main board of the bourses.
The commission issued letters to the companies in this regard last week. As per the listing regulation of the Dhaka stock exchange, a company needs to have a minimum paid-up capital of Tk30 crore. ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংককে নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেয়ারবাজারে বিদ্যমান বিনিয়োগসীমা নিয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে এই বৈঠক হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য ২৫ কোম্পানিকে এক মাস সময় দিয়ে চিঠি দিয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) কোম্পানি ২৫টির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। পুঁজিবাজার ইস্যুতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও অর্থ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ এক বৈঠকে বসতে যাচ্ছে। বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নভেম্বর মাসে শেয়ারবাজারের প্রতি আকৃষ্ট হয়ে নতুন করে ৯ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে বিনিয়োগকারীরা। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অক্টোবর মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ১০ হাজার ৫০০টি। আর নভেম্বর মাসের শেষ দিন বিও হিসাব ২০ লাখ ১৯ হাজার ৭৮৩টিতে দাঁড়ায়। অর্থাৎ নভেম্বর মাসে ৯ হাজার ২৮৩টি বিও হিসাব বেড়েছে। নভেম্বর মাসে পুরুষদের বিও হিসাব ৭ হাজার ২৬টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫৪টিতে। অক্টোবর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৪ লাখ ৯৩ হাজার ৮২৮টিতে। আর নভেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দুই হাজার ১৪৩টি বেড়ে পাঁচ লাখ তিন হাজার ৬৯৬টিতে দাঁড়িয়েছে। অক্টোবর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল পাঁচ লাখ এক হাজার ৫৫৩টিতে। সরকারপ্রধানের সঙ্গে আলোচনার ফলাফল কী- এমন প্রশ্নে তিনি নিউজবাংলাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একান্তে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত কী হয়েছে, সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে আমার বলা উচিত হবে না।’ বৈঠকের বিষয়ে বিনিয়োগকারীদের জন্য কী বার্তা থাকবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘সুপার হয়েছে। এক্সিলেন্টও।’ যে আলোচনা হয়েছে, তা পুঁজিবাজারে কেমন প্রভাব ফেলবে- এই প্রশ্নে তিনি বলেন, ‘অনেক ভালো হবে। সব আলোচনায় হয়েছে পুঁজিবাজার নিয়ে।’
বিজনেস আওয়ার প্রতিবেদক : বিনিয়োগ সীমায় ব্যাংক ও লিজিং কোম্পানির বন্ডের বিনিয়োগকে অন্তর্ভূক্ত করবে না বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসকে (ক্রয় মূল্য) বিবেচনায় নিয়ে বিনিয়োগ সীমা গণনা করা হবে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন। সাক্ষাতকালে তিনি দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। পাশাপাশি বাজারের উন্নয়নে বিএসইসির নেওয়া নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গাইডলাইন চাইবেন তিনি।
নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |