midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১২ অক্টোবর) বিএসইসি থেকে ডিএসইকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, লাগামহীন ঘোড়ার মতো ছুটতে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে বিএসইসি। এজন্য কোম্পানিটির বেশকিছু বিষয় নিয়ে তদন্ত করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএসইসিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তদন্তের ক্ষেত্রে কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির পেছনে কোন কারসাজি চক্রের হাত আছে কি না তা খতিয়ে দেখতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা। এছাড়াও ওরিয়ন ইনফিউশনের শেয়ার ফ্রড ট্রেড হয়েছে কি না তাও তদন্ত করতে বলা হয়েছে চিঠিতে। একই সঙ্গে কোম্পানিটির অডিট এবং আনঅডিটকৃত আর্থিক প্রতিবেদনও খতিয়ে দেখতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা। এদিকে গত চার মাসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর এক হাজার শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকায়। এর মধ্যে মাত্র তিন বার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চাওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, চলতি বছরের ১ জুলাই ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ৮২ টাকা। তিন মাসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য এখন ৯০০ টাকা ছাড়িয়েছে। বুধবার (১২ অক্টোবর) কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯১৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি সর্বপ্রথম ২০১৫ সালে লভ্যাংশ দেয়। ওই বছর বিনিয়োগকারীদের নগদ ১৩ শতাংশ লভ্যাংশ দেয় ওরিয়ন ইনফিউশন। এরপর ২০২১ সাল পর্যন্ত লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর নগদ ১৪ শতাংশ করে লভ্যাংশ দেয় ওরিয়ন ইনফিউশন। ২০২০ ও ২০২১ সালে ১০ শতাংশ করে লভ্যাংশ দেওয়া হয় বিনিয়োগকারীদের। ডিএসই’র তথ্য অনুযায়ী, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ারের সংখ্যা দুই কোটি তিন লাখ ৫৯ হাজার ৭৬০টি। বর্তমান শেয়ারদর হিসেবে কোম্পানিটির মূল্য দাঁড়ায় এক হাজার ৮৭২ কোটি ২৮ লাখ ৩৫ হাজার ২৯৬ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, চলতি বছরের জুনে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ৭ দশমিক ৮৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দখলে ছিল। আগষ্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ প্রায় তিন গুন বেড়ে ২১ দশমিক ৪১ শতাংশ হয়, কমে যায় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারধারণ। তবে জুন থেকে আগস্ট পর্যন্ত কেনা শেয়ার সেপ্টেম্বরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বেশি মূল্যে বিক্রি করা হয়। সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণের পরিমাণ দাড়ায় ৭ দশমিক ৫০ শতাংশে। Source: Orthosongbad
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |