midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ৩৪০ কোটি ৮৬ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরে যা ছিল ১৮৬ কোটি ৩৪ লাখ টাকা। এক বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৮২ দশমিক ৯৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।প্রতিবেদন অনুসারে, ২০২২-২৩ হিসাব বছরে যমুনা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৫ টাকা ৪৯ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮৯ টাকা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ২৭ জানুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |