midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সামষ্টিক অর্থনীতির নানামুখী সংকটের প্রভাব পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্যে। একদিকে মূল্যস্ফীতির চাপে ভোক্তাদের ক্রয়ক্ষমতা সংকুচিত হয়েছে, অন্যদিকে টাকার অবমূল্যায়ন ও ডলার সংকটের কারণে চাহিদা অনুযায়ী কাঁচামালসহ অন্যান্য পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। তবে এসব সংকটের তেমন কোনো প্রভাব দেখা যায়নি দেশের ওষুধ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবসায়।আয় ও মুনাফা বাড়ার পাশাপাশি কোম্পানিটির নগদ অর্থ ও সংরক্ষিত আয় আরো স্ফীত হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যবেক্ষকরা বলছেন, এ মুহূর্তে সবচেয়ে মজবুত আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা দেশী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |