midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
টানা দরপতন ঠেকাতে চলতি বছরের জুলাই মাসে শেয়ারবাজারে পুনরায় ফ্লোর প্রাইস চালু করে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোর প্রাইস কার্যকরের পর বাজারে স্বস্তি ফিরলেও এখন বেশিরভাগ শেয়ারের দাম অপরিবর্তিত থাকছে। বাজার বিশ্লেষকরা ফ্লোর প্রাইসের সমালোচনা করলেও বিনিয়োগকারীদের একটি অংশ এতে স্বস্তি পাচ্ছেন। আর যারা শেয়ার নিয়ে ফ্লোরে আটকে আছেন তারা করছেন সমালোচনা। ডিএসই’র তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ফ্লোর প্রাইস চালুর পরে শেয়ারবাজারে এক সপ্তাহ স্বস্তি থাকে। চালুর পর প্রথম দিনই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের বড় উত্থান হয়। সেদিন ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। ওই কার্যদিবসে প্রধান শেয়ারবাজারের অপর দুই সূচকও বেড়েছিল। একই সঙ্গে সেদিন লেনদেনে অংশ নেওয়া ৩৮২ কোম্পানির মধ্যে ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ারদরই বৃদ্ধি পেয়েছিল।
অর্থসংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন এছাড়াও ফ্লোর প্রাইস কার্যকর হওয়ার পর প্রথম সপ্তাহে শেয়ারবাজারে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছিল ২১ হাজার কোটি টাকা। সূচকের উল্লম্ফন ও বাজার মূলধন বৃদ্ধির কারণে ফ্লোর প্রাইসকে শুরুতে মনে করা হয়েছিল শেয়ারবাজারের জন্য আর্শীবাদ। তবে দিন যতই যাচ্ছে, ততই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বাড়ছে। অনেকেই বলছেন ফ্লোর প্রাইসের কারণে জোর করে শেয়ারের দরপতন ঠেকানো হচ্ছে। ফলে ফ্লোর প্রাইসের বিরোধিতাও করছেন বাজার সংশ্লিষ্টরা। Source : orthosongbad
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |