midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। বিক্রয়চাপে লেনদেন শুরুর আধঘণ্টা পর থেকেই সূচক টানা কমেছে। দিন শেষে ১০ দশমিক ৫২ পয়েন্ট কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স। এদিকে অব্যাহত এ দরপতনের নেপথ্য কারণ অনুসন্ধানে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন ও এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে বর্তমান দরপতনের পেছনে ব্যাংকিং খাতে তারল্য সংকোচনের আশঙ্কার বাইরে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই দুই এক্সচেঞ্জকে নিজেদের তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে বিএসইসি। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, (Details on 'Read More') দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১০ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৯৪০ দশমিক ২৪ পয়েন্টে। ৪ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ কমে ২ হাজার ১৮৮ দশমিক ৯৩ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৪ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে ১ হাজার ৩৮৯ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১০ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ১২৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৭৭ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৪০ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির বাজারদর। এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩৫ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩ দশমিক ১৩ পয়েন্টে নেমে যায়। ৪৯ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৪১ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৫২ হাজার ১৩৭ টাকার সিকিউরিটিজ, যা আগের কার্যদিবসে ছিল ৩০ কোটি ৫ লাখ ৫৯ হাজার ৭৩৫ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত ছিল ২২টির বাজারদর।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |