midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) একটি প্রকল্পে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার সরবরাহ করবে। এ লক্ষ্যে আজ ৩ মার্চ, মঙ্গলবার প্রতিষ্ঠানটি বিআরইবির সঙ্গে একটি চুক্তি সই করেছে।
বিবিএস ক্যাবলস সূত্রে এই তথ্য জানা গেছে। চুক্তি অনুসারে, বিবিএস ক্যাবলস লিমিটেড বিআরইবির ‘ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এক্সপানশন ফর ১০০% রুরাল ইলেকট্রিফিকেশন প্রজেক্ট (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল) এ ৯৪ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকা মূল্যের এসিএসআর (Aluminium Conductor Steel Reinforced-ACSR) বার কনডাক্টর সরবরাহ করবে। আগামী ১৬ সপ্তাহের মধ্যে এই ক্যাবল সরবরাহ করা হবে।এর আগে গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কোম্পানিটি বিআরইবির কাছ থেকে আলোচিত প্রকল্পে ক্যাবল সরবরাহ করার জন্য নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) বা প্রাথমিক সম্মতিপত্র পেয়েছিল। এনওএ অনুসারে পরবর্তী ২৮ দিনের মধ্যে ক্যাবল সরবরাহের চুক্তি করার বাধ্যবাধকতা ছিল। সে অনুসারে আজ প্রতিষ্ঠান দুটির মধ্যে ওই চুক্তি সই হয়েছে। অর্থসুচক
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |