midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) মোট ২ হাজার ১০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সংস্থাটি ‘গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিট ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাসে অনুমোদন দিয়েছে। গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
0 Comments
The prime bourse recorded the lowest turnover on Thursday in more than two and a half years just the day after the regulator lifted the floor price restriction for 169 stocks.
If inflation is taken into account, the present stock market is even behind what it was back in 2013-2014 in terms of daily turnover, said Md. Ashequr Rahman, managing director at Midway Securities. দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ঢাকা (ও চিটাগাং) ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২১ ডিসেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।
পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ থাকা ব্যাংকগুলোর বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সময়সীমা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ব্যাংকগুলো অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য আরো এক বছর সময় পাবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গতকাল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা ষ্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) শেয়ার লেনদেন শীঘ্রই শুরু হচ্ছে। লেনদেন চালু করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএসই। তবে এটিবিতে ওটিসির কোন কোম্পানি শিগগিরই এটিবিতে শেয়ার লেনদেনে অংশ নিচ্ছে না। কয়েকটি প্রতিষ্ঠানের বন্ড ও শেয়ার নিয়ে আপাতত লেনদেন শুরু করতে চায় ডিএসই। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই এটিবিতে শেয়ার লেনদেন চালু করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২১৫টি সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২২) জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০৪ কোম্পানির শেয়ার মূল মার্কেটে লেনদেন হয়। বাকি ১১ কোম্পানি এসএমই মার্কেটে (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্ম) তালিকাভুক্ত। তবে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে মূল মার্কেটের চেয়ে এসএমই মার্কেট এগিয়ে রয়েছে। কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, মূল মার্কেটের ৫৬ শতাংশ কোম্পানি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশের বেশি লভ্যাংশ দেবে। অপরদিকে এসএমই মার্কেটের ৮১ শতাংশ কোম্পানি বিনিয়োগকারীদের ১০ শতাংশের বেশি লভ্যাংশ দিচ্ছে।
এক্সাক্টলি বলতে পারছি না। তবে ৩৮ হাজার শেয়ার রয়েছে, এর একটা অংশ মার্জিনে কেনা। লাখ দেড়েক মার্জিনে ছিল। এর মধ্যে আমি কিছু শোধ করেছিলাম। তাতে সব মিলিয়ে শেয়ার প্রতি ১০ থেকে ১৫ টাকা করে লসে আছি। শেয়ার বিক্রি করতেও পারছি না। এ থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা, আমার জানা নাই: মার্জিন ঋণ নিয়ে বিপাকে পড়া বিনিয়োগকারী
কোম্পানি টিকিয়ে রাখতে ভালো ব্যবস্থাপনা চালু করতে নৈতিকতায় জোর দিতে হবে- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বাংলাদেশের জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বর্তমানে প্রতি ডলার ১০২ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ ২ হাজার ৫৫০ কোটি টাকা।
শুক্রবার (২ ডিসেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশের পুঁজিবাজারের উজ্জ্বল ভবিষ্যৎ ও সম্ভাবনার কথা তুলে ধরে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করে এ উন্নয়নে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশের পুঁজিবাজার উত্তম জায়গা।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |