midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্
পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদন ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। তাই আগামীকাল (৮ এপ্রিল) কোম্পানিটির আইপিও আবেদন সংগ্রহের তারিখ নির্ধারণ করা হলেও তা হচ্ছে না। হাইকোর্ট ও ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির ৪ জন পরিচালক ঋণ খেলাপি হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বরিশালের অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করা হয়। গত মাসেই কোম্পানির আইপিও আবেদন স্থগিতাদেশ দেয় আদালত । তবে আইপিও আবেদন স্থগিত না রাখতে কোম্পানির পক্ষ থেকে আপিল করা হয়
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
May 2023
Categories |