midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সিংহ বনাম ছাগলের বাচ্চা! অর্থমন্ত্রীর এই উক্তি নিয়ে নানান রকম আলোচনায় সয়লাব সোশ্যাল মিডিয়া। কিন্তু কত জন উক্তিটির গভীরে প্রবেশ করেছ? অর্থ মন্ত্রী সঠিক কথাই বলেছেন। এ মুহূর্তে পুঁজিবাজারে ৫০ কোটি নয়, যদি পাঁচ লাখ কোটি টাকাও দেয়া হয় তাহলেও শেষ হয়ে যাবে। (২৫ এপ্রিল ২০১৯, ঢাকার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রীর মন্তব্য, সূত্র- পত্রিকা)
## সর্বদা বলা হয় পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে বিনিয়োগ করুন। কিন্তু কথাটি আমরা কতটুকু মানি? এটি যে সিগারেটের প্যাকেটের উপর স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক লেখার মত। ধূমপানের কারনে ক্যান্সার হয় কিন্তু কেউই সেই দিকে মনোযোগ দেয় না। ## ১ লা জানুয়ারি হতে মাত্র কয়েকদিনে যখন বাজার টানা ৬০০/৭০০ পয়েন্ট বাড়তে দেখা গেল তখন মানুষের চোখে মুখে যত আনন্দ ছিল এখন যখন মাস ব্যাপী সময় নিয়ে সমপরিমান ইনডেক্স হ্রাস পেয়েছে, তখন সেই সব মানুষের চোখে মুখে ব্যাথার তীব্রতা অনেক বেশী। কিন্তু কেন? ## সিংহ সারাদিন দৌড়ে বেড়ায় না, যেমনটি করে ছাগলের বাচ্চা। শিকারের আগে সিংহ চুপ করে বসে থাকে আর চোখ রাখে তার শিকারের উপর। পক্ষান্তরে ছাগলের বাচ্ছা তিরিং বিরিং করে লাফিয়ে চলে কোন দিকে লক্ষ্য না রেখেই। ## সাধারণ বিনিয়োগকারী হিসেবে আপনার আচরণ কেমন? আগে নিজের কাছে প্রশ্ন করেন। একটু সহজ করেই বলি। যখনই ফেসবুকে কেউ আইটেম দেয় তখন আপনারা ইনবক্সে হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু আপনি যদি বাজারে টিকতে চান তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে, জানতে হবে। বাঁচতে হলে, জানতে হবে। ## Buenos Aires Stock Exchange এর Merval Index গত দিন ১,১৮০ পয়েন্ট হ্রাস পেয়েছে যা তোমাদের ডিএসইএক্স ইনডেক্স ২ মাস ধরেও হ্রাস পায়নি। এখন কি তাহলে তারা কান্নাকাটি করে সাগরে তলিয়ে যাচ্ছে। না, কখনোই না। ইদানিং ইন্ডিয়ার BSE Sensex নিয়ে অনেক বেশী কথা হচ্ছে অথচ সেটিও গতদিন ৩২৩ পয়েন্ট হ্রাস পেয়েছে। বিজ্ঞ জ্ঞানীরা এখন কি বলবে? প্যারিস স্টক এক্সচেঞ্জ(৫,৫৬৫) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ(৫,২৬৬) এর ইনডেক্স এর মান খুব কাছকাছি তার মানে তো এই নয় যে ঢাকা প্যারিসের সমতুল্য! তাহলে ইন্ডিয়ার বাজার ৩৯ হাজারে গিয়েছে, এটি নিয়ে এতো হা হুতাশ কেন? ## “হোয়াট গোজ আপ, মাস্ট কাম ডাউন” আর “হোয়াট গোজ ডাউন অ্যান্ড সারভাইভ, মাস্ট কাম আপ এগেইন”— স্পেকুলেটিভ বাজারে এ দুটি মন্ত্র খুবই শক্তিশালী। বাজারকে যারা বিশ্লেষণী চোখে দেখেন, তাদের একটি বড় অংশই বিশ্বাস করেন “নাথিং নিউ আন্ডার দ্য সেইম সান”। প্রায় সবাই বিশ্বাস করেন “হিস্টোরি টেন্ডস টু রিপিট।” আমরাও দেখছি, সফল কর্মকৌশলের পুনরাবৃত্তি শত শত বছর ধরে মুনাফার মেশিন হিসেবে কাজ করে। ## বাজারে দুটি পক্ষ রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ দুটি পক্ষের মধ্যে এক পক্ষ সিংহ অপরটি ছাগলের বাচ্চা। এ দুটোকে এক করা সম্ভব নয়। হয় পুঁজিবাজার নিজ থেকে ভালো হবে, না হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে, সেই সাথে বিনিয়োগকারীদেরকেও বুজতে হবে সে আগুনে হাত দিচ্ছে নাকি বরফে হাত দিচ্ছি। নিজের টাকা বিনিয়োগের আগে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। বিনিয়োগের পরে যারা অন্যকে দোষারোপ করে এবং অন্যের কাছে আইটেম খুঁজে বেড়ায় তারা সারা জীবন ছাগলের বাচ্চা হয়েই ঘুরে বেড়াবে এবং সিংহের খাবারে পরিণত হবে। ## তাহলে এটি থেকে পরিত্রানের উপায় কি? উপায় খুব সহজ। বাজার নিয়ে একটি উদাহরন দিচ্ছি: ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখে ইনডেক্স ছিল ৫,২৩৪ এবং মার্কেট ক্যাপিটালাইজেসন ছিল ৩৭৮৮৩৪ কোটি। পক্ষান্তরে ২৪ এপ্রিল ২০১৯ তারিখে মার্কেট ইনডেক্স ছিল ৫,২৪০ এবং মার্কেট ক্যাপিটালাইজেসন ছিল ৩৮৯২৮৪ কোটি। অর্থাৎ ইনডেক্স একই জায়গায় থাকলেও বাজারের গভীরতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সমস্যাটি কোথায়? এতো হা-হুতাশ কেন? যারা মনে করে আজকে কিনে আগামীকাল প্রফিট করবো, যেমন ২০১০ সালে করেছিলাম, তারা আসলে শুধু ছাগলের বাচ্চা নয়, ছাগলের তিন নম্বর বাচ্চা। ## আস্থা রাখেন নিজের উপর। এই খারপ বাজারেও গত এক সপ্তাহে ( ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল সময়ে) বেশ কিছু শেয়ারে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত ক্যাপিটাল গেইন করেছে বিনিয়োগকারীরা। এখন নিশ্চয়ই বলতে চাইবেন যে উক্ত সময়ে বেশ কিছু শেয়ারে সর্বোচ্চ ৩০ শতাংশ লোকসান করেছে বিনিয়োগকারীরা। এটি নিয়ে কেন কথা হচ্ছে না? কারন আপনি যুদ্ধ করতে এসেছেন। যুদ্ধে শুধু মাত্র বিজয়ীর নামে ফুলের মালা গাঁথা হয়। তুমি কেন সিংহের গতিবিধি আগে থেকে বুঝতে পারবে না, তুমি কেন ভালো ভাবে বিনিয়োগ শিক্ষায় দিক্ষিত হবে না। সবাই রেডি মেড জিনিস পেতে পছন্দ করে। তাদের ক্ষুধা অনেক বেশী আর একারনেই দিন শেষে তারা ব্যবহৃত হয় সিংহের ক্ষুধা নিবৃত্তের কাজে। ধরা পরে ইনবক্স কিংবা পেইড পার্টির কাছে। ## পরিশেষে একটি উপদেশ দিয়ে আজকের লেখা শেষ করতে চাই। Bull and bear can make profit, only pigs are slaughtered. এখন নিজেকেই নিজে প্রশ্ন কর, তোমার অবস্থান কোথায়? ছাগল কখনোই সিংহের বন্ধু হয় না। হয়তো তোমাকে এখনো খায় নি কারন তার হাতে পর্যাপ্ত শিকার রয়েছে। কিন্তু কে বলতে পারে যে পরের বার তোমার দিকে তার নজর যাবে না? ## নিজেকে প্রশিক্ষিত কর আর যুদ্ধে হারিয়ে দাও সিংহকে নতুবা সিংহরা হুঙ্কার দিয়ে যাবে বারংবার.... - শমরিতা শমি শেয়ারনিউজ24
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |