midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৮৫.২৪ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৭ কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৩৯ কোটি ৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর বেড়েছে ৬০ দশমিক ২৪ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৯ কোটি ২১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৪৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে ইউনিটটির সর্বোচ্চ দর বেড়েছে ৩৭ দশমিক ৩৯ শতাংশ। ফান্ডটি গড়ে প্রতিদিন ৩ কোটি ৬৭ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে ফান্ডটি ১৮ কোটি ৩৮ লাখ টাকার ইউনিট লেনদেন করেছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। Source: Arthosuchak
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |