midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শেয়ারবাজারের সমস্যা সমাধানের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'শেয়ারবাজারে অবশ্যই আমাদের সফলতা পেতে হবে।
রোববার (৮ মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে শেয়ারবাজার নিয়ে তিনি এমন কথা জানান। অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারের সাথে আমাদের অনেক মানুষ জড়িত সুতরাং শেয়ারবাজারকে বাদ দিয়ে সরকার চিন্তা করে না। আমরা বাজারকে আমাদের সাথে দেখতে চাই, আমাদের অর্থনীতিতে দেখতে চাই। সেখানে যা যা ব্যবস্থা নেয়া দরকার, ব্যবস্থা আপনারা নেন, সরকার সব ধরনের সাহায্য করবে।’ ডিএসই শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমানকে উদ্দেশ্যে করে তিনি বলেন, 'শেয়ারবাজারে সমস্যা রয়েছে। সমাধান হচ্ছে না। সমাধানের পথ তৈরি করুন। আমরা সমধান দেখতে চাই। সমাধান আপনার হাত দিয়েই সম্ভব। সরকার সমাধান করে দেবে না। আপনাদের সহায়তা ছাড়া সরকার শেয়ারবাজারের সমস্যা সমাধন হবে না।’ রকিবুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে মুস্তফা কামাল বলেন, ‘সরকারের কাজ হবে শেয়ারবাজারকে সমৃদ্ধ করার জন্য এ দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। দেশের সামস্টিক অর্থনীতি যত শক্তিশালী হবে তার রিফ্লেকশন যাবে শেয়ারবাজারে। এটা ডাইরেক্ট লিংক। তারপরও অর্থনীতি অনেক শক্তিশালী কিন্তু শেয়ারবাজার ঠনঠন। সেটাতো হতে পারে না। সুতরাং এর কারণগুলো আপনাদের খুঁজে বের করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে আইন অনেক আছে। আইনগুলোতে কোনো অসঙ্গতি আছে কি না সেগুলো দেখবেন। সেগুলো দেখার জন্য যারা কমিটিতে আছে তাদেরকেও আপনারা সাহায্য-সহযোগিতা করবেন। এখন একীভূত হয়ে কাজ করলে এর সমাধান পাবেন। একীভূত না হয়ে একে অপরের সমালোচনা করলে আমরা কাজটি করতে পারবো না।’ এরপর বাজার বিষয়ে মো. রকিবুর রহমান আরো কথা বলতে চাইলে অর্থমন্ত্রী তাকে থামিয়ে দেন। সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমান উপস্থিত ছিলেন। বিজনেস আওয়ার
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |