midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) অর্জনে সবার উপরে রয়েছে বাটা সু। কোম্পানিটির সর্বশেষ অর্থবছরে ইপিএস হয়েছে ৭২.৭৯ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় সর্বোচ্চ ইপিএস অর্জন করা কোম্পানিটি হচ্ছে রেকিট বেনকিজার। এ কোম্পানির ইপিএস হয়েছে ৭০.২২ টাকা। আর তৃতীয় অবস্থানে থাকা লিন্ডে বিডির ইপিএস হয়েছে ৬৫.৯৫ টাকা। শীর্ষ ২০ তালিকার অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ইপিএস হয়েছে ৫৫.৬২ টাকা। এছাড়া ম্যারিকো বাংলাদেশের ৫২.১৫ টাকা, রেনেটার ৩৮.৫৭ টাকা, বার্জার পেইন্টসের ৩৮.৫৫ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩৬.২৩ টাকা, পদ্মা অয়েলের ৩৪.১৮ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ৩৩.৩০ টাকা, গ্রামীণফোনের ২৬.০৪ টাকা, যমুনা অয়েলের ২৫.৪৫ টাকা, ন্যাশনাল টির ১৬.০৮ টাকা, ফার্মা এইডসের ১৫.০৭ টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৪.৬৯ টাকা, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ১৪.৪৮ টাকা, হাইডেলবার্গ সিমেন্টের ১৪.৩৩ টাকা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ১১.৭৭ টাকা, এসিআই লিমিটেডের ১০.৩৬ টাকা ও আরামিটের ১০.২০ টাকা ইপিএস হয়েছে। বিজনেস আওয়ার
0 Comments
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনকারী বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেড কনসেন্ট লেটার পেয়েছে। এবং চিঠি পাওয়ার পর কোম্পানিটি তাদের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, আজ সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এ চিঠি পায় কোম্পানিটি। তার পরেই কোম্পানিটি তাদের আইপিও আবেদন শুরুর তারিখ আগামী ২৫ আগস্ট নির্ধারণ করেছে। আবেদন চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, এরআগে বিএসইসির ৬৭৯তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। রিং সাইন টেক্সটাইল শেয়ারবাজারে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং পুনমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড। অর্থসূচক সম্প্রতি আইপিও প্রক্রিয়া সম্পন্নকারী কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী সপ্তাহে তালিকাভুক্ত হবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশেষ অনুমোদন সাপেক্ষ তা কার্যকর হতে যাচ্ছে।
সূত্র মতে, তালিকাভুক্তির সময় বাড়ানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছিল ডিএসই। ডিএসইর আবেদন করার ১ দিনের ব্যবধানেই এই সময় বাড়িয়ে ডিএসইকে চিঠি পাঠিয়েছে বিএসইসি। গত ২৩ জুলাই কপারটেক ইন্ডাস্ট্রিজকে তালিকাভুক্ত করার জন্য বিএসইতে চিঠি পাঠায় ডিএসই। এর আগে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানিটিকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে পর্ষদের কাছে পাঠালে গত ২২ জুলাই তাদের অনুষ্ঠিত পর্ষদ বৈঠকে তা অনুমোদন করা হয়। এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশেষ অনুমোদন সাপেক্ষ তা কার্যকর হবে। উল্লেখ্য, কপারটককে তালিকাভুক্ত করার এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে তালিকাভুক্তি আইনের সংশ্লিষ্ট একটি ধারা থেকে অব্যাহতি দিতে হবে। ডিএসইর তালিকাভুক্তি আইন তথা লিস্টিং রুলস এর ৫(৩) ধারা অনুসারে, একটি কোম্পানির আইপিও’র চাঁদা গ্রহণ শেষ হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিতে হয়। কপারটেকের ক্ষেত্রে এই সময় অনেকদিন আগেই পার হয়ে গেছে। তবে বিএসইসি চাইলে এই ধারাটি থেকে ডিএসইকে অব্যাহতি দিতে পারে। তাই ডিএসই আলোচিত ধারাটির অব্যাহতি তথা কপারটেককে তালিকাভুক্তির ক্ষেত্রে বাড়তি সময় দেওয়ার জন্য বিএসইসিকে অনুরোধ জানায়। অর্থসূচক শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা বেড়েছে ৯ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) সময়ে এই মুনাফা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৮৮ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৭ টাকা বা ৯ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৫২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১২ টাকা বা ৮ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৫৩ টাকায়। বিজনেস আওয়ার২৪ গত কয়েক মাসের পতনে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর তলানিতে নেমে এসেছে। বর্তমানে অসংখ্য কোম্পানির শেয়ার দর যোগ্যতার তুলনায় অনেক নিচে অবস্থান করছে। এ তালিকা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু চিপস কোম্পানিগুলোও বাদ যায়নি। কোম্পানিগুলোর শেয়ারের এমন পতন শেয়ারবাজারকে অবমূল্যায়িত অবস্থানে নিয়ে গেছে। এর মাধ্যমে বিনিয়োগের জন্য অনেক সুযোগ তৈরী হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
দেখা গেছে, চলতি বছরের ২৪ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫৯৫০ পয়েন্ট। যা ২৩ জুলাই কমে দাড়িঁয়েছে ৫০৭৮ পয়েন্টে। অর্থাৎ ৬ মাসে সূচক কমেছে ৮৭২ পয়েন্ট বা ১৪.৬৫ শতাংশ। এই পতনের ফলে সূচকটি বিগত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। একইসঙ্গে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দর তলানিতে নেমে এসেছে। শেয়ারবাজারে মৌলভিত্তি কোম্পানি আলাদাভাবে চিহ্নিত করার জন্য ডিএসই-৩০ নামে সূচক রয়েছে। ডিএসই-৩০ সূচকটি বিভিন্ন বিবেচনায় বাজারের সেরা ৩০টি প্রতিষ্ঠান নিয়ে গঠন করা হয়। তবে শেয়ারবাজারের চলমান অস্থিরতায় গত ৬ মাসে ব্লু চিপস কোম্পানিও পতন থেকে রেহাই পায়নি। ৩০টি ব্লু চিপস কোম্পানির মধ্যে ২৯টি বা ৯৬.৬৭ শতাংশ কোম্পানির দর কমেছে। এরমধ্যে সবচেয়ে বেশি দর কমেছে লংকাবাংলা ফাইন্যান্সের। বিএসইসির সাবেক চেয়ারম্যান এবি মির্জা আজিজুল ইসলাম বিজনেস আওয়ারকে বলেন, এখন শেয়ারবাজার অবমূল্যায়িত। ফলে এখন বিনিয়োগের অনেক সুযোগ আছে। কিন্তু আমাদের বিনিয়োগকারীরা সেদিকে কেনো এগোচ্ছে না, সেটা আমার কাছে পরিস্কার না। সমস্যা হচ্ছে বিনিয়োগকারীদের মানসিকতা। কয়েকজন বিক্রি শুরু করলেই অন্যরা বিক্রি শুরু করে। বিনিয়োগকারীদের এই মানসিকতার পরিবর্তন না হলে, চলমান পরিস্থিতি ঠেকানো বেশ মুশকিল। তাদের বিচার বিশ্লেষন করে বিনিয়োগ করা উচিত। বিজনেস আওয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮৯ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) সময়ে এই মুনাফা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৬৪ টাকা বা ৮৯ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.২৭ টাকা বা ৬৪ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৬৪ টাকায়। প্রান্তিক সংক্রান্ত আর্থিক প্রতিবেদন জানাতে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, স্যোসাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, আইডিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং রিপাবলিক লাইফ ইন্স্যুরেন্স। জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩০ জুলাই বিকাল ৪টায়, সেন্ট্রাল ইন্স্যুরেন্সেরর ২৭ জুলাই বিকাল ৩টায়, ফেডারেল ইন্স্যুরেন্সের ২৫ জুলাই বিকাল ৩টায়, স্যোসাল ইসলামী ব্যাংকের ২৪ জুলাই বিকাল ৩টায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ জুলাই বিকাল ৩টায়, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২৫ জুলাই বিকাল ৩টায়, রূপালী ইন্স্যুরেন্সের ২৫ জুলাই বিকাল ৩টায়, আইডিএলসির ২৫ জুলাই বিকালল ৪টায়, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫ জুলাই বিকাল ৩টায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৯ জুলাই বিকাল ২.৪৫টায় এবং রিপাবলিক লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ (জানুয়ারি-জুন) সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যবেক্ষণ করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। বিজনেস আওয়ার পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০১৯ ও ৩০ জুন, ২০১৯ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। হাইডেলবার্গ সিমেন্ট বোর্ড সভা ২৩ জুলাই, বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। রুপালী ব্যাংক বোর্ড সভা ২৩ জুলাই, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। উত্তরা ব্যাংক বোর্ড সভা ২৩ জুলাই, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ২২ জুলাই, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে বলে জানা গেছে। একই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৯ পর্যন্ত প্রথম এবং ৩০ জুন, ২০১৯ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে। এনসিসি ব্যাংক ফার্স্ট ফান্ডের ট্রাস্টি সভা ২৫ অক্টোবর, বিকেল সোয়া ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। এমবিএল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ অক্টোবর, বিকেল ৩টা ৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। এআইবিএল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ অক্টোবর, দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ অক্টোবর, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |