midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) দাবির মুখে ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) এক শতাংশ কমলো1/4/2018 বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) দাবির মুখে ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) এক শতাংশ কমিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের আমানতের ৫০ শতাংশ এখন থেকে বেসরকারি ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত হয়েছে। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএবি ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানিয়েছেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজকের বৈঠক ছিল শুক্রবারের বৈঠকের ফলোআপ। সরকারি প্রতিষ্ঠানের টাকা কোথায় রাখবে এটি সরকার সিদ্ধান্ত দিতে পারে। আমরা এটি করে দিয়েছি। আমরা অফিস থেকে ইতিমধ্যে এটি ইস্যু হয়ে গেছে। তাদের অনেক দাবি ছিল। সেগুলো বাংলাদেশ ব্যাংক দেখে। এটির কর্মকর্তা বা নিয়ন্ত্রক হলেন গভর্নর। আমি দিতে পারি না। হ্যাঁ, আমি হয়তো তাকে প্রভাবিত করতে পারি। অর্থমন্ত্রী বলেন, আজকের এ বৈঠকে গভর্নর তার পুরো টিম নিয়ে উপস্থিত ছিলেন। বিস্তর আলোচনা হয়েছে। তাদের অনেকগুলো দাবিদাওয়া ছিল। ব্যাংকগুলোকে কিছু টাকা কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলকভাবে রাখতে হয়। সিআরআর হিসেবে সাড়ে ৬ শতাংশ অর্থ জমা রাখা হয়। বিএবি দাবি করেছিলো, এটিকে ৩ শতাংশ কমিয়ে দেয়ার জন্য। এটি নিয়ে যৌক্তিক আলোচনা হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে ব্যাসেল-৩ আমাদের ব্যাংকিং খাতের জন্য কিছু রেশিও দিয়ে দিয়েছে। এটি না চাইলেও চলে। আমরা সবকিছু বিবেচনা করেছি। বাংলাদেশে আমরা যে সিস্টেম চালাচ্ছি, এটি আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। কিন্তু এখনো আন্তর্জাতিক মানের নয়। অর্থমন্ত্রী বলেন, সবার বক্তব্য ও উপদেশ শুনে আমরা ডিসেম্বর পর্যন্ত সিআরআর ১ শতাংশ কমিয়ে দেয়ার সিদ্ধান্ত দিয়েছি। এটিকে আমরা পর্যালোচনা করবো আগামী জুন মাসে। এতটুকু সময়ের মধ্যে কি প্রভাব পড়ে সেটি দেখবো। তবে জুন মাসের আইডিয়াটা আমার না। এটি সালমান এফ রহমান দিয়ে গেছেন। যদি দেখি এটি কার্যকরী পদক্ষেপ হয়েছে, তা হলে ঠিক আছে। আবার আরো কিছু করার দরকার হলেও তাও করা হবে। এর মাধ্যমে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। নতুন এ সিদ্ধান্তের ফলে বাজারে মূল্যস্ফীতি বাড়বে কি না? -এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সিআরআর কমানের ফলে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না। মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। মূলস্ফীতি বাড়তির দিকে এমন তথ্য জানালে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কথা বার্তা ননসেন্স। কোনো কিছু হয়নি দেশে, যার জন্য মূলস্ফীতি বাড়তে পারে। ইমপসিবল। মূল্যস্ফীতি এ বছর বাড়বেই না। ফিন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাক্ট করার বিষয়ে বিএবির প্রস্তাব বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটি এখন হবে না। এটি হবে বাজেটে আলোচনার সময়। http://bonikbarta.net
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
January 2025
Categories |