midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বিভিন্ন ধরনের সভা-সেমিনার ডিজিটাল প্ল্যাটফর্মে করার জন্য নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য এ ধরনের সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি যতদিন ব্যাংক খোলা থাকবে ততদিন পুঁজিবাজারও খোলা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
করোনায় সরকারের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের পাশাপাশি পুঁজিবাজারের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছে বিএসইসি। আর এরই ধারাবাহিকতায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম), বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও পরিচালনা পর্ষদ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ অর্থসূচককে বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আমরা সম্প্রতি এ ধরনের একটি নির্দেশনা দিয়েছি। আমরা করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। সরকারের পক্ষ থেকে বারবার করে জনসমাগমকে নিরুৎসাহিত করা হচ্ছে। তাই সরকারের নির্দেশ মেনে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে এজিএম, ইজিএম ও পর্ষদ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করার জন্য বলেছে বিএসইসি। শেখ শামসুদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে পুঁজিবাজার কোনোভাবেই বন্ধ থাকবে না। যতদিন পর্যন্ত ব্যাংক খোলা থাকবে ততোদিন পুঁজিবাজারও চালু থাকবে। ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বিএসইসির কার্যক্রম যথাযথভাবে চলবে। এ পরিস্থিতিতে কোন কোন কোম্পানির এজিএমে হাজার হাজার মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এতোগুলো মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় এনে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম, ইজিএম ও পর্ষদ সভার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিএসইসি সূত্রে জানা যায়, সম্প্রতি ডিএসই-সিএসই’র ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে বিএসইসির পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সকল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) অবহিত করা হয়েছে। বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশব্যাপী করোনার প্রভাব বাড়ছে। এ পরিস্থিতিতে এক জায়গায় জনসমাগমের মাধ্যমে সভা-সমাবেশ করায় করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর এজিএম, ইজিএম ও পরিচালনা পর্ষদ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠককালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা যথাযথ নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে কমিশনের আদেশের প্রাসঙ্গিক শর্তাবলী মেনে শেয়ারহোল্ডারদের ভোটাধিকার এবং অন্যান্য অধিকার নিশ্চিত করতে হবে। জানা গেছে, গতবছর সারাদেশে করোনা ভাইরাস সংক্রামণকালে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর আইন করে অনলাইনে সভা-সেমিনার করার নির্দেশনা জারি করে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার, সে আইন পরিবর্তন করে হাইব্রিড সিস্টেম চালু করে কমিশন। তবে বর্তমান পুনরায় করোনা সংক্রামণের প্রভাব বেড়েছে। তাই সরকারের নির্দেশনাকে প্রাধান্য দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর এজিএম, ইজিএম ও পর্ষদ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করার সিদ্ধান্ত নেয় কমিশন। প্রসঙ্গত, সম্প্রতি দেশের করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৯ মার্চ) ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। এর মধ্যে কর্মক্ষেত্রে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসাগম নিরুৎসাহিত করা, ৫০ ভাগ জনবলে অফিস পরিচালনা, অসুস্থ বা পঞ্চান্নোর্ধ বয়সের কর্মীদের বাসায় থেকে কাজ করাসহ সভা-সেমিনার অনলাইনে করার নির্দেশনা রয়েছে। বাড়ানো হয়েছে বাস ভাড়াও। গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের দূরত্ব নিশ্চিত করতেও বলা হয়েছে। Source: arthosuchak
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |