midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮৭৫ কোটি ২০ লাখ টাকা। সাপ্তাহিক পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৮ হাজার ২ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২০ হাজার ২৭৭ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬২৮ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ২৭৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪৬ হাজার ৪০৬ কোটি ১৫ লাখ টাকা। আর সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৫০ হাজার ৬ কোটি ৬৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬০০ কোটি ৫১ লাখ টাকা।
ডিএসইতে গেলো সপ্তাহে ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮৭১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ পয়েন্টে। ডিএসইতে গেল সপ্তাহে মোট ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে হয়েছে। এরমধ্যে বেড়েছে ৩৫৬টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির শেয়ার ও ইউনিট দর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৮২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৫১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে। গেল সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৬২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩২৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে গেল সপ্তাহে ৩৪৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৯৯টির, ৩৫টির কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত রয়েছে। Source: orthosongbad
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |