midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বিভিন্ন উৎস থেকে প্রদেয় করের হার হ্রাসসহ ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেটে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (০৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আসন্ন অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ডিএসই এসব প্রস্তাব দেয়। জানা যায়, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে আয়কর হারের ব্যবধান ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। অর্থাৎ তালিকাভু্ক্ত কোম্পানিগুলোর প্রদেয় ২৫ শতাংশ করের সীমা ১৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেয়া হয়েছে। যদিও বর্তমানে রাজস্ব বোর্ড অ-তালিকাভুক্ত কোম্পানি থেকে ৩৫ শতাংশ ও তালিকাভুক্ত কোম্পানি থেকে ২৫ শতাংশ হারে কর আদায় করে। আর ডিএসইর প্রস্তাবনা কার্যকর হলে তালিকাভুক্ত কোম্পানিকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এছাড়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে ডিএসইর ব্রোকারেজ হাউজ থেকে প্রদেয় উৎসে করের পরিমাণ শতকরা ৫ পয়সার (০.৫%) থেকে ১০০ টাকায় দেড় পয়সা (.০১৫%) করার প্রস্তাব করেছে। আলোচনায় ডিএসই অন্যান্য প্রস্তাবের মধ্যে বিনিয়োগকারীরা যে কোম্পানি থেকে বছর শেষে যে পরিমাণ লভ্যাংশ গেইন করে, তার করমুক্ত সীমা বর্তমানে ২৫০০০ হাজার টাকা। আর বিনিয়োগকারীদেগর স্বার্থে এ সীমা বাড়িয়ে ১ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। তাছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাণিজ্যিক অফিস ভাড়া বাবদ ১৫ শতাংশ হারে প্রদেয় কর শূন্যতে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে।আর তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রথম বছরে ১০ শতাংশ হারে কর প্রদানের বিধান রয়েছে। এটা ১০০ শতাংশ উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
এদিকে, গত বাজেটে ব্যক্তি আয়ের কর সীমা ছিল আড়াই লাখ টাকা। এটা সাড়ে ৩ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে ডিএসই। এছাড়াও ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের ক্রমহ্রাসমান হারে আয়কর অব্যাহতির পরিবর্তে শতভাগ করমুক্ত করার প্রস্তাব করেছে ডিএসই। বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |