midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন মন্দা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তার পরেও অব্যাহত ভাবে বাড়ছে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পতনের বাজারেই নতুন বিনিয়োগের সর্বোত্তম সময়। যার ধারাবাহকিতায় বাজারে নতুন বিও অ্যাকাউন্ট বাড়তে পারে। পাশাপাশি সম্প্রতিক সময়ে ৩টি আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। এছাড়াও বেশ কিছু কোম্পানি রয়েছে পাইপলাইনে। যার ধারাবাহিকতায় বাজারে বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ছে। জানা গেছে, জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা দাড়িয়েছে ২৭ লাখ ৪০ হাজার ৮২৪টিতে। যা ডিসেম্বরর শেষ দিন ছিল ২৭ লাখ ২১ হাজার ৫২৬টিতে। অর্থাৎ ১৫ দিনে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ২৯৮টি। ২৭ লাখ ৪০ হাজার ২৯৮টি বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ২০ লাখ ১ হাজার ৯৪২টি। যা ডিসেম্বর মাসের শেষ দিন ছিলো ১৯ লাখ ৮৮ হাজার ৪২৯টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৩ হাজার ৫১৩টি। চলতি মাসের ১৫ দিনে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ৫ হাজার ৭১৫টি বেড়ে দাড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৫৪টিতে। ডিসেম্বরের শেষ দিন নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ৭ লাখ ২১ হাজার ৩৩৯টি। আর শেষ ১৫ দিনে কোম্পানি অ্যাকাউন্ট ৭০টি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮২৮টিতে। ডিসেম্বরের শেষ দিন কোম্পানি অ্যাকাউন্টের সংখ্যা ছিলো ১১ হাজার ৭৫৮টিতে। এ সময়ে দেশে অবস্থানকারীরা ১৬ হাজার ৪০৬টি বিও অ্যাকাউন্ট করেছে। যার কারণে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৭০ হাজার ৭৮৫টিতে। ডিসেম্বরের শেষ দিন এ সংখ্যা ছিল ২৫ লাখ ৫৪ হাজার ৩৭৯টিতে। আর প্রবাসী বিনিয়োগকারীরা নতুন করে ২ হাজার ৮২২টি বিও অ্যাকাউন্ট করেছে চলতি মাসের ১৫ দিনে। এ সময়ে প্রবাসীদের বিও দাড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ২১১টিতে। যা ডিসেম্বরের শেষ দিন ছিল ১ লাখ ৫৫ হাজার ৩৮৯টিতে। শেয়ারনিউজ
1 Comment
Milad hosssin
18/1/2018 04:36:42 pm
Amar b.o akaunt ase deshe akon Ami Jodi bidhes teke kena beca kibabe korbo
Reply
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |