midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
দীর্ঘমেয়াদে অর্থায়নের ক্ষেত্রে বন্ড একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশের বন্ড মার্কেট উন্নয়নের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই একসাথে কাজ করছে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্যোগের ধারাবাহিকতার অংশ হিসেবে ১১ ডিসেম্বর ডিএসই টাওয়ারের ডিএসই লাউঞ্জে “Long Term Financing: A Critical Assessment of Bond Market in Bangladesh and Way Forward” শীর্ষক ফোকাস গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মাদ হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, মার্চেন্ট ব্যাংক, আইসিবি, আইসিএবি, আইসিএমএবি, ডিবিএ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |