midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
নতুন অর্থবছরে কর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এই সুখবর এখনই দিতে চাচ্ছেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এ জন্য আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বৃহস্পতিবার আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ পরামর্শক কমিটির ৩৯তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব ইঙ্গিত করেন অর্থমন্ত্রী। এফবিসিসিআইয়ের সভপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমদ, এ কে আজাদসহ সারা দেশের ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা তাদের বাজেট প্রস্তাব তুলে ধরেন। সব মিলিয়ে প্রায় ৬০ জন বক্তা বক্তব্য দেন। সবশেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কিছু কিছু প্রস্তাব নিজে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।
অর্থমন্ত্রী বলেন, দশ বছর আগেও কর দেয়ার ক্ষেত্রে যে ভয়-ভীতি ছিল, তা এখন দূর হয়েছে। ইতোমধ্যে টিআইএনধারীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এই টিআইএনধারীদের নিয়ে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছি আমরা। নির্বাচনের বছর হওয়াতে এবার বাজেট প্রণয়নের কাজ আমরা একটু আগেই শুরু করেছি। অন্যান্য বছর ফেব্রুয়ারি-মার্চে শুরু হলেও এবার আমরা জানুয়ারিতেই কাজ শুরু করে দিয়েছি। কারণ আমি নিজেই চাই, এবারের নির্বাচনী বছরে নতুন কিছু উদ্যোগ যাতে নেয়া যায়। পুরনো যেসব উদ্যোগ নিয়েছি, সেগুলো যাতে পারফেক্ট করা যায়। ভালো করা যায়। সেটাও আমার উদ্দেশ্য। অর্থমন্ত্রী আরো বলেন, ই-কমার্স খাতকে আইটিএস খাতের অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তা করছি। পাশাপাশি পণ্য সরাসরি রপ্তানির ক্ষেত্রে প্রণোদনার বিষয়টি নিশ্চিত করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। একই সঙ্গে বেকারি ও কৃষিজাত পণ্যে ভ্যাট প্রত্যাহার করা হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |