midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।
মঙ্গলবার (১৬ এপ্রিল) এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন যে পদ্ধতিতে বিও খোলা যায়, সামনেও সেই একই পদ্ধতিতে বিও খোলার সুযোগ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এনবিআরের চেয়ারম্যান স্টক এক্সচেঞ্জের নির্বাহী পরিচালককে জিজ্ঞাসা করেছিল শেয়ারবাজারে বিও অ্যাকাউন্ট খোলায় জন্য টিআইএন বাধ্যতামূলক কিনা? সেই বিষয়টি নিয়ে সংবাদপত্রে লেখা হয় শেয়ারবাজারে বিও অ্যাকাউন্ট করতে বিনিয়োগকারীদের টিআইএন বাধ্যতামূলক হতে যাচ্ছে। যা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, প্রাক-বাজেট আলোচনায় টিআইএন নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল। আজ এনবিআর তা পরিষ্কার করে দিয়েছে। এটি নিয়ে বাজারে অহেতুক আতঙ্ক তৈরি হয়েছিল। যা কারো কাম্য ছিল না। বিষয়টি পরিষ্কার করায় এনবিআরকে ডিএসইর পক্ষ থেকে ধন্যবাদ।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |