midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয় লেনদেন। এদিন শুরুতে ক্রয় চাপ কিছুটা কম থাকলেও ২০ মিনিট পর তা অনেকটা বৃদ্ধি পায়। আর এতে ভূমিকা রাখে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, লাফার্জ সুরমা সিমেন্ট, রেনেটা ও স্কয়ার ফার্মা, বাটা সু এবং আর্থিক খাত। এরই ধারাবাহিকতায় সোমবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও দীর্ঘদিন পর লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে ভালো মানের প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন সাধারণ বিনিয়োগকারীরা। আজ মৌলভিত্তিসম্পন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের কারণেই বাজার চাঙ্গা হয়েছে। আর বিনিয়োগকারীরা ভালো মানের প্রতিষ্ঠানের প্রতি আগহী হয়ে ওঠায় তুলনামূলক দুর্বল কোম্পানির শেয়ারের চাহিদা কমেছে। তবে গত কয়েকদিন উত্থান-পতন থাকলেও বাজার এখন ইতিবাচক ধারায়। আর গত বছরের ন্যায় বিনিয়োগকারীদের ভবিষ্যতে আরও ভালো মুনাফা করার সম্ভাবনা রয়েছে। কারণ গতকালের ন্যায় আজও অনেক কোম্পানি অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশের তথ্য জানিয়েছে। পাশাপাশি ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোও ভালো লভ্যাংশ ঘোষণা করবে এমনটাই আশা করছেন বিনিয়োগকারীরা। কাজেই দীর্ঘ মন্দার পর অনেক কোম্পানির শেয়ারে বিনিয়োগ ঝুঁকিমুক্ত। তাই ভালো কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগেরও পরামর্শ দিয়েছেন তারা। তারা আরও বলছেন, স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউজ টু ব্রোকারেজ হাউজ লেনদেন নিষ্পত্তির নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে ‘সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ড’ নামে তহবিল গঠন করতে ২০১৩ সালে পৃথক দুটি নীতিমালা করে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। এরপর প্রায় পাঁচ বছর অতিবাহিত হলেও ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ ফান্ড গঠন করতে পারেনি। আগামী ৩০ জুনের মধ্যে ফান্ডটি গঠনের সব কার্যাদি সম্পন্ন করে কমিশনকে অবহিত করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ব্রোকারেজ হাউজ টু ব্রোকারেজ হাউজ লেনদেন নিষ্পত্তির নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে ফান্ডটি গঠিত হলে তা পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে, আজকের বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪২৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৫০২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার টাকা। অথচ এর আগের কার্যদিবস অর্থাৎ রোববার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬১৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪১০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৬০ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৩৫ লাখ ১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ৭ লাখ ৪২ হাজার টাকা বা ৪৫.৯০ শতাংশ। অন্যদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার টাকা। বাজার সংশ্লিষ্ট-ব্যক্তিরা বলছেন, এডিআর রেশিও কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত করতে হলে ব্যাংক খাতে অতিরিক্ত অর্থ জোগাড় করতে ব্যাংকগুলো গ্রাহকদের দ্বারে দ্বারে যেতে হবে। আর তাতে আমানতের সুদের হার আকর্ষণীয় রাখতে হবে। এ বিষয়টি সামনে থাকলেও বেশ কিছুদিন ধরে আমানতের সুদের হার বাড়ানো হয়েছে। আর ব্যাংকের সুদের হার বাড়লে বাজার থেকে কিছু টাকা বহির্গমন হয়। আর এ সময় ব্যাংকগুলোও বাজারে বিনিয়োগ কম করে। তাছাড়া যদি ঋণ অনুপাতে অ্যাডভান্স ডিপোজিট রেশিও কমে যায় তাহলেও আমানত সংগ্রহের পরিমাণ বাড়াতে হবে। এতে আকর্ষণীয় সুদ পেলে ব্যাংকের দিকে ঝুঁকবে বিনিয়োগকারীরা । কাজেই নিয়ন্ত্রক সংশ্লিষ্টদের পুঁজিবাজারের বিষয়টি মাথায় রেখে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) প্রস্তাবগুলো ভেবে দেখা দরকার বলেও মনে করছেন ওই বিশ্লেষকরা।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |