midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শেয়ারবাজার উন্নয়নে যতটুকু সম্ভব, ততটুকু অবদান রাখব। এক্ষেত্রে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য জয়ী পরিচালক মিনহাজ মান্নান ইমন। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন তিনি। ইমন বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবেন। আমাকে যারা সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ। এদিকে নির্বাচনে পরাজিত আহমেদ ইকবাল হাসান বলেছেন, ডিএসই নির্বাচনে সুষ্ঠভাবে ভোট গ্রহণ হয়েছে। এক্ষেত্রে কোন ধরনের সমস্যা হয়নি। আমি পরাজয় মেনে নিয়েছি। এর আগে সকাল সাড়ে ১০টায় নির্বাচন কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের সামনে ভোট গনণা করা হয়। নির্বাচনে ২৫৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছে ১৯৮ জন ভোটার ভোট প্রদান করেছে। এর মধ্যে বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন পেয়েছেন ১২৭টি। অপর প্রার্থী আহমদ ইকবাল হাসান পেয়েছেন ৬৯টি ভোট পেয়েছেন। সঠিক প্রক্রিয়ায় ভোট না দেওয়ায় ১টি ভোট বাতিল হয়েছে। জানা যায়, আজ ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে। তবে, আগামী ২২ মার্চ ডিএসই’র ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। এবারের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিটির প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ।
ডিএসইতে নির্বাচনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করা সুযোগ ছিল। আর সেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত। আর ১২ মার্চ পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় ছিল। কিন্তু কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ১২ মার্চ যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, বর্তমান শেয়ারহোল্ডার শাকিল রিজভী ২বারের মতো পরিচালক পদে থাকায় এবার তার পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেয়ারনিউজ
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
December 2024
Categories |