midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজার ইস্যুতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও অর্থ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ এক বৈঠকে বসতে যাচ্ছে। বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়ে গত ২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীর সঙ্গে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাবগুলোর যথাযথ বাস্তবায়নকাজ সমন্বয় ও তদারকির জন্য অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে এর আগে অংশীজনদের সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেগুলোর বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা করা হবে।
এর আগে পুঁজিবাজার ইস্যুতে গত ৩০ নভেম্বর বিএসইসির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে বন্ডে বিনিয়োগসীমা, আইসিবির একক গ্রাহক ঋণসীমা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নগদ লভ্যাংশ, করপোরেট গভর্ন্যান্স কোড ও পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে লভ্যাংশ স্থানান্তর-সংক্রান্ত বেশকিছু বিষয়ে দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছিল। তাছাড়া বাজার স্থিতিশীলতার স্বার্থে দুই সংস্থার মধ্যে আরো কার্যকর সমন্বয় ও যোগাযোগ এবং পুঁজিবাজার সংক্রান্ত কোনো নির্দেশনা, মন্তব্য বা সিদ্ধান্ত নেয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক বিএসইসির সঙ্গে আলোচনা করবে বলেও মতৈক্য হয়েছে বলে জানিয়েছিল কমিশন। তবে বিএসইসির এ ব্রিফিংয়ের বিষয়বস্তু নিয়ে কিছুটা ভিন্নমত পোষণ করে পরদিন নিজেদের অবস্থান স্পষ্ট করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিএসইসির সঙ্গে বেশকিছু বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। Source : bonikbarta
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |