midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সূচকে উত্থান রেখেই পবিত্র ঈদ উল-আজাহার ছুটিতে যাচ্ছে দেশের উভয় পুঁজিবাজার। সাপ্তাহিক ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৯ আগষ্ট থেকে টানা নয় দিনের ছুটি শুরু হচ্ছে উভয় স্টক এক্সচেঞ্জে। আর ছুটির আগের শেষ কার্যদিবসে অর্থাৎ বৃহস্পতিবার সূচকে ইতিবাচক ধারা দেখেই নিজ নিজ ভূমিতে ছুটছেন বিনিয়োগকারীরা। তবে মজার বিষয় হচ্ছে, আজ দেশের প্রধান পুঁজিবাজারে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল বেশিরভাগ মিউচুয়াল ফান্ড। মূলত ১০ থেকে ৩০/৪০ পয়সা দর বৃদ্ধির মাধ্যমেই এ ফান্ডগুলো শীর্ষ তালিকায় উঠে আসে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত দু-এক সপ্তাহ থেকে তলানিতে থাকা বাজার কিছুটা প্রাণ ফিরে পায়। তবে ঈদের আগে সাধারণত বিনিয়োগকারীদের উপস্থিতি কমে যায় বলে লেনদেন কম হয়। আর একটি স্থিতিশীল পুঁজিবাজার গঠনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। এছাড়াও অর্থবছর অর্থাৎ জুন ক্লোজিং বেশকিছু কোম্পানি লভ্যাংশ ঘোষণা করার প্রক্রিয়ায়। কোম্পানিগুলোর ঘোষণাকে কেন্দ্র করে বাজার চাঙা থাকার সম্ভাবনাই ছড়াবে বিনিয়োগকারীদের মধ্যে। যা বাজার চিত্র পাল্টে দেবে বলেও মনে করছেন তারা।
এদিকে, আজকের বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয় লেনদেন। এদিন শুরুতে মিশ্র প্রবণতা থাকলেও শেষ দেড় ঘন্টার ক্রয় চাপে টানা বাড়তে থাকে সূচক। বৃহস্পতিবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা। অথচ এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ০.০৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫১৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ১১৮৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৩৬ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৪৯ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৩৮ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকা। অন্যদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮১ লাখ ৩ হাজার টাকা। বাজার সংশ্লিষ্ট-ব্যাক্তিরা বলছেন, ঈদের পর বাজার আবার শুরু হবে নতুন উদ্যোমে। এ বছর ঈদের আগে বাজারে তেমন কোনো চমক না থাকলেও শেষ দিকে বাজার হতাশ করেনি বিনিয়োগকারীদের। সার্বিক লেনদেন কিছুটা কমলেও বেশিরভাগ দিনই তা সন্তোষজনক ছিল। আর শেষের দিকে সূচক বৃদ্ধি অনেকটা ইতিবাচক। বাজারের বর্তমান আচরণ ইঙ্গিত দিচ্ছে ঈদের পরেও এ ধারা অব্যাহত থাকবে। বিনিয়োগকারীরাও ছুটি কাটিয়ে নতুন উদ্যোমে লেনদেনে ফিরবেন। ফলে ঈদের পর বাজার চাঙ্গা থাকার সমূহ সম্ভাবনা বিদ্যমান বলেও মনে করছেন ওই বিশ্লেষকরা।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |