midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সম্মানি ইনভেস্টোরদের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গত ১০ ই জুন ২০২০ এ ব্লক ট্রেড নিয়ে নতুন নীতিমালা জারি করেছে। যেখানে বিনিয়োগকারীগন, আর্থিক প্রতিষ্ঠান সমূহ (কোম্পানির স্পনসর/ডিরেক্টরগন ব্যতিত) ফ্লোর প্রাইস থেকে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ বা সর্বনিম্ন দামেও ব্লক মার্কেট থেকে শেয়ার ক্রয় বা বিক্রয় করতে পারবেন।
উদাহরনঃ আমরা দুইটি কোম্পানির শেয়ার দিয়ে বুঝানোর চেষ্টা করব। ১ম টি, SQUARE PHARMACEUTICALES LTD. যার ফ্লোর প্রাইস হচ্ছে ১৭২.৫০ টাকা। বিএসইসি এর বর্তমান নীতিমালা অনুযায়ী SQUARE PHARMACEUTICALES LTD. এই ফ্লোর প্রাইস ১৭২.৫০ থেকে সর্বনিম্ন ১০% কমে অর্থাৎ ১৫৫.৫০ টাকার মধ্যে ব্লক মার্কেটে ট্রেড হতে পারবে। আবার সর্বোচ্চ ১৮৯.৫০ টাকাতেও ট্রেড হতে পারবে। ২য় টি MARICO Bangladesh Limited যার ফ্লোর প্রাইস হচ্ছে ১,৫৬২.৫০ টাকা। বর্তমান নীতিমালা অনুযায়ী MARICO Bangladesh Limited এই ফ্লোর প্রাইস ১,৫৬২.৫০ থেকে সর্বনিম্ন ৬.২৫% কমে অর্থাৎ ১,৪৬৪.৯ টাকার মধ্যে ব্লক মার্কেটে ট্রেড হতে পারবে। আবার সর্বোচ্চ ১৬৬০ টাকাতেও ট্রেড হতে পারবে। বিশেষ দ্রষ্টব্যঃ ব্লক মার্কেটে যে দামেই ট্রেড হোক না কেন, দিন শেষে শেয়ারের দাম সাধারন মার্কেটের ক্লোজ প্রাইসই হবে। অর্থাৎ SQUARE PHARMACEUTICALES LTD. যদি ব্লক মার্কেটে ১৫৯ টাকায় ট্রেড হয় এবং সাধারন মার্কেটে যদি ক্লোজ হয় ১৭৪ টাকায় তাহলে পরের দিন ১৭৪ টাকায় সাধারনত ট্রেড হবে। কিভাবে ব্লক মার্কেটে ট্রেড করতে পারবেন? ১) ব্লক মার্কেটে ট্রেড করতে হলে বিনিয়োগকারীকে সর্বনিম্ন ৫ লক্ষ টাকার শেয়ার ক্রয় বা বিক্রয় করতে হবে। ২) ডিএসই মোবাইল এস্প দিয়ে ব্লক মার্কেটে ট্রান্সেকশন করা যাবে না। নিজ নিজ ব্রোকারেজ হাউজের সাথে যোগাযোগ করে ট্রান্সেকশন করতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ এই নীতিমালা ১৪ই জুন, ২০২০ থেকে কার্যকর হবে।
1 Comment
Dr. Md. Akbar Hossain
12/6/2020 11:13:08 pm
শুধুমাত্র ১টা কোম্পানিরই শেয়ার কি ৫ লক্ষ টাকার কিনতে হবে?
Reply
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |