midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর’২০১৭) সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৮ কোম্পানি। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়।
দেশবন্ধু পলিমার: কোম্পানিটির সর্বশেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২০১৭) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ০.৩৮ টাকা। আর শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস ০.২২ টাকা। এর আগের বছর ছিল ০.২২ টাকা। এদিকে, অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১.৬১ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৮ টাকা (নেগেটিভ)। ইস্টার্ন কেবলস: কোম্পানিটির সর্বশেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২০১৭) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৪ টাকা। আর শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস ০.০২ টাকা। এর আগের বছর ছিল ০.০২ টাকা। এদিকে, অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩০.৬৭ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৭.৩৮ টাকা (মাইনাস)।
0 Comments
বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড আইডিএলসি গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। আর বাকি ৪০ কোটি রাখা হয়েছে বিনিয়োগকারীদের জন্য। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মুল্য ১০ টাকা। এই ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আর সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ফান্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কাষ্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর’২০১৭) সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫ কোম্পানি। আজ সোমবার প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন Read More.
১৫ জানুয়ারি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদাগ্রহণ সম্পন্ন করেছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। এ কোম্পানির আইপিওতে ৩৭ গুণের বেশি চাঁদা জমা পড়েছে বলে জানা গেছে। আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের জন্য আগামী ১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইপিওর লটারি ড্র করবে বস্ত্র খাতের কোম্পানিটি।
বিএসইসি জানায়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ২০ পয়সায়। গত পাঁচ বছরে শেয়ারপ্রতি গড় আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪২ পয়সা। প্রসপেক্টাস পর্যালোচনায় দেখা যায়, পাঁচ বছরের ব্যবধানে কুইন সাউথ টেক্সটাইলের বিক্রি ও মুনাফা বেড়েছে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের ১ জুলাই থেকে সে বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির বিক্রি ছিল ১৬৭ কোটি টাকা। গ্রস মুনাফা ১৬ কোটি ৫০ লাখ এবং করপরবর্তী মুনাফা ৬ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৯৮২ টাকা। কোম্পানি সূত্রে জানা গেছে, কুইন সাউথ টেক্সটাইল ২০০৩ সালে যাত্রা করে। কোম্পানিটি সোয়েটার, নিটিং ও ওয়েভিং ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন ধরনের রঙিন সুতা তৈরি করে। তাদের কারখানা ঢাকা ইপিজেডে। মোট কর্মী সংখ্যা ৮৫৪। কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। বর্তমানে তাদের পরিশোধিত মূলধন ৮৫ কোটি ১৫ লাখ টাকা। আইপিওর পর তাদের পরিশোধিত মূলধন দাঁড়াচ্ছে ১০০ কোটি ১৫ লাখ টাকা। নতুন মূদ্রানীতিতে মেয়াদী ঋণ বা অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের চেয়ে পুঁজিবাজারকে প্রাধান্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় বলছে, দীর্ঘ মেয়াদী ঋণ এখন ব্যাংক থেকে না নিয়ে পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে হবে। কারণ এটা ব্যাংক ঋণের চেয়ে ইতিবাচক।
আজ সোমবার দুপুরে চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়। এখানে কর্পোরেট গ্রাহকদের মেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংক নির্ভরতা কমিয়ে আনার কথা বলেছেন গভর্নর ফজলে কবির। এসময় তিনি মূলধনী বাজার থেকে বন্ড ইস্যু করার মাধ্যমে পুঁজি উত্তোলনের কথাও বলেন। গভর্নর ফজলে কবির বলেন, ব্যাংকের ঋণ-আমানত অনুপাত বা এডিআর যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তবে এই অনুপাত কমিয়ে আনার ক্ষেত্রে আগামী জুন মাস পর্যন্ত ব্যাংকগুলোকে সময় দেওয়া হবে।
আজ সোমবার দুপুরে চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তবে কোন ধরনের ব্যাংকে এডিআর হার কত হবে তা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান গভর্নর। গর্ভনর ফজলে কবির বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়িয়ে ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার আড়াইটায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করেন।
ঘোষণাপত্রে তিনি বলেন, “অভ্যন্তরীণ ঋণ যোগানের বেসরকারি খাতের অংশের প্রবৃদ্ধি আগেকার ১৬ দশমিক ৩ শতাংশ মাত্রার চেয়ে উচ্চতর ১৬ দশমিক ৮ শতাংশে প্রক্ষেপিত হয়েছে।” ‘সরকারি অর্থায়নে ব্যাংক ঋণের ব্যবহার কমে যাওয়ায়’ বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ বাড়ানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন ফজলে কবির। চলতি অর্থবছরের প্রথমার্র্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ বিতরণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ২ শতাংশ ধরা হয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসেবে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৯ শতাংশে উঠেছে। অন্যদিকে নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণ প্রবাহের লক্ষ্যমাত্র আগের মতোই ১৫ দশমিক ৮ শতাংশে স্থির রাখা হয়েছে। শেয়ারনিউজ24 দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) “বেষ্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬” পেয়েছে ২৭টি কোম্পানি। এরমধ্যে ২৬টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।
রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার ১১ক্যাটাগরিতে ২৭ কোম্পানিকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আইসিএমএবি’র বেষ্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বেসরকারী বানিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম হয়েছে ব্র্যাক ব্যাংক। এরপর দ্বিতীয় হয়েছে ইস্টার্ন ব্যাংক ও তৃতীয় হয়েছে দি সিটি ব্যাংক। বেসরকারী বানিজ্যিক ব্যাংক ( ইসলামী শরিয়াহ ভিত্তিক)ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইসালামী ব্যাংক। এরপর দ্বিতীয় অবস্থানে আল-আরাফাহ্ ব্যাংক ও তৃতীয় হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। অপরদিক জাতীয় বানিজ্যিক ব্যাংকক্যাটাগরিতে পেয়েছে জনতা ব্যাংক। বিস্তারিত পড়ুন- চলতি অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৯ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির ২০১৭-১৮ অর্থবছরের শেষ অর্ধাংশের মুদ্রানীতি তুলে ধরবেন। ওইদিন দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ৫ম তলার জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৭-১৮অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০১৮) জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা করা হবে। মূল্যস্ম্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে বেসরকারি খাতে ঋণ যোগানে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর নতুন মুদ্রানীতি বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রাক্কলনের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসছে না বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক , ১টির ট্রাস্টি সভা এবং ১ কোম্পানি লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত্ত পড়ুন - লংকাবাংলা আল-আরাফাহ শরিয়াহ ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন শুরু হবে আজ। সাধারণ বিনিয়োগকারীরা তাদের জন্য বরাদ্দকৃত ২৪ কোটি টাকার ইউনিট কিনতে পারবেন।
সম্পদ ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, বেমেয়াদি মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ হিসেবে এসেছে ১০ কোটি টাকা। প্রাইভেট প্লেসমেন্টধারীরা কিনেছেন ১৬ কোটি টাকার ইউনিট। ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা ন্যূনতম ৫০০ ইউনিট ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সর্বনিম্ন ৫ হাজার ইউনিট কেনার আবেদন করতে পারবেন। মিউচুয়াল ফান্ডসহ বিভিন্ন সামষ্টিক বিনিয়োগ স্কিমও এ ফান্ডের ইউনিট কিনতে পারবে। প্রসপেক্টাস থেকে জানা গেছে, পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫১ প্রতিষ্ঠান। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব কোম্পানির বোর্ড সভা সংক্রান্ত খবর প্রকাশ করা হয়।
জানা যায়, এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ৩০ জানুয়ারি, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত (দ্বিতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। বিএসআরএম স্টিলের বোর্ড সভা ২৯ জানুয়ারি, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত (দ্বিতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্শিয়াল (এনসিসি) ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড নামে ৭ বছর মেয়াদী এ বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের এ নিয়ন্ত্রক সংস্থা।বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ৪০০ কোটি টাকার নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে, যার শেয়াদ হচ্ছে ৭ বছর। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে- নন কনভারটেবল, নন-লিস্টেড,সম্পূর্ণ অবসায়নযোগ্য, সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে, শুধুমাত্র ব্যাংক,স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট বডি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান,মিউচ্যুয়াল ফান্ড এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা কিনতে পারবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার টু ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে (আইডিআই) দক্ষিণ এশিয়ার বড় দেশ ভারতের চেয়ে ২৮ ধাপ এবং পাকিস্তানের চেয়ে ১৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম-ডব্লিউইএফের ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেস্ক’-আইডিআই ২০১৮ র্যাংকিংয়ে এ চিত্র উঠে এসেছে।
বিশ্বের ১০৩ দেশের বার্ষিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিচার করে সোমবার সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ডাভোসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউইএফ। অর্থনীতির তিনটি মানদণ্ড – ‘প্রবৃদ্ধি ও উন্নয়ন’, ‘অন্তর্ভুক্তিকরণ’ এবং ‘আন্তঃপ্রজন্ম সমতা, প্রাকৃতিক ও আর্থিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা’র ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৯ কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে । কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অংশ হিসাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির নিলামের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
জানা যায়, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে।আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, ডাইং ও ওয়াশিং প্লান্টের জন্য যন্ত্রপাতি কিনবে। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৫২ পয়সা। আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৫ টাকা ৮৩ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ২৫ টাকা ৯৬ পয়সা। উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিডে। আর রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। অর্থসূচক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয় লেনদেন। এদিন শুরুতে ক্রয় চাপ কিছুটা কম থাকলেও ২০ মিনিট পর তা অনেকটা বৃদ্ধি পায়। আর এতে ভূমিকা রাখে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, লাফার্জ সুরমা সিমেন্ট, রেনেটা ও স্কয়ার ফার্মা, বাটা সু এবং আর্থিক খাত। এরই ধারাবাহিকতায় সোমবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও দীর্ঘদিন পর লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে ভালো মানের প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন সাধারণ বিনিয়োগকারীরা। আজ মৌলভিত্তিসম্পন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের কারণেই বাজার চাঙ্গা হয়েছে। আর বিনিয়োগকারীরা ভালো মানের প্রতিষ্ঠানের প্রতি আগহী হয়ে ওঠায় তুলনামূলক দুর্বল কোম্পানির শেয়ারের চাহিদা কমেছে। তবে গত কয়েকদিন উত্থান-পতন থাকলেও বাজার এখন ইতিবাচক ধারায়। আর গত বছরের ন্যায় বিনিয়োগকারীদের ভবিষ্যতে আরও ভালো মুনাফা করার সম্ভাবনা রয়েছে। কারণ গতকালের ন্যায় আজও অনেক কোম্পানি অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশের তথ্য জানিয়েছে। পাশাপাশি ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোও ভালো লভ্যাংশ ঘোষণা করবে এমনটাই আশা করছেন বিনিয়োগকারীরা। কাজেই দীর্ঘ মন্দার পর অনেক কোম্পানির শেয়ারে বিনিয়োগ ঝুঁকিমুক্ত। তাই ভালো কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগেরও পরামর্শ দিয়েছেন তারা।
তারা আরও বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে । কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
![]() প্রযুক্তিপ্রেমী বিনিয়োগকারীদের মধ্যে অ্যাপভিত্তিক লেনদেনের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। সদ্যসমাপ্ত ২০১৭ সালে অ্যাপের মাধ্যমে লেনদেনকারী বিনিয়োগকারীর সংখ্যা তিন গুণ বাড়ার পাশাপাশি মোট লেনদেনে অ্যাপের ব্যবহার বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত বছরের ডিসেম্বরে মোট লেনদেনের প্রায় ১১ শতাংশ হয়েছে ডিএসই মোবাইলের মাধ্যমে। তবে স্মার্টফোনের জনপ্রিয়তা ও ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় কাঙ্ক্ষিতহারে অ্যাপের ব্যবহার বাড়েনি। এজন্য যথাযথ প্রচার-প্রচারণার অভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুসারে, ২০১৭ সালের জানুয়ারিতে মোবাইলে লেনদেনের অ্যাপ ‘ডিএসই মোবাইল’-এর নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮ হাজার ৯৮ জন। একই বছরের জুলাইয়ে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৯৯ জনে। আর সর্বশেষ গত বছরের ডিসেম্বরে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ২৬ জন। এক্ষেত্রে এক বছরে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে তিন গুণ। এদিকে মোবাইল অ্যাপ ব্যবহারীর সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মোট লেনদেনে অ্যাপের অবদানও বেড়েছে। লিস্টিং রেগুলেশন অনুযায়ী, কোনো প্রকার ডিভিডেন্ড না দিলে সে কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়। আর ‘জেড’ ক্যাটাগরি মানেই শেয়ার লেনদেনের নিষ্পত্তিতে সময় লাগে ১০ কার্যদিবস, থাকনে মার্জিন সুবিধা। তারওপর দুর্বল মৌলভিত্তির তকমাতো রয়েছেই। তবে এ বছর ‘জেড’ ক্যাটাগরির আওতায় থাকা ৭ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার ৪ কোম্পানি ইতিমধ্যে ‘জেড’ ক্যাটাগরি থেকে বেরিয়ে এসেছে। বাকি তিন কোম্পানি।ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জেড থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা কোম্পানিগুলো হলো- ম্যাকসন স্পিনিং মিলস, মেট্রো স্পিনিং মিলস এবং সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ। ডিভিডেন্ড ঘোষণা করার কারণে এগুলোও ‘জেড’ ক্যাটাগরি থেকে বেরিয়ে আসবে। বার্ষিক কর্মসূচির আওতায় ব্রড ইনডেক্স ডিএসইএক্স এবং অর্ধবার্ষিক গণনার আওতায় ব্লু-চিপ সূচক ডিএস ৩০ পুনর্বিন্যাস করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড। আগামী সপ্তাহের শুরু থেকেই তা কার্যকর হচ্ছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টক এক্সচেঞ্জটি জানায়, এসঅ্যান্ডপি ডাও জোনস ইনডিসেসের ডিজাইন ও নিজস্ব ইনডেক্স কমিটির তত্ত্বাবধায়নে করা পুনর্বিন্যাস প্রক্রিয়া শেষে ডিএসইএক্সে বর্তমানে কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩। শর্ত পূরণ করায় ১৯টি কোম্পানি ব্রড ইনডেক্সের উপাদান হিসেবে উঠে এসেছে। এগুলো হলো, ফরচুন সুজ, আমরা নেটওয়ার্কস, পদ্মা ইসলামী লাইফ, রেকিট বেনকিজার, নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপস, নিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সমতা লেদার, আইএসএন, জিল বাংলা সুগার, ইমাম বাটন, মেঘনা কনডেন্সড মিল্ক, শ্যামপুর সুগার, মুন্নু জুট স্ট্যাফলার্স ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন মন্দা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তার পরেও অব্যাহত ভাবে বাড়ছে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পতনের বাজারেই নতুন বিনিয়োগের সর্বোত্তম সময়। যার ধারাবাহকিতায় বাজারে নতুন বিও অ্যাকাউন্ট বাড়তে পারে। পাশাপাশি সম্প্রতিক সময়ে ৩টি আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। এছাড়াও বেশ কিছু কোম্পানি রয়েছে পাইপলাইনে। যার ধারাবাহিকতায় বাজারে বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ছে। জানা গেছে, জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা দাড়িয়েছে ২৭ লাখ ৪০ হাজার ৮২৪টিতে। যা ডিসেম্বরর শেষ দিন ছিল ২৭ লাখ ২১ হাজার ৫২৬টিতে। অর্থাৎ ১৫ দিনে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ২৯৮টি। ২৭ লাখ ৪০ হাজার ২৯৮টি বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ২০ লাখ ১ হাজার ৯৪২টি। যা ডিসেম্বর মাসের শেষ দিন ছিলো ১৯ লাখ ৮৮ হাজার ৪২৯টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৩ হাজার ৫১৩টি। চলতি মাসের ১৫ দিনে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ৫ হাজার ৭১৫টি বেড়ে দাড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৫৪টিতে। ডিসেম্বরের শেষ দিন নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ৭ লাখ ২১ হাজার ৩৩৯টি। আর শেষ ১৫ দিনে কোম্পানি অ্যাকাউন্ট ৭০টি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮২৮টিতে। ডিসেম্বরের শেষ দিন কোম্পানি অ্যাকাউন্টের সংখ্যা ছিলো ১১ হাজার ৭৫৮টিতে। এ সময়ে দেশে অবস্থানকারীরা ১৬ হাজার ৪০৬টি বিও অ্যাকাউন্ট করেছে। যার কারণে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৭০ হাজার ৭৮৫টিতে। ডিসেম্বরের শেষ দিন এ সংখ্যা ছিল ২৫ লাখ ৫৪ হাজার ৩৭৯টিতে। আর প্রবাসী বিনিয়োগকারীরা নতুন করে ২ হাজার ৮২২টি বিও অ্যাকাউন্ট করেছে চলতি মাসের ১৫ দিনে। এ সময়ে প্রবাসীদের বিও দাড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ২১১টিতে। যা ডিসেম্বরের শেষ দিন ছিল ১ লাখ ৫৫ হাজার ৩৮৯টিতে। শেয়ারনিউজ ![]() পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আবেদন সংগ্রহ করা কুইন সাউথ টেক্সটাইলের লটারির ড্র আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে গত ৭ জানুয়ারি কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছিল। আইপিও আবেদন প্রক্রিয়া ১৫ জানুয়ারি শেষ হয়। কোম্পানির ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, আইইবি মিলনায়তন, রমনা, ঢাকায় আইপিওর লটারির ড্র অনুষ্ঠিত হবে। জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১.৫০ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। উত্তোলিত এ টাকা দিয়ে কোম্পানিটি গুদাম ঘর নির্মাণ, মেশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে। ৩০ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.২০ টাকা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ ১৬ জানুয়ারি মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে এককভাবে ১০ টাকা ৪৯ পয়সা এবং সমন্বিতভাবে ১৩ টাকা ৮৭ পয়সা। এছাড়া, বিগত পাঁচ বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৪৩ পয়সা এবং এককভাবে ৬৭ পয়সা। আর ৩০ জুন ২০১৭ পর্যন্ত ইপিএস হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৩৬ পয়সা এবং এককভাবে ২৮ পয়সা। উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। অর্থসূচক ![]() শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের ৬২৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। কমিশন সূত্রে জানা গেছে, মিউচ্যুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ২ কোটি টাকা। বাকি ১৮ কোটি টাকা সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা ইউনিট বিক্রির মাধ্যমে তোলা হবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ও ব্যবস্থাপক শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট। আর ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |